নয়াদিল্লি: সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত টাইগার ফ্র্যাঞ্চাইজির (Tiger Franchise) তৃতীয় ছবি মুক্তি পেয়েছে আজ। রবিবার, দীপাবলির মরশুমে, অনুরাগীদের উচ্ছ্বাসের মধ্যেই হাজির 'টাইগার ৩', যদিও এই দিনটিকে বক্স অফিসের ক্ষেত্রে অত্যন্ত শুষ্ক বলেই মনে করা হয়। কিন্তু বলিউডের ভাইজানকে নিয়ে উন্মাদনা এমনই যে ভোর ৬টা থেকেই প্রেক্ষাগৃহে তাঁদের ভিড় জমাতে দেখা যায়। 


প্রথম দিনে কত হতে পারে আনুমানিক আয়?


ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk-এর মতে, এই ছবি প্রথম দিনেই ৪০ কোটি ব্যবসার গণ্ডি পার করতে পারে। এই অঙ্ক যদি সত্যিই হয় তাহলে বলিউডের ইতিহাসে এটি সবচেয়ে বড় দীপাবলি মুক্তি হবে। হিন্দি ভাষায় এই ছবি সকালে ৩৬.৫৫ শতাংশ হল ভরিয়েছে। 


ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ একটি পোস্ট করে জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলিতে কত আয় হয়েছে মোটামুটি একটি হিসেব দিয়েছেন, যার মধ্যে পিভিআর, আইনক্স, সিনেপলিস আছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই চেনগুলি থেকে ১০.৮৫ কোটি টাকা আয় করেছে। এরপর গোটা দিন আছে, সেই সঙ্গে একাধিক সিঙ্গল স্ক্রিনও রয়েছে। 


 






যদিও দীপাবলির দিন এই ছবিটি মুক্তি পাচ্ছে, কিন্তু প্রথম দিনের ব্যবসার নিরিখে 'টাইগার ৩' এখনও শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) বা 'জওয়ান' (Jawan)-এর ধারেকাছে পৌঁছয়নি, যেগুলি প্রথম দিনে যথাক্রমে ৫৭ কোটি ও ৭৫ কোটি টাকা আয় করেছিল। 


আরও পড়ুন: 'Tiger 3' Review: 'লার্জার-দ্যান-লাইফ' অ্যাকশনে ভরা 'টাইগার ৩' সলমনের থেকেও বেশি ক্যাটরিনা কাইফের


কেমন হয়েছে 'টাইগার ৩'? 


'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' ছবির থেকে তৃতীয় সংস্করণ অনেক বেশ আকর্ষণীয় এবং অন্তহীন ফ্ল্যাশব্যাক দৃশ্য থাকা সত্ত্বেও দর্শক ধরে রাখার ক্ষমতা রাখে এই ছবি। এমনকী, এটা বলা একেবারেই অত্যুক্তি হবে না যে সলমন খান বারবার তাঁর অনুরাগীদের টাইগার ফ্র্যাঞ্চাইজি দিয়ে মন ভরিয়েছেন। এবারেও যে আশা তৈরি হয়েছিল সেই মাত্রা ছুঁয়েছেন তিনি। দীপাবলির দিন বেশ সকালের শোতেও ফুলহাউজ থাকা, তাঁকে ঘিরে উন্মাদনার উদাহরণ বটে, কিন্তু ফিল্মটির পারফর্ম্যান্স কেমন তা অনুমান করা যায় একই পরিমাণ ভিড় থেকে বেরিয়ে আসা কন্টেন্ট অনুভব করে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial