মুম্বই : 'সিঙ্ঘম', 'সিম্বা', 'সূর্যবংশী'-র পর ফের অ্যাকশন ড্রামা নিয়ে আসতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি। সেখানেও মূখ্য চরিত্রে দেখা যাবে কোনও পুলিস অফিসারকে। যে ছবি দিয়ে পরিচালক ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন। সেই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কাকে? পরিচালক রোহিত শেট্টির ওটিটি ডেবিউয়ের জন্য নায়কের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে লিস্টে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র, ভিকি কৌশল এবং টাইগার শ্রফ। এঁদের তিনজনের মধ্যে কাকে আগামী ছবিতে পুলিশ অফিসারের চরিত্রের জন্য বেছে নেবেন পরিচালক?
আরও পড়ুন - 'মানিকে মাগে হিথে' গানে পা মেলালেন শিল্পা শেট্টি, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন - Emmy Nomination: 'পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা' নওয়াজউদ্দিন সিদ্দিকি, মত কঙ্গনা রানাওয়াতের
বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথম ডিজিটাল ডেবিউয়ের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা করেছেন পরিচালক রোহিত শেট্টি। যেহেতু এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মকেই ছবি মুক্তির এবং অন্য ধারার প্রোজেক্টের জন্য অন্যতম মাধ্যম হিসেবে মনে করা হচ্ছে, তাই ডিজিটাল ডেবিউ করলে তা জমজমাট আর আরও বেশি অ্যাকশন নির্ভর করতে চাইছেন পরিচালক। আটটি এপিসোডের সিরিজ তৈরি করতে চলেছেন রোহিত শেট্টি। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এমনটাই। ওটিটির ক্ষেত্রে পরিচালকের প্রথম পছন্দ হিসেবে অভিনেতা ভিকি কৌশল, টাইগার শ্রফ এবং সিদ্ধার্থ মলহোত্রর নাম শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও খবর জানা যায়নি। তাই অজয় দেবগন, রণবীর সিংহ এবং অক্ষয় কুমারের পর রোহিত শেট্টির পুলিশ-ড্রামা নির্ভর ছবিতে কাকে আগামী দিনে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে, তার উত্তর সময়ই দেবে।
আরও পড়ুন - Shraddha Kapoor: দামি গাড়ি ছেড়ে অটো সফর শ্রদ্ধা কপূরের, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন - Shilpa Shetty: “ক্ষত সারিয়ে সুস্থ হচ্ছি,’’ ইনস্টাগ্রাম পোস্টে বার্তা শিল্পার
পাশাপাশি, আগামী ছবির ঘোষণার ক্ষেত্রে কোনও তাড়াহুড়োয় নেই পরিচালক রোহিত শেট্টি। চলতি বছর ডিসেম্বরে ওটিটি ডেবিউ ছবির শ্যুটিং শুরু করতে পারেন তিনি। জানা গিয়েছে এমনটাই।