কলকাতা: শহরেই শ্যুটিং চলছিল তাঁর নতুন ছবি 'বহুরূপী'-র। থ্রিলারধর্মী এই ছবির হাত ধরে একগুচ্ছ চমক নিয়ে আসছেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করছেন শিবপ্রসাদ। তবে আজ, শ্যুটিং চলাকালীনই ঘটে দুর্ঘটনা। একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে পড়ে যান পরিচালক-অভিনেতা। তাঁর কোমরে চোট লেগেছে। 


জানা যাচ্ছে, পড়ে গিয়ে কোমরে চোট লাগলেও তা ঠিক কতটা গুরুতর, এখনও বোঝা যায়নি। পড়ে যাওয়ার পরেও নাকি শ্যুটিং শেষ করতে চেয়েছিলেন শিবপ্রসাদ। তাঁকে একরকম জোর করেই হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। এখনও চিকিৎসা চলছে অভিনেতা পরিচালকের। চোট কতটা গুরুতর তা পরীক্ষা করার জন্য হাসপাতালেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আদৌ হাড় ভেঙেছে কি না সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে বাকি অভিনেতা অভিনেত্রীদের শ্যুটিং যথারীতি চলছে বলেই জানা যাচ্ছে। 


সত্যঘটনা নির্ভর এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তৎকালীন সমাজে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ওপর কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। শিবপ্রসাদ জানিয়েছিলেন, শুধু সিনেমা নয়, তৈরি করা হচ্ছে একটি তথ্যচিত্রও। যাঁরা এই সমস্ত ঘটনার সাক্ষী, তাঁরা এখনও জীবিত। অনেকেই সশরীরে জবানবন্দী দিয়েছেন, সাহায্য করেছেন ছবির চিত্রনাট্য নির্মাণে। সেই সমস্ত মুহূর্তকেও ফ্রেমবন্দি করে রাখা হচ্ছে তথ্যচিত্রের জন্য।


'বহুরূপী' নিয়ে শিবপ্রসাদ এবিপি লাইভকে বলেছিলেন, 'মুক্তধারা ছবির শ্যুটিং চলাকালীনই এই বিষয়টা নিয়ে ছবি করার পরিকল্পনা হয়েছিল। সেটা বাস্তবায়িত হতে সময় লাগল ১১ বছর। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্নয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। আবীরের সঙ্গে হিসেবমতো এটা আমাদের দ্বিতীয় ছবি। পুজোর সময় আবীরের থ্রিলারধর্মী সিনেমা মানেই একটা বিশেষ আকর্ষণ। ঋতাভরীর সঙ্গে পরিচালক হিসেবে এটা আমাদের প্রথম কাজ। 'ফাটাফাটি'-র সুপারহিট জুটিকে ফিরিয়ে আনা কর্তব্য বলেই মনে হয়েছিল।'


 






আরও পড়ুন: Rashmika Mandana: হালকা সাজেই বাজিমাৎ! জন্মদিনে রশ্মিকার সেরা দশ শাড়ি-সাজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।