কলকাতা:
গতকাল শনিবার ১ জুন ছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) জন্মদিন। আর সেই জন্মদিনেই প্রিয় অভিনেতাকে নিয়ে একটি পোস্ট লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ভোট না দিতে পারার যে কষ্ট, দুঃখ তা যেন সব মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছে তাঁর মন থেকে। সমাজমাধ্যমে বাংলাদেশের ওটিটি সিরিজ ও ছবি 'কালপুরুষ', 'আয়নাবাজি', 'তকদীর' এবং 'মনোগামী' ছবির একটি পোস্টারের ছবি শেয়ার করে স্বস্তিকা (Swastika Mukherjee) লেখেন, 'আজ একটা খুব স্পেশাল দিন। না কলকাতায় আজ ভোট সেটার জন্য স্পেশাল নয় বা আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে সেটার জন্যও নয়। আমরা আজকাল বলি কনটেন্ট ইস কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন- সেই মহারাজের আজ জন্মদিন। নিজের কর্মজীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন আমি তাঁর একটা কাজ ও মিস করি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায় ! তাই streaming শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না।'
বলাই বাহুল্য যে ছবিগুলি স্বস্তিকা শেয়ার করেছেন তাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরীই যেন স্বস্তিকার রাতের ঘুম কেড়ে নেন, তাঁর সিরিজ, ছবি ওটিটিতে দেখতে বসলে শেষ না করে ঘুমোতে যান না তিনি। জন্মদিনে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন চঞ্চল চৌধুরীকে। নিজেও একজন অভিনেত্রী হওয়ার কারণে বিভিন্ন চরিত্রে অভিনয়ের একটা লোভ তাঁর মনেও কাজ করে। আর সেই সঙ্গে কাজ করে চঞ্চলকে বিভিন্ন চরিত্রে দেখার লোভও। স্বস্তিকা লেখেন, 'আমি অভিনেতা হিসেবে খুব লোভী, সব ভাল কাজ নিজে করতে চাই। দর্শক হিসেবেও লোভী, সব ভাল কাজ দেখতে চাই, আর সেই কাজ তোমার হলে তো কথাই নেই। তুমি একটা গোটা ইনস্টিটিউশন। প্রত্যহ শিখি অভিনয়ের নতুন সব দিক দিগন্ত।'
আরও পড়ুন: Swastika Mukherjee: ভোটার তালিকায় নাম নেই স্বস্তিকার ! ভোট দিতে পারলেন না অভিনেত্রীর বোনও