কলকাতা: ১০ বছরের টানাপোড়েনের ইতি। জিয়া খান (Jiah Khan) মৃত্যুরহস্যে অভিনেত্রীর তৎকালীন প্রেমিক সূর্য পাঞ্চোলিকে (Suraj Pancholi) বেকসুর খালাস করল বিশেষ সিবিআই আদালত। আজকের রায়ের দিকে কার্যত চাতক পাখির মতোই তাকিয়ে বসেছিল জিয়ার পরিবার। এর আগে, অভিনেত্রীর পরিবারের তরফ থেকে সূর্য পাঞ্চোলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে একাধিকবার। কিন্তু আজকে আদালত রায়দানের সময় উল্লেখ করে, সূর্যর বিরুদ্ধে জিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। আর তাই, প্রমাণের অভাবেই বেকসুর খালাস করা হল সূর্য পাঞ্চোলিকে। 


আরও পড়ুন...


Google on Loan Apps: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের


অন্য়দিকে,  'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)-র মুকুটে নয়া পালক। ৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপা পেল আলিয়া ভট্টের (Alia Bhatt)-এর এই ছবি। তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা ছবি হিসেবে বেছে নেওয়া হয় সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali) পরিচালিত ও প্রযোজিত এই ছবিকে। শুধু ছবি নয়, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' জোড়া সাফল্য পেল ফিল্মফেয়ারের মঞ্চে। এই ছবির সৌজন্যেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভট্ট। এদিন আলিয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন রেখা। কালো অফ শোলডার গাউনে ঝলমল করছিলেন আলিয়া। সেই সন্ধ্যায় তিনি ও যেন পুরস্কারের মতোই 'ব্ল্যাক লেডি'। 


এর পাশাপাশি, ৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপা পেল 'বধাই দো' (Badhai Do) ছবির জন্য সেরা অভিনেতা শিরোপা পেলেন রাজকুমার রাও (Rajkumar Rao)। তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয় রাজকুমারকে, সম্মানিত করা হয় তাঁকে। অন্যদিকে এদিনই 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভট্ট (Alia Bhatt)। 


অন্য়দিকে, বলিউডের খবর অনুযায়ী, 'ধুম' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে ফের দেখা মিলতে চলেছে জন আব্রাহামের (John Abraham)। এখানেই শেষ নয়। সূত্রের খবর, এই ছবিতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা মিলতে পারে শাহরুখ খানের।


আরও পড়ুন...


Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?


পাশাপাশি. সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ভূমিকা চাওলা জানান, দীর্ঘদিন আগেই 'বাজিরাও মস্তানি' (Bajirao Mastani) বানানোর পরিকল্পনা করেছিলেন সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali)। আর তখন নাকি সেই ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন ভূমিকা। এমনকি, ছবির লুক সেটের জন্য একটি ফটোশ্যুটও করেছিলেন তিনি। সঞ্জয় লীলা ভনশালীর পরিকল্পনামাফিকই সেজেছিলেন তিনি। একটি সিল্কের শাড়ি পরেছিলেন ভূমিকা।