কলকাতা: অভিনয়ের শীর্ষে থাকা সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। কানাডার নাগরিকত্ব নিয়ে কমবার কটাক্ষ শুনতে হয়নি অক্ষয়কুমারকে। অবশেষে দেশের স্বাধীনতা দিবসে সুখবর দিয়ে ট্যুইট বলিউডের এই সুপারস্টারের। অক্ষয় কুমার এখন ভারতীয় নাগরিক। আজ্ঞে হ্যাঁ, তিনি এদিন ট্যুইটারে তাঁর অফিসিয়াল সরকারি নথির একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'দিল অর সিটিজেনশিপ , দোনো হিন্দুস্তানি। হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে। জয় হিন্দ !'


অন্য়দিকে, আজ মঞ্চ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন সলমন খান (Salman Khan)। আর এভাবেই তিনি নিজস্ব ঢঙে দেশবাসীকে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।


আরও পড়ুন...


ইয়ারফোন ছাড়া এক মুহূর্ত চলে না? বাড়তে পারে কথা বলা ও শোনার সমস্যা, অশনি সঙ্কেত গবেষণায়


এর পাশাপাশি, মুক্তির পর থেকেই বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে সানি দেওয়ল ও আমিশা পটেলের ছবি 'গদর ২'। মাত্র চারদিনের মাথাতেই এই ছবির আয় ১৭৩.৫৮ কোটি টাকা। ফলে অনেকেই মনে করছেন পাঁচদিনের শুরুতেই ২০০ কোটি ক্লাবে নাম লেখাবে এই ছবি। উল্লেখ্য়, গত শুক্রবার অর্থাৎ ১১অগাস্ট মুক্তি পেয়েছিল 'গদর ২'।  শুক্রবার ৪০.১০ কোটি, শনিবার ৪৩.০৮ কোটি, রবিবার ৫১.৭০ কোটি, সোম ৩৮.৭০কোটি। অর্থাৎ এখনও পর্যন্ত অনিল শর্মা পরিচালিত এই ছবির মোট আয় ১৭৩.৫৮ টাকা।


চোখ রাখা যাক বাংলার খবরে। খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'রক্তবীজ'। আজ স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্য়ে এল এই ছবির টিজার পোস্টার। যেখানে মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়, আবির চট্টোপাধ্য়ায়কে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে দুর্গাপুজোর ঢাকের আওয়াজও।


অন্য়দিকে, প্রকাশ্য়ে এল এসভিএফের নতুন মিউজিক ভিডিও (Music Video) 'বলে দাও' (Bole Dao)। সায়ক আর রোহিণীর প্রেমের টুকরো কোলাজ ধরা পড়েছে এই ভিডিও জুড়ে। গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury) আর জেসমিন রায়ের (Jasmine Roy) ওপর চিত্রায়িত এই মিউজিক ভিডিওটিতে গলা দিয়েছেন তিমির বিশ্বাস (Timir Biswas)। এই গানের কথা (Lyrics) ও সুর সৌম্যদীপ চক্রবর্তীর। রোম্য়ান্টিক এই গানের (Romantic Song) হাত ধরে  সুরকার ও গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করলেন সৌম্যদীপ চক্রবর্তী (Soumyadip Chakraborty)।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial