Kanchan Mullick Comment: আর জি কর কাণ্ডে (RG Kar Incident) ফুঁসছে সারা বাংলা। প্রতিবাদে সরব সবাই। বিচারের দাবিতে শহর থেকে জেলায় চলছে প্রতিবাদ মিছিল। দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষ্যে শাসক দলের দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছে বেশ কিছু ক্লাব। আর সেই প্রসঙ্গেই তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সাম্প্রতিক মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় সব মহলে। এই ঘটনায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক (Sreemoyee Chattoraj Mullick)। কিন্তু তাতে চিঁড়ে বিশেষ ভেজেনি। বরং ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তারপর সেই পোস্টেরই কমেন্ট রেস্ট্রিক্ট করে দিয়েছেন শ্রীময়ী। অর্থাৎ আমজনতা চাইলেও আর সেই পোস্টে কমেন্ট করতে পারবেন না। কিন্তু যে ছয়টি কমেন্ট এখনও দেখা যাচ্ছে ওই পোস্টে সেখানে নেটিজেনদের একাংশ যুক্তি দিয়ে নিজেদের সাফ কথা স্পষ্ট বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। কিন্তু কী কারণে হঠাৎ ফেসবুক পোস্টের কমেন্ট রেস্ট্রিক্ট করতে হল শ্রীময়ীকে? স্পষ্টভাবে না বললেই শ্রীময়ীর ফেসবুক পোস্ট থেকে এটা স্পষ্ট যে কাঞ্চন মল্লিকের মন্তব্যের স্বপক্ষেই বক্তব্য রেখেছেন তিনি। কিন্তু তাহলে কেন ফেসবুক পোস্টের কমেন্ট রেস্ট্রিক্ট করলেন তিনি? 



এবার দেখে নিন ফেসবুকে কী পোস্ট করেছেন শ্রীময়ী, প্রসঙ্গত উল্লেখ্য নিজের ফেসবুক পোস্টে এক অভিনেত্রীকেও নিশানা করেছেন তিনি 





আমি কখনই কারোর ব্যক্তিগত স্তরে গিয়ে,কাউকে ব্যক্তিগত আক্রমন করিনা॥॥আজ বাধ্য হয়ে লিখলাম….

আমার প্রেম থেকে বিয়ে পর্যন্ত,কিছু মানুষের কাজই ছিল বা আছে,,সমাজমাধ্যমে তাদের মতামত দেওয়া অযাচিত ভাবে॥॥॥তারা সমাজমাধ্যমে type করতেই বসে আছেন,সুযোগ পেলেই লেখা শুরু,,কারোর bedroomনিয়ে কথা বলার আগে,নিজের বেডরুমের দরজার ফুটো টা দেখা উচিত।।।



একজন অভিনেত্রী লিখেছেন যে কিছু কিছু মানুষ রগর আর বিয়ে করার জন্য জন্মায়, আমি তার উদ্দেশ্যে বলবো যে সে তো তাও সেই মানুষগুলো তো তাও বিয়ে করার জন্য জন্মেছে ,,আর কিছু মানুষ রয়েছেন যারা আজকে হয়তো দল বদল করেছে, একটা সময় শাসকদলের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া, আড্ডা , দামী দামী গিফট নেওয়া,ঘুরতে যাওয়া ,, প্রেম প্রেম খেলা করা সবই করেছেন শুধু বিয়েটা না করে অবৈধ প্রেম গুলো চালিয়ে গেছে। সেই সময় তো এত সমাজ মাধ্যম ছিল না এবং এবং যে বন্ধুগুলো সাক্ষী ছিল সেই বন্ধুগুলো সমাজমাধ্যমে এত ভাল করে গুছিয়ে লিখতে পারত না তাই জন্য they should feel very lucky....



আগে নিজের মেরুদন্ড সোজা রাখুক,তারপর অন্যের মেরুদন্ড দেখবে॥॥

 



 

সমস্যা শুরু কাঞ্চন মল্লিকের মন্তব্য নিয়ে, কী বলেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক 

 

কোন্নগরের তৃণমূল আয়োজিত ধর্নামঞ্চ থেকে বলেন, 'অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো?' এরপরেই ওঠে সমালোচনার ঝড়। কাঞ্চন মল্লিক গতকালই দলীয় কর্মসূচি থেকে মন্তব্য করেন যাঁরা শাসকদলের বিরুদ্ধে বিচার চেয়ে কর্মবিরতিতে রয়েছেন সেই চিকিৎসকেরা সরকারি বেতন ও বোনাস নেবেন তো? আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল গোটা বাংলা, সেই আবহে তারকা বিধায়কের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। 

 

একথা ঠিকই যে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ বিয়ের আগে প্রেমের সম্পর্কে থাকাকালীন এবং বিয়ের পরেও নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন। কিন্তু আর জি কর আবহে যেখানে এমন উত্তাল পরিবেশ সেখানে শাসক দলের বিধায়ক কাঞ্চনের এ হেন মন্তব্য এবং তার ড্যামেজ কন্ট্রোলে শ্রীময়ীর এই ফেসবুক পোস্ট দেখে স্বভাবতই ক্ষুব্ধ নেটিজেনরা। শ্রীময়ীর পোস্টে কমেন্ট করা না গেলেও, ইতিমধ্যেই এই ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নতুন করে উঠছে সমালোচনার ঝড়। 

 


 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।