বেঙ্গালুরু: এক বছরের মধ্যেই ভারতে তৈরি হয়ে যাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এমনই আশা প্রকাশ করলেন বায়োকনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর কিরণ মজুমদার শ। তিনি বলেছেন, ‘আপনারা এক বছরের মধ্যেই ভারতে তৈরি ভ্যাকসিন পেয়ে যাবেন। দু-তিনটি ছোট সংস্থা ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। ওই সংস্থাগুলি দারুণ উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিচ্ছে। কয়েকটি বড় সংস্থার সঙ্গে ওই ছোট সংস্থাগুলির চুক্তি হচ্ছে। আমরাও ভ্যাকসিন তৈরির চেষ্টা করছি।’
করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্লাজমা থেরাপির উপর ভরসা রাখছেন কিরণ। এ বিষয়ে তিনি জানিয়েছেন, ‘১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুয়ের সময়ও প্লাজমা থেরাপি কাজে লাগানো হয়েছিল। এবারও সেটাই করা উচিত। অ্যান্টিবডি নিয়ে সেটা করোনা আক্রান্তদের শরীরে ঢুকিয়ে দিলে ভাইরাস নষ্ট হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে উঠবেন। প্লাজমা থেরাপি দারুণ কাজে দেয়।’
৩ মে-র পরেই ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া উচিত বলে মনে করেন কিরণ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের দেশের হাসপাতালগুলিতে রোগীর ভিড় উপচে পড়ছে না। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেটরও আছে। সারা বিশ্বে রোগীর তুলনায় ভেন্টিলেটর কম। কিন্তু আমাদের দেশে উল্টো ছবি দেখা যাচ্ছে। আমাদের দেশে মৃত্যুর হারও কম। তাই আমার মনে হয়, ৩ মে-র পর থেকে লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করা উচিত। জুনের শেষে সারা দেশ থেকেই লকডাউন তুলে নেওয়া উচিত। আমাদের জীবন বাঁচানোর পাশাপাশি পেশার দিকটাও দেখতে হবে। আমরা দীর্ঘদিন ধরে লকডাউন জারি করে রাখতে পারব না।’
এক বছরের মধ্যে হয়তো ভারতে ভ্যাকসিন তৈরি হবে, আশাবাদী কিরণ মজুমদার শ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 03:54 PM (IST)
করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্লাজমা থেরাপির উপর ভরসা রাখছেন কিরণ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -