মুম্বই: ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এখন তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে থাকেন। এরইমধ্যে এক টিকটক ইউজার ৬০-এর দশকের প্রখ্যাত অভিনেত্রী মধুবালার অনুকরণ করে ভিডিও শেয়ার করেন। প্রিয়ঙ্কা কণ্ডওয়াল নামে ওই ইউজার মধুবালার সিনেমার গানে অভিনয় করে ভিডিও শেয়ার করেন। আর তাঁর এই সব ভিডিওতে প্রচুর লাইক ও কমেন্ট আসে। ভিডিওগুলিতে প্রিয়ঙ্কা হাল সাজ-এ-দিল ছেড় দে, হাসিন রাত হ্যায় ..কুছ নেহি চাহিয়ে, তু অগর সাথ হ্যায়-এর মতো গানের ভিডিও তৈরি করেছেন। দেখনে মে ভোলা হ্যায় দিল কা..বম্বই সে সে আয়া হ্যায় বাবু চিন্নান্না-র মতো গানেরও ভিডিও তৈরি করে শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। ভিডিওগুলি ইতিমধ্যেই দেখেছেন কয়েক হাজার জন। প্রিয়ঙ্কার ওই ভিডিওগুলিতে তাঁকে অবিকল মধুবালার মতো দেখতে মনে হয়। তাঁর বেশিরভাগ ভিডিও-ই সাদা-কালোতে। দর্শকরা তা দেখে সাদা-কালো সিনেমার জগতে চলে যান। ইনস্টাগ্রামেও তিনি এ ধরনের ভিডিও শেয়ার করেন। বর্তমান প্রজন্মের এই ‘মধুবালা’র অনুরাগীর সংখ্যা প্রচুর। টিকটকে তাঁর অনুরাগীর সংখ্যা এক লাখ আট হাজারেরও বেশি।