দেখুন: আতসবাজির শব্দ যেন নির্ধারিত মাত্রার মধ্যে থাকে, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আর্জি টাইগার শ্রফের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2019 10:05 PM (IST)
দীপাবলির উত্সবে মাততে প্রস্তুত সারা দেশ। আলোর এই উত্সবে অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা বলিউড অভিনেতা টাইগার শ্রফের। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ওয়ার সিনেমার অভিনেতা অনুরাগীদের আতসবাজি পোড়ানোর সময় শব্দসীমা নির্ধারিত মাত্রার মধ্যে রাখার আর্জি জানিয়েছেন।
মুম্বই: দীপাবলির উত্সবে মাততে প্রস্তুত সারা দেশ। আলোর এই উত্সবে অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা বলিউড অভিনেতা টাইগার শ্রফের। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ওয়ার সিনেমার অভিনেতা অনুরাগীদের আতসবাজি পোড়ানোর সময় শব্দসীমা নির্ধারিত মাত্রার মধ্যে রাখার আর্জি জানিয়েছেন। ভিডিওতে টাইগার বলেছেন, আমি আপনাদের সীমা ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিতে বলি। কিন্তু আজ সীমা মেনে চলার আর্জি জানাচ্ছি। উল্লেখ্য টাইগারের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়ার সিনেমা ব্যবসার নিরিখে ৩০০ কোটি টাকার ক্লাবে পৌঁছেছে। এই সিনেমায় হৃত্বিক রোশনের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। টাইগারের আগামী সিনেমা বাগী -৩। আগামী বছরের মার্চে এই সিনেমা মুক্তি পাবে বলে আশা।