কলকাতা: চিন থেকে কলকাতায় আসবেন। খুব স্বাভাবিক ভাবেই বিমানই ভরসা। তবে এবার ভ্রমণ প্রিয় বাঙালিদের অন্য এক উপহার দেওয়ার কথা ভাবছে চিনা প্রশাসন। যদি সেই ভাবনা বাস্তবায়িত হয়, তাহলে ট্রেনে চেপেই চিনের কানমিং শহর থেকে চলে আসা যাবে কলকাতা। রেলপথটি যাবে আবার মায়নামার এবং বাংলাদেশের মধ্যে দিয়ে।
বুধবার শহরে এক কনফারেন্সে চিনা কনস্যুল জেনারেল মা ঝানউ তাঁদের সরকারের এমন ভাবনার কথাই জানিয়েছেন। চিন থেকে কলকাতার মধ্যে বুলেট ট্রেন ছোটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। ভারত এবং চিনের যৌথ উদ্যোগেই বাস্তবায়িত হওয়া সম্ভব এই প্রকল্পের।
বুধবারে ওই কনফারেন্সে ঝানউ দাবি করেন, এই হাই-স্পিড বুলেট ট্রেনে চেপে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে চিন থেকে কলকাতা। এই প্রকল্প থেকে লাভবান হবে মায়নামার এবং বাংলাদেশও, দাবি ঝানউর। বুলেট ট্রেনের জন্যে গোটা রেলপথটি যেখান যেখান দিয়ে যাবে, তার আশেপাশের এলাকায় তৈরি হবে নতুন বাণিজ্যিক কেন্দ্র, বিভিন্ন ধরনের কারখানাও থাকবে। এই ২৮০০ কিমি দৈর্ঘ্যের প্রকল্পের ফলে একসঙ্গে চারটি দেশের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঝানউ।
এবার চিন-কলকাতার মধ্যে ছুটবে বুলেট ট্রেন? চলবে ভায়া মায়নামার, বাংলাদেশ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Sep 2018 11:22 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -