কলকাতা: মায়ানগরীতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন। তার আগে, 'জলসা'য় পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুম্বইয়ে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাংলো 'জলসা'। বৃহস্পতিবার বিকেলে সেখানে পৌঁছন মমতা। 'জলসা'র ফটক পেরিয়ে সোজা ভিতরে ঢুকে যায় তাঁর কনভয়। অমিতাভকে রাখি পরালেন মমতা। (Rakhi Purnima)


এদিন 'জলসা'য় মমতাকে স্বাগত জানাতে হাজির হয় গোটা বচ্চন পরিবার। অমিতাভ ছিলেনই, ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, আরাধ্যা এবং অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনও। মমতা জানান, সেখানে পুরনো দিনের গল্পে যোগ দেন সকলে। কলকাতা থেকেই যে জীবন শুরু, ফের স্মরণ করান অমিতাভ। 'ধন্যি মেয়ে' জয়া এবং তাঁর পরিবারের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথাও তুলে ধরেন মমতা।


অন্যদিকে, সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'জওয়ান' (Jawan), আর তার আগে, জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে ও প্রার্থনা করতে হাজির হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই এক ঝলকের ভিডিও।সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে স্পষ্ট নয় শাহরুখের মুখ। একটি গাঢ় নীল হুডি পরেছিলেন শাহরুখ, মুখ ঢেকেছিলেন মাস্কে। নিরাপত্তারক্ষী পরিবৃত হয়ে দ্রুত হেঁটে চলে যান শাহরুখ। তবে কিং খানের এই একটা ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


এর পাশাপাশি,  আজ চেন্নাইতে ছবির অডিও লঞ্চে ইভেন্টের অনুষ্ঠানে দেখা মিলল 'জওয়ান' (Jawan) ছবির  কলাকুশলীদের। আর এদিনই প্রিয়মনির সঙ্গে চেন্নাই এক্সপ্রেসের গান 'ওয়ান টু থ্রি ফোর' গানের তালে মঞ্চ মাতালেন বলিউডের বাদশা। 


আরও পড়ুন...


ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস


চোখ রাখি অন্য় খবর,  ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অনন্য়া পান্ডের ছবি 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। আর মাত্র ৫ দিনেই  ৫০কোটির (Dream Girl 2 box office collection day 5) ক্লাবে ঢুকে পড়ল আয়ুষ্মান-অনন্য়ার 'ড্রিম গার্ল ২'। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই ছবি সেন্সর বোর্ডের U/A সার্টিফিটেক পেয়েছিল। সিনেপ্রেমীরা জানেন ছবির প্রচার কাজে নতুন নতুন পন্থাও নিয়েছিল টিম 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। 


অন্য়দিকে,  আজ রাখীপূর্ণিমার দিনে ভাই সুশান্তের জন্য় বিশেষ পোস্ট শেয়ার করলেন দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)।আজ ইন্সটাগ্রাম হ্য়ান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শ্বেতা লেখেন, 'তোমাকে হারানোর বেদনা, কারো সঙ্গে শেয়ার করতে চাইলেও পারি না। এটি আমার হৃদয়ের খুব কাছাকাছি, এবং এমন কিছু যা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাই না। এই জগতে সবকিছুই ক্ষণস্থায়ী। কিছু যন্ত্রণা দিন দিন গভীরতর হতে থাকে, তখন একমাত্র সান্ত্বনা হন ঈশ্বর। তোমার সঙ্গে অন্য দিকে দেখা হবে ভাই। মনে মনে তোমার হাতে রাখীল পরিয়ে প্রার্থনা করি যে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial