কলকাতা: 'কুছ তো গড়বড় হ্যায়....', ৯০-এর দশকে যাঁরা জন্মেছেন, এই সংলাপ তাঁদের অনেকেরই চেনা। কিশোর বয়সে টিভির পর্দায় এই সাসপেন্স শো দেখার আগ্রহ ছিল অনেক কিশোর কিশোরীরই। তখন টিভির পর্দায় এত সাসপেন্স থ্রিলারের রমরমা ছিল না। আর তাই, কিশোর বয়সে এই ধারাবাহিক বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আর সেই জনপ্রিয়তা এতটাই যে একটি ধারাবাহিক চলেছিল টানা ২০ বছর! আর সেই ধারাবাহিকের যিনি 'এসিপি' আজ তাঁর জন্মদিন। এসিপি প্রদ্যুমন (ACP Pradyuman) নামের আড়ালে যেন হারিয়েই গিয়েছে এই অভিনেতার আসল নামটা। শিবাজী সতম (Shivaji Satam)। আজ এই অভিনেতার জন্মদিন। টিভির পর্দায় যাঁকে চিনে এসেছেন এসিপি প্রদ্যুমন হিসেবে, দুঁদে সেই অভিনেতা সম্পর্কে অনেক তথ্যই জানতেন না অনেকে।
মহারাষ্ট্রের দেবগড়ে জন্মগ্রহণ করেছিলেন শিবাজী। অভিনেতা হিসেবে তিনি পরিচিত হলেও, শিবাজী কখনও ভাবেনইনি অভিনয় তাঁর কেরিয়ার হয়ে উঠবে। একসময়ে ব্যাঙ্কের অফিসার হিসেবে কাজ করতেন তিনি। ১৯৮০ সালে প্রথম 'রিস্তে-নাতে' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন শিবাজী। এরপরে বিরতি, ১৯৮৮ সালে ফের একটি জনপ্রিয় সিরিজে ছোটপর্দায় দেখা যায় শিবাজীকে।
ধারাবাহিক ও সিনেমা মিলিয়ে হিন্দি ও মারাঠি ভাষায় একাধিক কাজ করেছেন তিনি, তবে তাঁকে পরিচিতি এনে দিয়েছিল 'সিআইডি' (CID)। অন্যান্য ধারাবাহিকের থেকে সেই সময়ে দাঁড়িয়ে একেবারে অন্য পথে হেঁটেছিল এই ধারাবাহিক। একদল অফিসারের বিভিন্ন কঠিন কেস সমাধান করার গল্প তুলে ধরা হত এক একটা এপিসোডে। বেশিরভাগ সময়েই থাকত আউটডোর শ্যুটিং। তুলে ধরা হল কেস সমাধান থেকে শুরু করে ফরেন্সিকের বিভিন্ন খুঁটিনাটি। সেই শো ভীষণ জনপ্রিয় হয়েছিল একসময়ে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এই শো থেকে যোগ-বিয়োগ হলেও, রয়ে গিয়েছিলেন এসিপি প্রদ্যুমন, অভিজিৎ, দয়া ও ফ্রেডিক্স।
জনপ্রিয়তার কারণেই ২০ বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। ২০১৮ সালে হয় এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। 'আদালত' বা তারাক মেহতা কা উল্টা চশমা-র মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গেলেও, শিবাজী আর এসিপি প্রদ্যুমন যেন মুদ্রার এপিঠ ওপিঠ। এখনও বিভিন্ন ছবি ও ধারাবাহিকে, বিভিন্ন চরিত্রে অভিনয় করে চলেছেন শিবাজী। জন্মদিনে তাঁর দীর্ঘ জীবনের শুভকামনা জানায় এবিপি লাইভ (ABP Live)
আরও পড়ুন: Sana Ganguly Lifestyle: অফিস যান লোকাল ট্রেনে, পাতে নিরামিষ খাবার! এত সাধারণ জীবন সৌরভ-কন্যার!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।