কলকাতা: গোটা কলকাতা যখন উত্তাল আরজিকর কাণ্ড নিয়ে, ন্যায়বিচার নিয়ে.. রাস্তায় রাতের পর রাত জাগছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকেরা। তখন বিচার চাইতে কলকাতার বাইরে ছুটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। দুই নায়িকা একসঙ্গে রাজস্থান ঘুরতে গিয়েছেন। আর সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছেন আজমের শরিফের তাঁদের প্রার্থনার ছবি। ক্যাপশানে লিখেছেন, তাঁরা শান্তি আর ন্যায়বিচারের জন্য প্রার্থনা করতে গিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় দুই নায়িকার এই ছবি দেখে নুসরত লিখেছেন, 'আমাকে ছেড়ে। বাবা তোমাদের আশীর্বাদ করুন'। এই কথার উত্তরে তনুশ্রী লিখেছেন, হ্যাঁ.. ন্যায়বিচারের জন্যই এখানে আসা। এর আগে শ্রাবন্তীকে দেখা গিয়েছিল মিছিলে হাঁটতে। রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তিনি। আর এবার, বিচার চাইতে তাঁরা গেলেন রাজস্থান। টলিউডে তনুশ্রী, নুসরত আর শ্রাবন্তীর বন্ধুত্ব বেশ চর্চিত। তাঁরা বিভিন্ন কঠিন সময়ে একে অপরের সঙ্গ দিয়েছেন বলেই শোনা যায়। আর নুসরত যেন অভিমানী শ্রাবন্তী আর তনুশ্রী তাঁকে ছাড়াই রাজস্থান পাড়ি দিয়েছেন বলে।
তবে নেটিজেনদের তনুশ্রী ও শ্রাবন্তীর এই সফর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে মনে করেছেন, 'এ কেবলই দেখনদারি'। এক নেটিজেন লিখেছেন, 'মন্দিরে কি প্রার্থনা হয় না? সুবিচার এর জন্য এমন গর্ব ভরে পর কে নকল করে'। অনেকে আবার লিখেছেন, 'ভণ্ডামীর শেষ নেই'। তবে এই সমস্ত কমেন্টের কোনও প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে শ্রাবন্তীর কমেন্টবক্সে আপাতত দেখা যাচ্ছে না কোনও মন্তব্যই। অনেকে লিখেছেন, 'নির্লজ্জ। যাদের নিজেদের ধর্মের প্রতি বিশ্বাস নেই, তাদের কিছু বলার নেই।'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।