বাবা মার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন সঞ্জয়
ABP Ananda, Web Desk | 01 Dec 2017 09:14 AM (IST)
মুম্বই: বাবা সুনীল দত্ত ও মা নার্গিস দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সঞ্জয় দত্ত। জীবনের চড়াই উতরাইতে বাবা মা সব সময় পাশে থেকেছেন তাঁর। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করেছেন তিনি। সাদা কালো এই ছবির নীচে সঞ্জয় লিখেছেন, আজ আমি যা হয়েছি, সবই তাঁদের জন্য! তোমাদের মিস করি মা, বাবা। [embed]https://www.instagram.com/p/BcHGTvjh5dl/[/embed]