কলকাতা: ঢাকে কাঠি পড়তে মেরেকেটে আর বাকি মাত্র কয়েকটা দিন। বাঙালির সবচেয়ে বড় উৎসব, শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ও কাশফুলের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত, দুর্গাপুজোর (Durga Puja 2023) জন্য় এখন চারিদিকে সাজো সাজো রব। শহর থেকে জেলা সেজে উঠছে পুজোর সাজে। পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলার সেলেবরাও পুজো প্রস্তুতিও এক্কেবারে তুঙ্গে। উমা বাপের বাড়ি আগমনের এই কটা দিন কীভাবে কাটবেন সবার প্রিয় 'একেন বাবু'?


পুজোয় কলকাতার (Kolkata Durga Puja) ভিড়, হইহট্টগোল না পসন্দ অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর (Anirban Chakraborty)। তাই এই কয়েকদিন কলকাতার বাইরেই কাটাতে পছন্দ করেন অভিনেতা। গত বেশ কয়েক বছর ধরেই তাই এইসময় নিজের পছন্দমত জায়গায় ঘুরে বেড়াতে ভালবাসেন তিনি। কথায় কথায় 'একেন বাবু' (Eken Babu) বললেন, তাঁর প্রথম ভালবাসা পাহাড়, তারপর জঙ্গল আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সমুদ্র। তবে এবছর কোনও সাগরদ্বীপেই নিরিবিলিতে সময় কাটাতে চলেছেন পর্দার এই গোয়েন্দা। যদিও সেটা কোথায় সে ব্য়াপারে কিছু খোলসা করলেন না অভিনেতা।


যদিও শ্য়ুটিং-এ যাওয়ার সময় তিলোত্তমাকে পুজোর সাজে সেজে উঠতে দেখতে বেশ ভালবাসেন অভিনেতা। তাঁর কথায়,'আমি প্রত্য়ক্ষভাবে উৎসবে সামিল না হলেও এত মানুষের আনন্দ দেখেই আমার মন ভরে যায়।' 


অনির্বাণ চক্রবর্তী জানালেন তিনি সচরাচর পুজোর শপিং করেন না। কারণ সারাবছরই ধরে কেনাকাটা চলতে থাকে। তবে আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য় কিছু না কিছু কেনা হয়েই যায়।


আরও পড়ুন...


ভোরবেলা পুকুরে স্নান, সকলে মিলে মাটিতে বসে খাওয়া, বিশ্বনাথের পুজোর গল্প


ছোটবেলার পুজো


ছোটবেলার পুজো মানেই নস্টালজিয়া। ছোটবেলার পুজো মানেই একগুচ্ছ স্মৃতির ভিড়। আর অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর ছোটবেলার পুজোর কথা এখনও বারবার ফিরে আসে তাঁর মনে। সেইসময় আত্মীয়-বন্ধুদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরে ঠাকুর দেখা, কারও বাড়িতে বসে জমাটি আড্ডায় সামিল হওয়াই ছিল পুজোর আসল আনন্দ। সেই স্মৃতি এখনও তাঁর মন ভাল করে দেয়। 


পুজোর প্রেম


নাহ! অনেক চেষ্টা করেও পুজোয় প্রেম হয়নি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর। কিশোর বয়েসে, কলেজে পড়ার সময় একাধিকবার চেষ্টা করলেও পুজোয় প্রেম করা আর হয়ে ওঠেনি তাঁর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial