কলকাতা: এভাবে চলে যাওয়া যায়? শনিবারের পর থেকে এমন প্রশ্ন হয়তো ব্রিটেনের বহু বাসিন্দার মনেই ঘুরপাক খাচ্ছে। তবে ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন হলিউডেও  দাপিয়ে কাজ করেছেন। দু'বার অস্কারের জন্য মনোনয়ন পান। পাশাপাশি, ছ'বার 'বাফটা'-র জন্যও মনোনীত হয়েছিলেন। শনিবারের পর থেকে এসবই অবশ্য স্মৃতি। গত কাল, নিজের বাড়িতে, মারা যান ৭৫ বছরের অভিনেতা। স্ত্রী-সন্তান বাড়িতেই ছিলেন। আজ বছরের শেষ দিন। আর কয়েক ঘণ্টা পরেই শেষ হয়ে যাবে ২০২৩। বিশেষ দিনগুলি এই নায়কের কাটে ছবির ব্যস্ততাতেই। আর বছরের শেষ দিন? সেইদিনটাও বিশেষ মানুষকে নিয়ে শ্যুটিং সেটেই সময় কাটালেন দেব (Dev)! আজ.. বছর শেষে বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


মিমির প্রথম বলিউড ফিল্ম এবার ওটিটিতে


 চলতি বছরেই বলিউডে পা রেখেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কেবল মিমিই নয়... একই ছবির হাত ধরে বলিউডে কাজ করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। 'পোস্ত' ছবিটির গল্পকেই নতুন আঙ্গিকে হিন্দি ভাষায় বলেছিলেন পরিচালকেরা। সেই ছবি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform)! ৩ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' (Shastry Virudh Shastry)। তবে খুব বেশিদিন প্রেক্ষাগৃহে থাকতে পারেনি মিমির প্রথম হিন্দি ছবি। এমনকি পরিচালকদের তরফ থেকেও ছবিটি নিয়ে তেমন প্রচারের উদ্যোগ দেখা যায়নি। প্রায় সেই সময়েই উইন্ডোজ (Windows) থেকে মুক্তি পেয়েছিল 'রক্তবীজ' (Roktobeej)। সেই সময়ে প্রযোজনা সংস্থা ব্যস্ত ছিল এই ছবির প্রচারের কাজেই। কানাঘুষোয় শোনা যায়, এই ছবিটির জন্য 'উইন্ডোজ' হাত মিলিয়েছিল 'ভায়াকম ১৮ স্টুডিওজ'-এর সঙ্গে। তবে 'রক্তবীজ' ও 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' এক্কেবারে পর পর মুক্তি পাক, তা চায়নি 'উইন্ডোজ'। আর সম্ভবত তাই.. ছবির প্রচার নিয়ে তেমন উদ্যোগী হয়নি উইন্ডোজ। ছবিটি বক্সঅফিসেও তেমন ছাপ ফেলতে পারেনি। তবে এবার সেই ছবি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। ২৯ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে এই ছবি। ফলে, মিমি-শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি এবার দেখা যাবে ওটিটিতেও। 


স্মৃতি হাতড়ে বের করলেন পুরনো এক ছবি, প্রিয়ঙ্কার জন্মদিনে আবেগমাখা বার্তা রাহুলের


তিনি যেন গ্যালারি আর স্মৃতি ঘেঁটে বের করলেন পুরনো এক ছবি। তা দেখলে যেন চেনাই যায় না দুটি মানুষকে। সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি বেছে নিলেন পুরনো এই ছবিই। আজ প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) জন্মদিন। আর তাঁর জন্মদিনে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) বেছে নিলেন পুরনো এক ছবি। ৩১ তারিখ অভিনেত্রী প্রিয়ঙ্কার জন্মদিন। বিশেষ এই দিনটায় গতবছরও পার্টিতে ব্যস্ত ছিলেন তিনি। তবে এবার তাঁর জীবন বইছে অন্য খাতে। রাহুলের সঙ্গে ফের সম্পর্ক জোড়া লেখেছে তাঁর। থাকছেন ১ ছাদের তলায়ও। আজ সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে নিয়েছেন রাহুল। সেখানে লিখেছেন, 'আমার জীবনের একমাত্র নারী.. তোমায় ভালবাসি। অনেক ভালবাসা আর আজকের দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা।' রাহুলের এই শুভেচ্ছাবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ.. অনেকেই। 


রুক্মিণীর সঙ্গে ছবির সেটেই বর্ষশেষ দেবের, কেমন কাটল তারকার ২০২৩?


আজ বছরের শেষ দিন। আর কয়েক ঘণ্টা পরেই শেষ হয়ে যাবে ২০২৩। বিশেষ দিনগুলি এই নায়কের কাটে ছবির ব্যস্ততাতেই। আর বছরের শেষ দিন? সেইদিনটাও বিশেষ মানুষকে নিয়ে শ্যুটিং সেটেই সময় কাটালেন দেব (Dev)! ইনস্টাগ্রাম স্টেটাসে আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে.. পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে পিছন ফিরে। সাদা-কালো এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'এই বছরে আজকের দিনের মতো এই শেষ সেটে আসা। এখনও পর্যন্ত এই বছরটা খুব ভাল কাটল।' এ কথা সবারই জানা যে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন ছবিতে জুটি হিসেবে দেখা যাবে দেব ও রুক্মিণীকে। ছবির নাম 'টেক্কা' (Tekka)। ২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকর' (Zulfikar) ছবিতে প্রথম অভিনয় করেন দেব। এরপরে আর সৃজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দেবকে। এরপরে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন দেব, কুড়িয়েছেন প্রশংসাও। অন্যদিকে, সৃজিতেরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে। এখন, সাত বছর পরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন দেব-সৃজিত। ছবির নাম 'টেক্কা'। দেবের জন্মদিনের দিনে সমাজমাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,  'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...'।


সৌপ্তিকের সঙ্গে সম্পর্ক অতীত, জন্মদিনে নতুন প্রেম নিয়ে স্বীকারোক্তি রণিতার?


২৯ ডিসেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। দিনটা শুরু হয়েছিল বড়মার মন্দিরে পরিবারের সঙ্গে পুজো দিয়ে। আর সন্ধেবেলাতেই তিনি মেতে উঠলেন পার্টিতে। ২৯ ডিসেম্বর ছিল অভিনেত্রী রণিতা দাসের (Ranieeta Dash) জন্মদিন। কেমন করে তিনি কাটালেন বিশেষ দিনটা? রণিতার সঙ্গে সৌপ্তিক ভট্টাচার্য্যের প্রেমের সম্পর্ক অনেকদিনের। এই সম্পর্ককে আড়ালে রাখার চেষ্টা করেননি তাঁরা। হামেশাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিতেন তাঁরা। তবে তাঁদের সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই। সেই খবরই ইতিমধ্যেই সবার জানা। এখন আর একসঙ্গে দেখা যায় না তাঁদের। বরং রণিতার সঙ্গে এখন নতুন নায়কের সম্পর্কের গুঞ্জনই প্রাধান্য পাচ্ছে। আর জন্মদিনে, নিজের নতুন সম্পর্কের কথাই কি প্রকাশ্যে আনলেন রণিতা? কে সেই নায়ক? তিনি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)।  'চিনি ২' (Cheeni 2), 'প্রেম টেম' (Prem Tem)-এর মতো ছবিতে অভিনয় করেছেন সৌম্য। অভিনয় করেছেন একাধিক ওয়েব সিরিজেও। শুধু তাই নয়, সৌম্য পা রেখেছেন বলিউডেও। 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবিতে সৌম্য অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji) মতো অভিনেত্রীর সঙ্গেও। তবে সেই সৌম্য কি এবার জড়িয়েছেন অভিনেত্রী রণিতার সঙ্গে? এই প্রথম নয়, দীপাবলির সময়ও সৌম্যর সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন রণিতা... তখনও অনেকে মনে করেছিলেন, তাহলে কি সম্পর্কে রয়েছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী? জন্মদিনে রণিতার পার্টিতে হাজির ছিলেন সৌম্য। শুধু তাই নয়.. সৌম্যর সঙ্গে একটি মিষ্টি রিল শেয়ার করে নিয়েছেন রণিতা। সেখানে গান বাজছে, 'পহেলে ভি ম্যায়, তুমসে মিলা'। সেখানে দেখা যাচ্ছে, পোজ দিয়ে গিয়ে একে অপরের সঙ্গে, খুনসুটিতে, হাসিতে মেতেছেন তাঁরা। ক্যাপশনে রণিতা লিখেছেন, 'তোমার দু হাতের মধ্যে থেকে যখন এই গানটা শুনি... মনে হয় হৃদয়ে গান বাজছে। 'গোপু'-র জন্য।' এই লেখার সঙ্গে রণিতা হ্যাশট্যাগে লিখেছেন, 'এনাগোপু' ও 'লাভস্টোরি'।


