কলকাতা: 'প্রধান' (Pradhan)-এর শ্যুটিংয়ে গিয়ে অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। উত্তরবঙ্গে তাঁরা যে রিসর্টে রয়েছেন শ্যুটিংয়ের জন্য রয়েছেন তাঁরা, সেখানে গতকাল ধরা পড়েছিল একটি অজগর সাপ। সেই সাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। কিন্তু সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই, চূড়ান্ত কটাক্ষের শিকার হলেন সোহম। 'জওয়ান' (Jawan)-এর সেট থেকেই আগামী ছবির ঘোষণা! আজ, সদ্য মুক্তি পাওয়া ছবি 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলন থেকে খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) ঘোষণা করলেন 'ডাঙ্কি' (Donkey) ছবির মুক্তির দিন। 'পাঠান' (Pathaan) ও 'জওয়ান' (Jawan) ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর (Raj Kumar Hirani)-র নতুন ছবির মুক্তি। তবে আজ শাহরুখ জানালেন, চলতি বছরের ক্রিসমাসেই বড়পর্দায় আসতে চলেছে 'ডাঙ্কি'। দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
৮ দিনে 'জওয়ান'-এর ব্যবসা ৭০০ কোটির ঘরে!
দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan Box Office Collection)। এখনও বক্স অফিসে সমান দাপট দেখাচ্ছে এই ছবি। মুক্তির প্রথম সপ্তাহেই অর্থাৎ ৮ দিনের মধ্যে অ্যাটলি (Atlee) পরিচালিত ছবি ভারতে ৩৬৯.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কোথায় দাঁড়িয়ে বিশ্বের দরবারে আয়ের পরিমাণ? দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন বলিউডের কিং শাহরুখ খান। সেই সঙ্গে দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারা ও তারকা বিজয় সেতুপতি। অনবদ্য অভিনয় ও অন্য ধরনের গল্প সেই সঙ্গে কিং খানের 'ক্যারিস্মা'! বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে এই ছবি। শোনা যাচ্ছে, অষ্টম দিনে এই ছবি ১৬ কোটি টাকা আয় করেছে। শুক্রবার সকালে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের দেওয়া হিসেব অনুযায়ী, অষ্টম দিনে কেবল ভারত থেকেই ৮ লক্ষ ৫২ হাজার ৬৩১টি টিকিট বিক্রি হয়েছে 'জওয়ান'-এর। তবে এর বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ আছে যার হিসেব করা যায়নি সম্পূর্ণ। অর্থাৎ এই সংখ্যা বাড়তে পারে, কমবে না। হিন্দি সংস্করণ আয় করেছে ১৪.১৮ কোটি, তামিলে পেয়েছে ১.৪৩ কোটি, তেলুগু সংস্করণে আয়ের পরিমাণ ৯৬ লক্ষ টাকা। অর্থাৎ মোট আয়, দেশে, অষ্টম দিনে ১৬.৫৭ কোটি টাকা।
অভিনেতা গোবিন্দকে জিজ্ঞাসাবাদ তদন্তকারী সংস্থার?
বুধবার, ওড়িশা আর্থিক অপরাধ শাখার (The Odisha Economic Offences Wing) তরফে জানানো হয়েছে যে ১ হাজার কোটি টাকার অনলাইন পঞ্জি দুর্নীতি (Ponzi Scam) মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলিউড অভিনেতা গোবিন্দকে (Govinda)। এই দুর্নীতির সঙ্গে তাঁর 'যোগ' থাকায়, তদন্তের কারণে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়। অধিকর্তাদের মতে, এই দুর্নীতিতে নাম জড়ায় 'সোলার টেকনো অ্যালায়েন্স'-এর যাদের একাধিক দেশে অনলাইনে উপস্থিতি ছিল। সংস্থাটি একটি ক্রিপ্টো বিনিয়োগ উদ্যোগ হিসাবে নিজেদের পরিচয় দিয়ে অবৈধ অনলাইন পঞ্জি স্কিম পরিচালনা করেছে বলে অভিযোগ। ফলস্বরূপ, এই সংস্থা দেশজুড়ে প্রায় ২ লক্ষ মানুষের থেকে ১ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। সূত্রের খবর, বলিউড অভিনেতা গোবিন্দ একাধিক প্রোমোশনাল ভিডিওর মাধ্যমে এই সংস্থার কার্যক্রমের প্রচারে অংশ নিয়েছিলেন। ফলে এই দুর্নীতি প্রসঙ্গে আরও খোঁজখবর ও তথ্য সংগ্রহের জন্য গোবিন্দকে ডেকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে, ওড়িশা আর্থিক অপরাধ শাখার আধিকারিকদের তরফে।
অজগর নিয়ে ছবি তুলে বিতর্কে সোহম
'প্রধান' (Pradhan)-এর শ্যুটিংয়ে গিয়ে অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। উত্তরবঙ্গে তাঁরা যে রিসর্টে রয়েছেন শ্যুটিংয়ের জন্য রয়েছেন তাঁরা, সেখানে গতকাল ধরা পড়েছিল একটি অজগর সাপ। সেই সাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। কিন্তু সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই, চূড়ান্ত কটাক্ষের শিকার হলেন সোহম। সোশ্য়াল মিডিয়ায় গোটা ঘটনা জানিয়ে কী লিখছেন অভিনেতা? সদ্য সোশ্যল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে লাল টি-শার্ট পরিহিত একজনকে। সে বারে বারে উদ্ধার হওয়া সাপটির ওপর পা দিয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছেন অনেকে। বন্যপ্রাণের ওপর অত্যাচার করা হচ্ছে এই অভিযোগে তীব্র কটাক্ষ করা হয়। ওই ব্যক্তিকে সোহমের সহকারী বলে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করা হয়। তীর্যক মন্তব্যের শিকার হন সোহম এমনকি দেবও! সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সোহম লেখেন, 'খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে পাইথনের একটি পোস্ট নিয়ে সাধারণ মানুষেরা অনেক মতামত দিয়েছেন। হয়তো পুরো বিষয়টা সম্পর্কে সবাই ভালভাবে অবগত নন। অজগরটিকে রিসর্টে পাওয়া যায় ও তখনই বনদফরতকে খবর দেওয়া হয়। সাপটি ধরা পড়ার সময় আমি গিয়ে হাত লাগিয়েছিলাম বনদফতর কর্মীদের সাহায্য করার জন্য। সাপটিকে আঘাত করার কোনও পরিকল্পনা, ধারণা আমাদের ছিল না। অনেকে দেবের নাম জড়িয়েছেন বিষয়টির সঙ্গে, কিন্তু আসল সত্যিটা হল ও গোটা বিষয়টা ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখেছিলেন। এর বাইরে কিছুই করেননি।'
২০২৩-এর শেষেই 'ডাঙ্কি'-র ঘোষণা শাহরুখের
'জওয়ান' (Jawan)-এর সেট থেকেই আগামী ছবির ঘোষণা! আজ, সদ্য মুক্তি পাওয়া ছবি 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলন থেকে খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) ঘোষণা করলেন 'ডাঙ্কি' (Donkey) ছবির মুক্তির দিন। 'পাঠান' (Pathaan) ও 'জওয়ান' (Jawan) ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর (Raj Kumar Hirani)-র নতুন ছবির মুক্তি। তবে আজ শাহরুখ জানালেন, চলতি বছরের ক্রিসমাসেই বড়পর্দায় আসতে চলেছে 'ডাঙ্কি'।'পাঠান' থেকে শুরু করে 'জওয়ান'... ছবি মুক্তির পরে সাংবাদিক মুখোমুখি হওয়াকেই দস্তুর করেছেন শাহরুখ খান। আজ, 'জওয়ান'-এর সাংবাদিক সম্মেলনে শাহরুখের মুখে উঠে এল তাঁর আগামী ছবির কথাও। শাহরুখকে সঞ্চালক প্রশ্ন করেছিলেন, ২০২৩ সালটা শাহরুখের জন্য ঐতিহাসিক হতে চলেছে। সম্মতি জানিয়ে শাহরুখ বলেন, 'বছরের শুরুতে পাঠান এল, এরপরে জওয়ান.. শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেতে পারে ডাঙ্কি। করোনার দীর্ঘ বিরতির পরে, আমার জন্যও ক্যামেরার সামনে ফেরাটা একটু অস্বস্তিরই ছিল। সেইসময়ে আমায় সাহস যুগিয়েছিল আমার বড় ছেলে এবং মেয়ে। ৩ বছর পরে সেটে ফেরাটা আমার কাছে অস্বস্তির ছিল। আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানা আমায় বলেছিল.. আমরা যখন বড় হচ্ছি, আমরা দেখেছি তোমার ছবিকে সাফল্য পেতে। আমরা হাওয়ায় সেই জনপ্রিয়তা অনুভব করেছি। কিন্তু আব্রাম... ও জানে তুমি একজন তারকা কিন্তু কখনও সেই উন্মাদনাটা অনুভব করেনি। আগামী ৫টা ছবি, ওর জন্য হিট হোক।'
'জওয়ান'-এর পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন দীপিকা
ছোট্ট চরিত্র, অল্প সময় স্ক্রিনে কিন্তু তারমধ্যেও নজর কেড়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-র রসায়ন। একদিনে শাহরুখের স্ত্রী ও অন্যদিকে শাহরুখের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। কিন্তু জানেন কী, এই চরিত্রের জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক চেয়েছিলেন বলিউডের 'মস্তানি'? গুঞ্জনে শোনা যাচ্ছে, দীপিকা নাকি এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। তবে সদ্য একটি সাক্ষাৎকারে, দীপিকা খোলসা করেন আসল কথাটা। দীপিকা জানান, তিনি ও শাহরুখ একে অপরের জন্য 'লাকি চার্ম' বা সৌভাগ্যের প্রতীক। তাঁরা একে অপরের সঙ্গে ছবিতে হাজির থাকলে নাকি সেই ছবি হিট হয়। শাহরুখ যথেষ্ট স্নেহ করেন দীপিকাকে, অন্যদিকে দীপিকাও সম্মান করেন শাহরুখকে। তাঁদের একে অপরের ওপর অধিকারবোধ রয়েছে। আর সেই কারণেই, 'জওয়ান'-এর ওই চরিত্রটিতে অভিনয় করার জন্য, বিন্দুমাত্র পারিশ্রমিক চাননি দীপিকা। একটা সাক্ষাৎকারে, দীপিকা জানিয়েছেন এই ছবির জন্য তিনি কখনোই রাজি না হয়ে পারেন না আর তার কারণ অবশ্যই শাহরুখ। কিং খানকে কখনোই না বলতে পারেন না তিনি। সেই কারণেই এই ছবিতে অভিনয় করেছেন দীপিকা। তবে এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কোনও পারিশ্রমিক দাবি করতে পারেননি তিনি।