কলকাতা: হ্যাকিংয়ের শিকার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল (Facebook Page Hacked)। অভিনেত্রীর ফেসবুক পেজে সিঁধ কাটল চক্রান্তকারীরা। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই সেই খবর দিলেন স্বস্তিকা। 


হ্যাকারদের কবলে স্বস্তিকার ফেসবুক পেজ


সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের পাশাপাশি চুটিয়ে কাজ করছেন বলিউডেও। প্রায়ই তাঁর নতুন কাজের পোস্ট শেয়ার করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে একাধিক ব্যক্তিগত মুহূর্তও ভাগ করে নেন তিনি অনুরাগীদের সঙ্গে। এছাড়া নিজের পেজের সাহায্যেই পশু সচেতনতা ছড়ানোর কাজও করে থাকেন তিনি। এরই মাঝে মিলল উদ্বেগের খবর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে অভিনেত্রী লেখেন তাঁর ফেসবুক পেজ পড়েছে হ্যাকারদের কবলে। 


বুধবার সকালে নিজের ইনস্টাগ্রামে পোস্ট (Instagram Post) করে অভিনেত্রী লেখেন, 'আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যান, এবং জানুন যে সেটি আমি করিনি।'






টলিউডের প্রথম সারির তারকা অভিনেত্রীদের অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। দীর্ঘদিনের অভিনয় জীবন তাঁর। তবে এখন সমানতালে কাজ করছেন বলিউডেও। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আগামী হিন্দি কাজের ঝলক। তাঁকে শীঘ্রই দেখা যাবে, দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'লভ সেক্স অউর ধোকা ২' ছবিতে। মুক্তি পেয়েছে টিজার। ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।


আরও পড়ুন: Aryan Khan: ব্রাজিলিয়ান অভিনেত্রীর প্রেমে পড়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান? জল্পনা তুঙ্গে


সম্প্রতি তিনি হাতে তুলে নিয়েছেন 'ব্ল্যাক লেডি'কেও। দিন কয়েক আগে অনুষ্ঠিত হওয়া 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪'-এ তিনি ক্রিটিক্স চয়েস 'সেরা অভিনেত্রী'র পুরস্কার পেয়েছেন 'শিবপুর' ছবির জন্য। সেই ছবিও তাঁর সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে। তার আগেই দেখতে পাওয়া যাবে মার্চের শেষে দোলের আবহে তিনি পাড়ি দিয়েছিলেন বৃন্দাবনে। লাল আবিরে রাঙা হয়ে একাধিক ছবি রিল পোস্ট করেছিলেন অভিনেত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।