বার্মিংহাম: একটানা শ্যুটিংয়ের ফাঁকে খানিক ব্রেক। 'মি-টাইম' কাটাতে রেস্তোরাঁয় ভোজন পর্ব। আর সেই ছবি পোস্ট হতেই উল্লসিত বিখ্যাত হলিউড অভিনেতার ভারতীয় অনুরাগীরাও। অবশ্য সেই অভিনেতা যদি টম ক্রুজ (Tom Cruise) হন তাহলে তো উচ্ছ্বাসের কারণ আছে বটে।


আপাতত 'মিশন ইম্পসিবল ৭' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত বিখ্যাত অভিনেতা টম ক্রুজ। সপ্তাহান্তে কাজের ফাঁকে তাঁকে খানিক অবসর খুঁজতে দেখা গেল এক ভারতীয় খাবারের রেস্তোরাঁয়। সেখানে গিয়ে অর্ডার দেন চিকেন টিক্কা মসালা। তবে একবার নয়, ডিশটি তাঁর এতই পছন্দ হয়েছে যে দু'বার অর্ডার করেন একই খাবার। আর সেই খবর নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছে লন্ডনের বিখ্যাত ইন্ডিয়ান রেস্তোরাঁ 'আশাস্'। সেই পোস্ট দেখেই উচ্ছ্বসিত ভারতীয় অনুরাগীরা।


নিজেদের ট্যুইটা হ্যান্ডলে 'আশাস্'-এর বার্মিংহাম শাখা একটি ছবি পোস্ট করেছে। ফ্রেমে পোজ দিতে দেখা যাচ্ছে ৫৯ বছরের টম ক্রুজকে, ক্যাপশনে লেখা, 'টম ক্রুজকে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত।'


 






রেস্তোরাঁর পক্ষে জানানো হয়, 'টম আমাদের বিখ্যাত চিকেন টিক্কা মসালা অর্ডার করেন এবং সেটা তাঁর এতই পছন্দ হয় যে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার একই জিনিস অর্ডার করেন - সবচেয়ে বড় প্রশংসা।'


যদিও 'আশাস্'-এ এমনিও অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা খেতে আসেন। বিখ্যাত বলি তারকারা, যেমন অনিল কপূর, শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন এবং আরও অনেকেই এই রেস্তোরাঁয় এসেছেন। এই রেস্তোরাঁর চিকেন টিক্কা মসালার কথা তারকা মহলে বহু চর্চিত।