উত্তর ২৪ পরগনা: স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগ। মায়ের শাস্তি দাবি মেয়ের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে।
মৃতের নাম পরিতোষ হালদার। অশোকনদগর-কল্যাণগড় পুরসভার গ্রুপ ডি কর্মী। বাড়ি, অশোকনগরের বনবনিয়ায়। পরিবার সূত্রে খবর, পরিতোষের স্ত্রী স্থানীয় একটি বাড়িতে রান্নার কাজ করেন। অভিযোগ, সেখানে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিবাহবহির্ভুত সম্পর্কে গড়ে ওঠে। তা নিয়ে স্বামী-স্ত্রীর প্রায়ই ঝামেলা হত।
পরিবারের দাবি, সেই বিবাদের জেরেই বুধবার বিষ খান পরিতোষ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে। পরে সেখান থেকে নিয়ে যাওয়ার হয় কলকাতায়। বৃহস্পতিবার আরজি করে মারা যান বছর ৪৫-এর পরিতোষ।
ঘটনায় মায়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছে মেয়ে। দাবি করেছে কঠিন শাস্তি। সে বলে, মায়ের কঠিন শাস্তি চাই। নাহলে আমাকেও মেরে ফেলতে পারে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।