কলকাতা: মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত 'লগান' (Lagaan), 'দেবদাস' (Devdas), 'লাগে রহো মুন্না ভাই' (Lage Raho Munna Bhai)-এর শৈল্পিক পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাই (Nitin Chandrakant Desai)। তবে অসুস্থতা নয়, প্রথম পাওয়া খবর অনুযায়ী, আত্মহত্যা করেছেন খ্যাতনামা এই পরিচালক, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুলিশ। মুম্বইয়ের অদূরে নিজের কারজাতের স্টুডিওতে বুধবার সকালে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। আজ সকালে, আর্ট ডিরেক্টরকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় সহকারীরা।


অন্য়দিকে কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। বিজেপির উদ্য়োগে এ নিয়ে ইডির কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারীরা। বর্তমানে নুসরত জাহান (Nusrat Jahan) ডিরেক্টর নেই, দাবি করেছিলেন অভিযুক্ত সংস্থা অন্যতম ডিরেক্টর রাকেশ সিংহ। আইনজীবীদের সঙ্গে কথা বলেই, অভিযোগের জবাব দেবেন নুসরত, জানিয়েছিলেন তাঁর ম্যানেজার।


আরও পড়ুন...


সিরিজ দেখার নেশায় উড়েছে রাতের ঘুম? বিঞ্জ ওয়াচিংয়ের প্রতি আসক্তি কমাতে কী কী করতে পারেন, রইল তালিকা


সেইমতো, আজ সাংবাদিক সম্মেলন করেন নুসরত। সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, 'ব্যাখ্যা তারাই দেয় যাঁরা অপরাধ করে বা যাঁরা ভয় পান। আমি কোনও অপরাধ করিনি। যে বিষয় বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে মন্তব্য করা কোনও সভ্য নাগরিকের কাজ নয়। আমি আশা করব, সেটা আপনারা করবেন না। অনেকেই না জেনে অনেক মন্তব্য করেছেন।'


এর পাশাপাশি, 'দ্য় কেরালা স্টোরি' মুক্তির পরই খবরের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী আদাহ্ শর্মা। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। বলিউডসূত্রের খবর অনুযায়ী, ডাইরিয়া ও ফুড অ্য়ালার্জিতে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার 'কমান্ড'-র প্রচারে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। 


প্রসঙ্গত, ২০০৩ সালে সিনেপ্রেমীদের মনে ঝড় তুলেছিল 'জাদু' (Jaadoo)! তার ঠিক ২০ বছর পর সেই জাদু আবার ফিরছে প্রেক্ষাগৃহে। হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও প্রীতি জিন্টা (Preity Zinta) অভিনীত জনপ্রিয় ছবি 'কোই মিল গয়া'র (Koi... Mil Gaya) দুই দশক পূর্তি উপলক্ষ্যে ফের মুক্তি পাবে এই ছবি। পরিচালক বিবৃতিতে বলেন, 'আমরা আশা করছি ছবিটি রি-রিলিজ করার ফলে এটি ফ্যামিলি আউটিং মতো হতে পারে! যেখানে অভিভাবকরা তাঁদের সন্তানদের সঙ্গে সিনেমা হলে গিয়ে এই নতুন প্রজন্মকে জাদুর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, এবং একইসঙ্গে নিজেরা ২০ বছর আগের ছবিটি দেখার স্মৃতি ফিরিয়ে আনবেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial