মুম্বই: টাইগার শ্রফের ফিটনেস প্রশংসা করার মত। নিয়মিত নিজের ওয়ার্কআউট ও স্টান্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। কিন্তু এবার তিনি যে ভিডিও পোস্ট করেছেন তা দেখে শিহরিত তাঁর অনুগামীরা।
ফিটনেস ট্রেনারের উপস্থিতিতে টাইগারের এই স্টান্ট দেখে সোশ্যাল মিডিয়া মুগ্ধ। কিন্তু একই সঙ্গে অনুরোধও করছেন সকলে, যে নিজস্ব ট্রেনারের সামনে টাইগার যে স্টান্ট করেছেন তা যেন কেউ একা একা বাড়িতে চেষ্টা না করেন।



টাইগার এখন ব্যস্ত তাঁর স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবি নিয়ে। সেখানে তাঁর সঙ্গে দেখা যাবে অনন্যা পান্ডে ও তারা সুতারিয়াকে। তাঁর শেষ ছবি বাগি ২ সুপারহিট হয়েছে।