ট্রেন্ডিং





Dhanush Aishwaryaa Separation: বিচ্ছেদের পর ভাইরাল রজনীকান্তের গানে ধনুশ-ঐশ্বর্যর প্রেম যাপনের পুরনো ভিডিও
Dhanush Aishwaryaa Separation: তাঁদের বিচ্ছদের কথা প্রকাশ্যে আসতেই প্রবলভাবে ভাইরাল হতে শুরু করে এই ভিডিওটি। সেই ভিডিও পোস্ট করেছেন তাঁদের অজস্র অনুরাগীরা। কেউই এই বিচ্ছেদের কথা মেনে নিতে পারছেন না।

নয়াদিল্লি: ১৮ বছরের দাম্পত্য জীবনে দাঁড়ি। বিচ্ছেদ ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার ধনুশ (Dhanush) ও পরিচালক ঐশ্বর্য রজনীকান্ত (Aishwaryaa Rajinikanth)। সোমবার রাতে পোস্ট করে বিচ্ছেদ ঘোষণা করেন এই জুটি। নিজেদের আলাদা পথ বেছে নিলেন দু'জনেই।
সোমবার বেশ রাতের দিকে, অভিনেতা এবং পরিচালক উভয়েই তাঁদের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি করে বিবৃতি শেয়ার করেন, যা বেশিরভাগ অংশে একই রকম দেখায়। তাঁদের দুই পুত্র সন্তানও আছে, যাত্রা ও লিঙ্গা। এই খবরে তাঁদের অনুরাগীরাও ভীষণ হতভম্ব, দুঃখিত।
অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আর্কাইভ থেকে প্রাক্তন এই দম্পতির ছবি ও ভিডিও শেয়ার করছেন যা তাঁদের সুখী সময়ের চিত্র তুলে ধরে এবং এই বিচ্ছেদকে 'অপ্রত্যাশিত এবং মর্মান্তিক' বলে চিহ্নিত করছেন।
এমনই একটি 'থ্রোব্যাক' ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওয় একটি পার্টিতে স্ত্রী ঐশ্বর্যের জন্য গান গাইতে দেখা যাচ্ছে ধনুশকে। এই রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তাঁদের কোনও বন্ধু। ভিডিওয় স্ত্রীকে গান ডেডিকেট করে তাঁর দিকে হেঁটে এসে জড়িয়ে ধরেন ধনুশ। লজ্জ্বায় লাল হতে দেখা যায় ঐশ্বর্যকে।
তাঁদের বিচ্ছদের কথা প্রকাশ্যে আসতেই প্রবলভাবে ভাইরাল হতে শুরু করে এই ভিডিওটি। সেই ভিডিও পোস্ট করেছেন তাঁদের অজস্র অনুরাগীরা। কেউই এই বিচ্ছেদের কথা মেনে নিতে পারছেন না।
মেয়ে ঐশ্বর্যর বিচ্ছেদের খবর প্রকাশ পেতেই বাবা রজনীকান্তের দিকে সমবেদনার হাত বাড়িয়েছেন তাঁদের একাধিক ভক্ত।