কলকাতা: প্রকাশ্যে এল 'পারিয়া' (Pariah) ছবির নতুন গান (Pariah Anthem)। রণজয় ভট্টাচার্যের (Ranajoy Bhattacharjee) সঙ্গীত পরিচালনায় তৈরি এটি ছবির টাইটেল ট্র্যাক। কণ্ঠ দিয়েছেন তারকা গায়ক সোনু নিগম (Sonu Nigam)। সোশ্যাল মিডিয়ায় এই গান প্রকাশ করা হয়।
প্রকাশ্যে 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক। রণজয় ভট্টাচার্য এই গান তৈরি করেছেন। মুম্বই গিয়ে এই গানের জন্য সোনু নিগমের কণ্ঠ তিনি রেকর্ড করে এনেছেন, সেই খবর দিয়েছিলেন আগেই। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবির টাইটেল ট্র্যাক কিছুদিন আগেই রেকর্ড করেছিলেন সোনু।
বিক্রম চট্টোপাধ্যায়কে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির টিজার বা পোস্টার বেশ ভাল সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে। এই গানে দেখা যাচ্ছে কোনও এক 'লড়াই'য়ের জন্য নিজেকে তৈরি করছেন বিক্রম। নানচাক, বক্সিং অভ্য়াস থেকে রাফ অ্যান্ড টাফ লুক, নজর কেড়েছেন তিনি। সেই সঙ্গে সোনুর দুর্দান্ত কণ্ঠ।
এই চরিত্র সম্পর্কে বিক্রম চট্টোপাধ্যায় বলেন, 'অভিনেতা হিসেবে 'পারিয়া' সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র আমার জন্য এখনও পর্যন্ত। এই প্রথমবার, আমি কোনও অ্যাকশন ফিল্মে অভিনয় করছি। ফলে আমাকে শারীরিক ও মানসিক বদলের জন্য অনেকটা সময় দিতে হয়েছে। গত ২ মাস ধরে আমি মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছি। যে কোনও অভিনেতার জন্যই তাঁর চরিত্রে প্রতি সঠিক বিচার করা ও সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলা খুব জরুরি। ফলে আমি একইসঙ্গে নার্ভাস, উত্তেজিত এবং আনন্দিত। আশা করছি দর্শক 'পারিয়া'কে ভালবাসবেন ও উপভোগ করবেন।'
আরও পড়ুন: 'Biyer Phool': বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'বিয়ের ফুল'? কবে সম্প্রচারিত হবে শেষ পর্ব?
বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অঙ্গনা রায়, সৌম্য মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার, সাহির রাজ, দেবাশিস রায়। ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন তথাগত মুখোপাধ্যায়। গত বছর, ২৮ ডিসেম্বর, মুম্বইয়ের 'যশ রাজ স্টুডিও'য় সোনু নিগমের কণ্ঠে 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক রেকর্ড করেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। অভিজ্ঞতা জানিয়ে এবিপি লাইভকে রণজয় বলেন, 'আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে সোনুজির গান তো একেবারে জড়িয়ে আছে। ওঁর সঙ্গে কাজ করাটা স্বপ্নপূরণ বললে কম বলা হয়। আমি কখনও ভাবিনি যে সোনুজি আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওঁকে গানটা তোলাচ্ছি, মানে নিজেরই বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল গোটা ব্যাপারটা। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।' গানটি সম্পর্কে তিনি বলেন, 'সোনু নিগম যে ধরনের ক্লাসিক গান গেয়েছেন, সেই সবগুলির থেকে এই গানটি একেবারে আলাদা। আমার জন্যও এটা বেশ এক্সপেরিমেন্টাল কাজ।' ৯ ফেব্রুয়ারি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।