কলকাতা: গতকালই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের ছবি 'রক্তবীজ' (Roktobeej)। থ্রিলার ঘরানার এই ছবি ইতিমধ্য়েই সমাদৃত হতে শুরু করেছে দর্শকমহলে। আর এবার ছবি নিয়ে এবিপি আনন্দর স্টুডিওয় আড্ডায় মাতলেন 'রক্তবীজ'-এর কলাকুশলীরা। উপস্থিত ছিলেন পরিচালকদ্বয় সহ ছবির মুখ্য় চরিত্র আবির চট্টোপাধ্য়ায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraboty), দেবাশিষ মণ্ডল (Debasish Mandol)।


ছবিতে অভিনয়ে আবির চট্টোপাধ্য়ায়কে নাকি সবচেয়ে বেশি টক্কর দিয়েছিলেন দেবাশিষ। আবিরের কথায়,'ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের (Victor Banerjee) থেকে আমি শিখেছি। দেবাশিষের সঙ্গে অভিনয়ের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। ' কথায় কথায় তিনি আরও জানান, 'হিন্দি সিরিজ অবরোধে অভিনয় রক্তবীজে আমাকে অনেক সাহায্য় করেছে।'


'রক্তবীজ' নিয়ে আড্ডায় মিমি বললেন,'আবিরদাকে চিনি গানের ওপারেরও আগে থেকে। আমাদের বন্ডিংটা পরিবারের মত। ফলে কাজের ক্ষেত্রেও আমাদের খুব সুবিধে হয়েছে। কিন্তু আমার কখনও মনে হয়নি তারকা আবির চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করছি। ফলে শ্য়ুটিং সেটে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল।'


আরও পড়ুন...


'টাইগার ৩'-এর প্রথম গানের টিজারে নজর কাড়ল সলমন-ক্য়াটরিনার জমজমাট রসায়ন


'বাঘা যতীন' মুক্তির আজ দ্বিতীয় দিন। আর ইতিমধ্য়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। 'বাঘা যতীন'-এ দেবের পাশাপাশি কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সৃজা দত্ত (Srija Dutta), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) ও সামিউল আলম (Samiul Alam)। আজ এবিপি আনন্দর স্টুডিওয় ছবি নিয়ে জমজমাট আড্ডায় মাতলেন এই ত্রয়ী।


সৃজার এটাই প্রথম ছবি। তাও আবার দেবের মত সুপারস্টারের সঙ্গে। সুতরাং উত্তেজনা দ্বিগুন। অভিনেত্রীর কথায়, 'আমার কাছে এটা স্বপ্নের মত, এত বড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। আমার কলেজেও গিয়েছিলাম এই ছবির প্রচারে। আত্মীয়-পরিবার থেকে শুরু করে আমার শিক্ষক-শিক্ষিকারা সবাই ভীষণ খুশি।' কথায় কথায় উঠে এল পুজোর শপিং-এর প্রসঙ্গও। অভিনেতা জানালেন,'পুজোর আগে কেনাকাটা উত্তেজনা তো থাকেই তবে এই বছরটা একটু আলাদা। আমার ছবি মুক্তি পাচ্ছে, তাই আমার কাছে এই পুজোটা খুব স্পেশাল। '


এই ছবিতে ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করেছেন সামিউল আলম। ছবি মুক্তি উত্তেজনা তো আছেই। তবে  শহরের পুজোর থেকেও তাঁকে টানে গ্রামের পুজো। তাই পুজোয় নিজের গ্রামের বাড়িতে অভিনেতার পা পড়বেই। সামিউল জানালেন, 'আগের বছর কলকাতার পুজো দেখতে এসেছিলাম ট্রেনে করে, কিন্তু বৃষ্টির কারণে শেষ ট্রেনে ফিরে যেতে হয়। তাই এবছর কলকাতার পুজো উপভোগ করারও ইচ্ছা আছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial