কলকাতা: খুনের উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের ধরতে গিয়ে ভাঙড়ে (Vangar) মিলল অস্ত্রের (Fire Arms Recovered ) হদিশ। ৪ জনকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ (Kasipur Police Station)। প্রচুর অস্ত্র, গুলি উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভাঙড়ের রাধানগর এলাকায় হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে চার দুষ্কৃতীকে। ধৃতরা উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপগান, প্রচুর আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি। পুলিশের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, খুনের উদ্দেশ্যেই অস্ত্র আনা হয়েছিল। কাকে খুনের উদ্দেশ্যে ছিল, অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ। 


বড়দিনের (Christmas)আগে  কলকাতায় (Kolkata) উদ্ধার বিস্ফোরক (Explosives), অস্ত্র-সহ গ্রেফতার  (Arrest)২।  রাজারহাটে (Rajarhat) এসটিএফের (STF)  অভিযান, ১৩ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।  এই ঘটনায় রাজারহাটে কার্বাইন, ৯ এমএম পিস্তল-সহ ২জন গ্রেফতার করা হয়েছে। সাপুরজি বাসস্ট্যান্ডে রাজ্য পুলিশের এসটিএফের অভিযান চালায়। কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক? তদন্তে এসটিএফ।


জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সাপুরজি আবাসনের কাছের বাসস্ট্যান্ডে হানা দেন কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। এই সাপুরজি আবাসনের কাছেই কিছুদিন আগে এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। বাসস্ট্যান্ড থেকে বিস্ফোরক ও অস্ত্র সহ দুই জনকে পাকড়়াও করেন এসটিএফের আধিকারিকরা। কোথা থেকে ওই বিস্ফোরক ও অস্ত্র আনা হয়েছে, কী উদ্দেশে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এসটিএফ। বাজেয়াপ্ত হওয়া ১৩ কেজি বিস্ফোরকের প্রকৃতি কী ধরনের তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।


আরও পড়ুন: Belur Math Closed: অনিবার্য কারণে ১ জানুয়ারি বন্ধ থাকছে বেলুড় মঠ


আরও পড়ুন: WB Municipal Election: হাওড়াকে বাদ দিয়ে চার পুরসভায় শুধু ভোট কেন, জনস্বার্থ মামলা হাই কোর্টে