কলকাতা: গত বৃহস্পতিবার ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'ডাঙ্কি'। আর তারপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। যদিও শাহরুখের (Shah Rukh Khan) 'জওয়ান'-এর তুলনায় 'ডাঙ্কি'র (Dunki) আয় তিনদিনের অনুপাতে বেশ অনেকটাই কম। তবু শুধু শনিবারের আয়েই এক বড় লাফ দিল কিং খানের ছবি। আর কিছু সময়ের মধ্যেই অনায়াসে ১০০ কোটির ক্লাবে পা রাখবে 'ডাঙ্কি'। নতুন ছবি মুক্তির পরেই ভিকি কৌশলের (Vicky Kaushal) জন্য সুখবর। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যে জনপ্রিয়... সে আর নতুন কি। তাঁর যে কোনও পোস্টই চলে আসে খবরের শিরোনামে। তবে ভারতীয় হিসেবে সোশ্যাল মিডিয়ায় এবার নতুন এক সম্মান পেলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। আজ সারাদিন বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


এবার সেন্সরের কোপে পড়ল 'অ্যানিম্যাল'


 ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবি। তার পরেও ব্লকবাস্টার 'অ্যানিম্যাল' (Animal Movie)। রণবীর কপূরই হোক বা ববি দেওল, বছর শেষের আমেজে অ্যানিম্যালেই মজেছেন দর্শক। যদিও এই ছবির বেশ কিছু অংশেই হিংসা, রক্তপাত, যৌনতার প্রদর্শন রয়েছে, এ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবু সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ছবিতে একটি 'শক ভ্যালু' রাখতে চেয়েছেন বলেই মনে করছেন সমালোচকেরা। আর এই হিংসা, যৌনতা, ঘনিষ্ঠ দৃশ্য সব মিলিয়ে ভারতে ছাড়পত্র পেলেও বাংলাদেশে এবার সেন্সরের কোপে পড়ল 'অ্যানিম্যাল'। প্রাপ্তবয়স্কদের জন্য ঘোষিত হওয়ার পরেও কেন চলল সেন্সরের কাঁচি? ভারতে হৈ হৈ করে সমস্ত প্রেক্ষাগৃহে চলছে রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal Movie)। কিন্তু বাংলাদেশে যে ভার্সনটি দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহে, সেখানে বাদ পড়েছে প্রায় ২৭ মিনিটের অংশ। সূত্রের খবর, বাংলাদেশের ফিল্ম সেন্সর বোর্ড এই ছবির 'আপত্তিকর' অংশ বাদ না দিয়ে প্রেক্ষাগৃহে চালাতে অসম্মত হয়। এই শর্ত ছবি নির্মাতারাও স্বীকার করে নেওয়ার পর সমগ্র ছবি থেকে মোট ২৭ মিনিটের অংশ বাদ পড়ে বাংলাদেশের সেন্সরের কোপে। 'অ্যাডাল্ট সিন' হিসেবেই বাদ যায় সেই অংশগুলি। ফলে মূল ছবির সময়সীমা বাংলাদেশে দাঁড়ায় ২ ঘন্টা ৫৬ মিনিট। তবে এই দৃশ্য বাদ পড়ায় মোটেও খুশি নন বাংলাদেশের দর্শক, তাদের অনেকেরই মতে এই ছবির আবেদন এতে ক্ষুণ্ণ হয়েছে। যদিও এই ছবি ভারতে ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল, বাংলাদেশে তা মুক্তি পায় ৭ ডিসেম্বর। তবে শাহরুখ খানের 'ডাঙ্কি' যদিও অন্যান্য জায়গার মত বাংলাদেশেও একই দিনে মুক্তি পেয়েছিল। বলা বাহুল্য বাংলাদেশে শাহরুখ খানের প্রথম ছবি দেখানো হয় 'পাঠান'।


মারাঠা মন্দির থেকে সরল শাহরুখের 'ডাঙ্কি', শো সংখ্যা বাড়ানো হল প্রভাসের 'সালার' ছবির


 বড়দিনের আবহে ফের বড়পর্দায় ফিরেছেন কিং খান (King Khan)। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'ডাঙ্কি' (Dunki)। কিন্তু এর আগে মুক্তি পাওয়া 'পাঠান' (Pathaan) বা 'জওয়ান'-এর (Jawan) মতো বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করতে পারছে না রাজু হিরানির (Rajkumar Hirani) ছবি। ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার' (Salaar)। দুরন্ত ব্যবসা করছে এই ছবি। এই আবহে শোনা যাচ্ছে, মুম্বইয়ের 'মারাঠা মন্দির' (Maratha Mandir) থিয়েটার থেকে নাকি সরানো হল কিং খানের সিনেমা। শাহরুখ খান ও মারাঠা মন্দিরের সুসম্পর্ক সেই নব্বইয়ের দশক থেকে। এই সিনেমাহল কর্তৃপক্ষ কখনওই শাহরুখ খানের সিনেমার স্ক্রিনিং করবে না, তা ভাবাই যায় না। কিন্তু 'ডাঙ্কি'র ক্ষেত্রে এমনই অভাবনীয় কাণ্ড ঘটল। শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'র শো সরল আইকনিক মারাঠা মন্দির থেকে। তার বদলে নতুন শো পেল প্রভাসের 'সালার'। হ্যাঁ! একেবারেই ঠিক পড়ছেন। এমনটাই ঘটেছে। 


