কলকাতা: মাস আটেকের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে সান বাংলার ধারাবাহিক 'বিয়ের ফুল' ('Biyer Phool' Serial)। ছোটপর্দার একাধিক জনপ্রিয় মুখকে নিয়ে শুরু হলেও জানুয়ারির ২৮ তারিখেই শেষ পর্ব সম্প্রচারিত হবে বলে খবর। এই আবহে শেষ দিনের শ্যুটিংয়ের ছবি পোস্ট করলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। 


শেষ হয়ে যাচ্ছে 'বিয়ের ফুল', কেন?


বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী নবনীতা দাস। সান বাংলার ধারাবাহিক 'বিয়ের ফুল'-এর শ্যুটিং ফ্লোরের ছবি। গতবছরের মে মাসে নতুন এই ধারাবাহিকে কথা ঘোষণা করা হয় চ্যানেলের তরফে। নতুন বছর পড়তেই তা বন্ধ হতে চলেছে। সেই স্থানেই আসতে চলেছে নতুন ধারাবাহিক 'আকাশ কুসুম'। 


রাজা গোস্বামী ও নবনীতা দাসকে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তার শেষ পর্বের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। চলতি মাসের ২৮ তারিখ শেষ পর্ব সম্প্রচারিত হবে বলে খবর সূত্রের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'শেষ হল আরও একটি অধ্যায়... শুধু পড়ে রইল অনেক… অনেক স্মৃতি…।' কিন্তু হঠাৎ কেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল এই ধারাবাহিক? সূত্রের খবর, কাঙ্খিত টিআরপি দিতে পারছিল না এই ধারাবাহিক। রাত ৮টায় এই ধারাবাহিকের স্থানেই দেখা যাবে নতুন ধারাবাহিক 'আকাশ কুসুম'। 


 






এই ধারাবাহিক মূলত পাঁচ ভাই ও তাদের দাদুর গল্প বলে। পরিবারের বড় ভাই মারা গেছে যুবক বয়সেই। দাদুর আশীর্বাদ ও অধ্যক্ষের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোনও মহিলার সংস্পর্শে না আসা। দাদুর (চিরো কুমার ব্রহ্মচারী) সঙ্গে নাতিরা প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করে বিয়ে না করার। তারপর গল্পের ফেরে কারও বিয়ে হয়, কারও হয় সন্তানও। কিছুদিন আগেই এই ধারাবাহিকে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করেন নবনীতা। 


আরও পড়ুন: Mimi Chakraborty: কনের সাজে মিমি, হাতে গিটার-মাইক, কিন্তু কিছুই কেন 'ভাল্লাগছে না' অভিনেত্রীর?


অন্যদিকে, আসন্ন ধারাবাহিক 'আকাশ কুসুম'-এর হাত ধরে ছোটপর্দায় ফিরতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে। সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী কথা চক্রবর্তী। ধারাবাহিকের কাহিনি মূলত গড়ে উঠেছে মুখোপাধ্যায় বাড়িকে কেন্দ্র করে। সেই বাড়িতে পরিচারিকার কাজ করতেন ডালির মা ঝর্ণা। সেই ঝর্ণাকেই একদিন মিথ্যে চুরির অপবাদ দেওয়া হয়, বাড়ির লোকেদের তৎপরতায় পুলিশ ধরে নিয়ে যায় ঝর্ণাকে। অন্যদিকে ঝর্ণার মেয়ে ডালিও বড় হয়ে উঠেছে এই মুখোপাধ্যায় বাড়িতেই। সে প্রতিজ্ঞা করেছে যে তার যাই হয়ে যাক না কেন, কিছুতেই সে এই বাড়ির কোনও ক্ষতি হতে দেবে না। এই পরিবারকে বাঁচাতে ডালি কী করবে? জানা যাবে সান বাংলার নতুন ধারাবাহিক 'আকাশ কুসুম'-এ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।