প্রয়াত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন


এভাবে চলে যাওয়া যায়? শনিবারের পর থেকে এমন প্রশ্ন হয়তো ব্রিটেনের বহু বাসিন্দার মনেই ঘুরপাক খাচ্ছে। তবে ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন হলিউডেও  দাপিয়ে কাজ করেছেন। দু'বার অস্কারের জন্য মনোনয়ন পান। পাশাপাশি, ছ'বার 'বাফটা'-র জন্যও মনোনীত হয়েছিলেন। শনিবারের পর থেকে এসবই অবশ্য স্মৃতি। গত কাল, নিজের বাড়িতে, মারা যান ৭৫ বছরের অভিনেতা। স্ত্রী-সন্তান বাড়িতেই ছিলেন। ফিল্মভক্তদের মধ্যে যাঁদের 'হরর' ঘরানা পছন্দ তাঁদের অনেকেই মনে করেন, 'Exorcism of Emily Rose' ছবিটি কিছুটা অন্যরকম স্বাদের। বিতর্ক থাকতে পারে। তবে 'Exorcism of Emily Rose' ছবিতে ফাদার রিচার্ড মুরের ভূমিকায় যাঁরা টম উইলকিনসনের অভিনয় দেখেছেন, তাঁরা হয়তো প্রয়াত অভিনেতার প্রতিভাকে কুর্নিশ না জানিয়ে পারবেন না। তবে তিনি যে কোনও এক ধরনের ছবিতেই সাবলীল, এমন নয়। বিশেষত,  'The Full Monty' নামে যে ছবির জন্য ১৯৯৭ সালে তিনি 'বাফটা' পান, সেখানে 'ফোরম্যান'-র চাকরি খোয়ানো জেরাল্ড কুপার নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন টম। সদ্য ছাঁটাই হওয়া একদল শ্রমিক কী ভাবে 'স্ট্রিপিং ডান্স'-এ ঝুঁকছেন, কী ভাবে তাঁদের কাজে পেতে সাহায্য করছেন প্রাক্তন ফোরম্যান, এই ছিল ছবিটির গল্প। ১৯৯৭ সালে, সেরা মৌলিক সঙ্গীতের অস্কার পেয়েছিল ছবিটি। 'বেস্ট সাপোর্টিং রোল'-র জন্য সেই বছরই 'বাফটা' পান টম। ২০০১ সালে 'In The Bedroom' ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন এবং  'Michael Clayton' ছবির জন্য ২০০৭ সালে 'বেস্ট সাপোর্টিং রোল'-এর অস্কারের মনোনয়ন পান টম। সাফল্য অবশ্য দূরে থাকেনি। ২০০৮ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয়ের জন্য 'এমি' পুরস্কার এবং ২০০৯ সালে 'গোল্ডেন গ্লোব' পুরস্কার পান তিনি। তবে স্রেফ পুরস্কার দিয়ে তাঁর অভিনয়ের জাত বোঝা কঠিন। 


আরও পড়ুন: Year Ender 2023 Tollywood: অভিনয়, গল্প বলার মুন্সিয়ানা, ২০২৩-এ টলিউডে সেরার তালিকায় রইল কোন কোন ছবি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।