'অ্যানিম্যাল' ছবিতে পরিণীতিকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা


১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত 'অ্যানিম্যাল' (Animal)। নায়িকার চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)। তবে এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। এতদিনে ছবিতে তাঁর না থাকা নিয়ে মুখ খুললেন পরিচালক। 'আমারই ভুল ছিল...', কেন বললেন পরিচালক? পরিণীতি চোপড়া প্রথম পছন্দ হলেও শেষ পর্যন্ত 'অ্যানিম্যাল' ছবিতে রণবীরের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মান্দানাকে। এর আগে পরিচালক জানিয়েছিলেন যে এই চরিত্রের জন্য পরিণীতিকে মানানসই লাগছিল না যখন লুকটেস্টে। কিন্তু এখন নিজেই পরিচালক জানালেন যে পরিণীতিকে গীতাঞ্জলির চরিত্রে সই করানোর প্রায় দেড় বছর পর বাদ দেন পরিচালক এবং অভিনেত্রী এই বিষয়ে যথেষ্ট হতাশ হয়েছিলেন। সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট কোমল নাহাতাকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানান যে দুঃখ পেলেও পরিণীতি বুঝেছিলেন সঠিক কাস্টিং হওয়া ছবিটার জন্য জরুরি। পরিচালক এই সাক্ষাৎকারে বলেন, 'আসলে, দোষটা আমারই। আমি বলেছিলাম, 'সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও।' শ্যুটিং শুরু হওয়ার দেড় বছর আগে ওঁকে সই করেছিলাম এবং কোনও কারণে, ওঁর মধ্যে আমি গীতাঞ্জলিকে খুঁজে পাইনি। কিছু কিছু চরিত্র কিছু কিছু মানুষকে মানায় না।'


১০০ কোটির ক্লাবে পৌঁছল 'ডাঙ্কি'?


বড়দিনের আমেজে শাহরুখ জ্বরে গোটা দেশ। শীত পড়ে গেছে আর বছর শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন। তার আগেই রাজকুমার হিরানির (Rajkumar Hirani) 'ডাঙ্কি' হিল্লোল তুলেছে অনুরাগীদের মধ্যে। বলাই বাহুল্য রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের এটাই প্রথম কাজ। গত বৃহস্পতিবার ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'ডাঙ্কি'। আর তারপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। যদিও শাহরুখের (Shah Rukh Khan) 'জওয়ান'-এর তুলনায় 'ডাঙ্কি'র (Dunki) আয় তিনদিনের অনুপাতে বেশ অনেকটাই কম। তবু শুধু শনিবারের আয়েই এক বড় লাফ দিল কিং খানের ছবি। আর কিছু সময়ের মধ্যেই অনায়াসে ১০০ কোটির ক্লাবে পা রাখবে 'ডাঙ্কি'। ২৩ ডিসেম্বর শনিবার ইতিমধ্যেই শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি' (Dunki Film) প্রায় ২৬ কোটি টাকা আয় করে ফেলেছে। মুক্তির তৃতীয় দিনে এ একটা বড় লাফ বলা চলে। পরিসংখ্যান বলছে দুদিনের আয়ের তুলনায় এদিন 'ডাঙ্কি'র আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। তিনদিনে মোট ৭৫.৩২ কোটি টাকা আয় করেছে এই ছবি। ফলে বোঝাই যাচ্ছে আগামী রবিবারের মধ্যে অনায়াসেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে 'ডাঙ্কি'। আর অন্যদিকে সারা বিশ্ব জুড়ে প্রায় ১৫০ কোটির পরিসংখ্যান এনে দিতে চলেছে এই ছবি।


একমাত্র ভারতীয় হিসেবে ভিকি কৌশলকে ফলো করে ইনস্টাগ্রাম


নতুন ছবি মুক্তির পরেই ভিকি কৌশলের (Vicky Kaushal) জন্য সুখবর। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যে জনপ্রিয়... সে আর নতুন কি। তাঁর যে কোনও পোস্টই চলে আসে খবরের শিরোনামে। তবে ভারতীয় হিসেবে সোশ্যাল মিডিয়ায় এবার নতুন এক সম্মান পেলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। কি সেই সম্মান? ভিকি কৌশলই নাকি হলেন একমাত্র ভারতীয়, যাঁকে ফলো-ব্যাক করেছে ইনস্টাগ্রাম। বলিউডের বহু তারকারই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের মধ্যে অনেকের ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। তবে ইনস্টাগ্রাম সংস্থা গোটা দেশের মধ্যে একমাত্র একটি মানুষকেই ফলো করেন। তিনি ভিকি কৌশল।


আরও পড়ুন: Mithun on Biswanath: মিঠুনের ছবি দেখতে গিয়ে পুলিশের মার খেয়েছেন! পুরনো কথা শুনে বিশ্বনাথের চোখে জল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।