কলকাতা: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি। আর তারই আগে নানাবিধ কর্মকাণ্ড চলছে সারা দেশ জুড়ে। রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বহু বলি-তারকা। অমিতাভ বচ্চনও তার থেকে বাদ পড়েননি। এবার আরেক চমকপ্রদ খবর দিলেন অমিতাভ (Amitabh Bachchan)। অযোধ্যায় রামমন্দিরের কাছেই নাকি জমি কিনেছেন তিনি। সেখানেই থাকতে চান বিগ বি ? অধ্যাত্ম সাধনা, ভক্তিমার্গের পথে জীবন কাটাতেই কি এই পরিকল্পনা তাঁর ? হাসপাতালের নীল চাদরে ঢাকা বিছানার বসে তিনি গেয়ে চলেছেন, 'আমি বাংলায় গান গাই...'। পরণে হাসপাতালে পোশাক, চোখে চশমা। আর উল্টোদিকে বসে, সেই গান শুনছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী। একটু ভাল করে দেখলেই চেনা যাবে, গায়ক মানুষটিকে। তিনি প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukherjee)। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন


'দ্য কেরালা স্টোরি' পরিচালকের আগামী ছবিতে বাঙালি যোগ, আদাহর সঙ্গে থাকছেন রাইমাও


এই ছবি নিয়ে যথেষ্ট আকর্ষণ বা আগ্রহ রয়েছে অনুরাগীদের। থাকবে নাই বা কেন। এই পরিচালকদের ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) তোলপাড় ফেলে দিয়েছিল। আর এবার, সেই টিমই আনছে এক নতুন ছবি। নাম, 'বস্তার' (Bastar)। আজ প্রকাশ্যে এল এই ছবির মুক্তির দিন। চলতি বছরের, মার্চ মাসের ১৫ তারিখ মুক্তি পাবে এই ছবি। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আদাহ শর্মা (Adah Sharma), শিল্পা শুক্ল (Shilpa Shukla) ও বাঙালি অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে সুদীপ্ত সেন (Sudipta Sen)-এর কাঁধেই। ছবির চিত্রনাট্য লিখেছেন, অমরনাথ ঝাঁ ও সুদীপ্ত সেন খোদ। এছাড়াও এই ছবিতে রয়েছেন যশপাশ শর্মা (Yashpal Sharma), অনাংশ বিশ্বাস (Anangsha Biswas) ও অন্যান্যরা। 'বস্তার-দ্য নকশাল স্টোরি' (Bastar- The Naxal Story) মুক্তি পাবে মার্চ মাসের ১৫ তারিখ।


এবার চৈতির পরিচালনায় নায়ক অর্মত্য, মা-ছেলের ছবির দোসর ঋতুপর্ণা


এবার পরিচালকের আসনে চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। তাঁর পরিচালনায় এবার অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও অমর্ত্য রায় (Amartya Ray)। আসছে নতুন ছবি 'নেভার মাইন্ড' (Never Mind)। এই ছবির পরিচালনায় দায়িত্বে রয়েছেন, এমএস প্রোডাকশন ৭৪ (MS Productions 74) ও ঋতুপর্ণা সেনগুপ্ত।অমর্ত্য চৈতির পুত্র, এই কথা অজানা নয় কারও। তবে এটিই অমর্ত্যর প্রথম ছবি নয়। বড়পর্দায় এর আগেও কাজ করেছেন অমর্ত্য। তবে এবার মায়ের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমর্ত্যকে। আর মা-ছেলের এই কাজের দোসর ঋতুপর্ণা। এই ছবির গল্প এক নারীকে ঘিরে, যে তাঁর অতীতের একটি বিষয় খুঁজতে খুঁজতে হাজির হয় একটি বার বা পানশালায়। আর সেখানেই তাঁর দেখা হয় একজন অল্পবয়সী সঙ্গীতশিল্পীর সঙ্গে। সে বারে গান গায়। এই ছবিতে কলকাতার কিছু মানুষদের গল্প তুলে ধরা হবে, যাদের পেশা আলাদা, জীবনের দিকগুলো আলাদা। তাঁদের নিয়েই এই গল্প 'নেভার মাইন্ড'। এই ছবিতে পার্ক স্ট্রিটের জীবনযাত্রা, ধরণ, তুলে ধরা হবে সব কিছুই। গল্পের শেষ হবে একটি মানবিক বার্তা দিয়ে। এই ছবির গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে দেখা যাবে গোপী ভগতকে। ছবির আবহসঙ্গীত ও গানের দায়িত্ব রয়েছে রূপম ইসলাম (Rupam Islam)-এর কাঁধে। 


নতুন ছবিতে একসঙ্গে কৌশিক-সৌরভ, সঙ্গে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী শবনমও


নতুন ছবিতে এবার একসঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও সৌরভ দাস (Sourav Das)। সঙ্গে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম বুবলী। ঘোষণা করা হল নতুন ছবি 'ফ্ল্যাশব্যাক' (Flashback)-এর। ছবির পরিচালনায় দেখা যাবে রাশেদ রাহাকে। খুব শীঘ্রই ছবি হবে এই ছবির কাজ। দুই বাংলার শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। তবে এই প্রথম নয়, বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকেরা বারে বারেই কাজ করেছেন টলিউডে এসে। জিতে নিয়েছেন মন। এই ছবিতে কৌশিকের চরিত্রের নাম অঞ্জন। তিনি দীর্ঘদিনের মঞ্চ শিল্পী। তবে বর্তমানে সবকিছু ছেড়ে দিয়েছেন তিনি। অভিনয় জগৎ থেকে অনেকটা দূরেই রয়েছেন অঞ্জন। অন্যদিকে, ডিকের চরিত্রে দেখা যাবে সৌরভকে। এক ভবঘুরের চরিত্রে দেখা যাবে তাঁকে। বাংলাদেশের অভিনেত্রী শবনমকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্বেতা। সময়ের সঙ্গে, কোনও এক পরিস্থিতিতে দেখা হয়ে যায় এই ৩জন মানুষের। তারপরে কোন দিকে মোড় নেবে তাঁদের সম্পর্ক, সেই উত্তর দেবে ছবি। 


অসুস্থ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় ভর্তি SSKM-এ, দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী


হাসপাতালের নীল চাদরে ঢাকা বিছানার বসে তিনি গেয়ে চলেছেন, 'আমি বাংলায় গান গাই...'। পরণে হাসপাতালে পোশাক, চোখে চশমা। আর উল্টোদিকে বসে, সেই গান শুনছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী। একটু ভাল করে দেখলেই চেনা যাবে, গায়ক মানুষটিকে। তিনি প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukherjee)। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সরকারি হাসপাতাল, এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ তাঁর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর সঙ্গে কথা বলেন তিনি, শোনেন গানও। সোশ্যাল মিডিয়ায় সেই গানের একটি ছবি শেয়ার করে নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেখানে দেখা গেল, অসুস্থ শিল্পীকে মুখ্যমন্ত্রী বারে বারে সাবধান করছেন গান গাওয়ার সময় বেশি কষ্ট না করতে। সাবধানে থাকতে। তবে প্রতুল মুখোপাধ্যায় শিল্পী। সঙ্গীত তাঁর প্রাণ। তিনি যেন কানই দিলেন না সেই সাবধানবাণীতে। জানা যাচ্ছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর নাক দিয়ে রক্তপাত হচ্ছিল সেই সময়ে। এরপরে, স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করে দেখেন। আপাতত স্থিতিশীল রয়েছেন সঙ্গীতশিল্পী। তবে এখনও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়নি তাঁকে। আপাতত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় ভর্তি রয়েছেন SSKM -এর উডবার্ন ওয়ার্ডে।


'অযোধ্যায় বাড়ি গড়তে চাই' ! রামমন্দিরের কাছে জমি কিনলেন বিগ বি, দাম জানলে চমকে উঠবেন


অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি। আর তারই আগে নানাবিধ কর্মকাণ্ড চলছে সারা দেশ জুড়ে। রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বহু বলি-তারকা। অমিতাভ বচ্চনও তার থেকে বাদ পড়েননি। এবার আরেক চমকপ্রদ খবর দিলেন অমিতাভ (Amitabh Bachchan)। অযোধ্যায় রামমন্দিরের কাছেই নাকি জমি কিনেছেন তিনি। সেখানেই থাকতে চান বিগ বি ? অধ্যাত্ম সাধনা, ভক্তিমার্গের পথে জীবন কাটাতেই কি এই পরিকল্পনা তাঁর ? উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি সেভেন স্টার এনক্লেভে বাড়ি করতে চান অমিতাভ (Amitabh Bachchan) আর তাই সেখানে বিশালাকায় একটি প্লট কিনে ফেলেছেন তিনি। মুম্বইয়ের বাড়ি নির্মাতা দ্য হাউজ অফ অভিনন্দন লোধা এই জমির আয়তন বা দাম সম্পর্কে বিস্তারিত না জানালেও সূত্রের খবরে জানা যাচ্ছে অযোধ্যায় প্রায় ১০ হাজার বর্গফুট জমি কিনেছেন অমিতাভ যার বর্তমান মূল্য প্রায় ১৪.৫ কোটি টাকা। জায়গাটার নাম 'সরযূ'। একরের হিসেবে এর আয়তন ৫১ একরেরও বেশি। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের সময়েই এই জমিটিও উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Soumitrisha Exclusive: প্রেমের প্রস্তাব পাওয়ার পর এক বছর অপেক্ষা করতে বলেছিলেন, সম্পর্কে জড়াতে তৈরি সৌমিতৃষা?