রাঁচি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ৩-০ জিতলেও, রাঁচির পিচ ও দর্শকদের উপস্থিতি নিয়ে অখুশি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের পর তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, ‘আমার মতে, টেস্টের জন্য দেশে পাঁচটি নির্দিষ্ট কেন্দ্র থাকা উচিত। যে দলগুলি ভারতে টেস্ট সিরিজ খেলতে আসবে, তারা জানবে, এই পাঁচটি কেন্দ্রেই খেলা হবে। ভাল পিচ ও দর্শকদের উপস্থিতির কথা মাথায় রেখে এই পাঁচটি কেন্দ্র বাছাই করা উচিত। বিক্ষিপ্তভাবে এতগুলি কেন্দ্রে টেস্ট ম্যাচ ছড়িয়ে দেওয়া ঠিক নয়।’

নিজের দলের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘আমরা কেমন খেলছি, সেটা সবাই দেখছে। যে পিচ থেকে সাহায্য পাওয়া যাচ্ছে না, সেখানেও আমরা জয় পাচ্ছি। এতে আমি গর্বিত। দেশের বাইরে গিয়েও লড়াই করাই আমাদের লক্ষ্য। দলের সবারই মানসিকতা খুব ভাল। স্পিন বরাবরই আমাদের শক্তি। ব্যাটিং নিয়ে কোনওদিনই আমাদের সমস্যা ছিল না। ইশান্ত (শর্মা) আমাদের দলে একমাত্র অভিজ্ঞ বোলার ছিল। আমরা বলেছিলাম, একজন অতিরিক্ত বোলার খেলাতে চাই। একজন ব্যাটসম্যান হিসেবে বলতে পারি, আমরা নিজেদের কাজ ঠিকমতো করতে পেরেছি। প্রতিটি টেস্ট ম্যাচেই আমরা রান করেছি। আমরা ভাল ক্যাচও ধরেছি। বেশি অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমরা বিদেশের মাটিতে ভাল খেলেছি। আমরা বিশ্বাস করি, যে কোনও জায়গাতেই জিততে পারি। আমরা যতক্ষণ সৎ উদ্দেশ্য নিয়ে চলব, ততক্ষণ সাফল্য পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না।’