কলকাতা: চলতি বছরে পরপর তিনবার । ২১শে ডিসেম্বর তৃতীয়বার বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান (Sharukh Khan) । বড় পর্দায় মুক্তি পেল 'ডাঙ্কি'(Dunki) । বক্স অফিসে ঝড় তুলেছিল 'পাঠান', 'জওয়ান'। ডাঙ্কির প্রথম দিনের নজরে পড়ল একই পরিমান উত্তেজনা। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত, শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি'। এই বছর এ নিয়ে শাহরুখের তৃতীয় ছবি মুক্তি পেল। গত চার বছর ছবির দুনিয়ায় খরা কাটিয়ে দুরন্ত কামব্যাকেই ঝড় তুলেছেন কিং খান। 'পাঠান', 'জওয়ান'-এর পর এবার 'ডাঙ্কি' জ্বরে মাতবে গোটা দেশ। বছরের শুরুতেও ছবি উপহার দিয়েছিলেন তিনি, এবার বছরের শেষেও তাঁরই ছবি। কিং খানের অভিনয় দেখে বহু অনুরাগীই আপ্লুত, ছবি নিয়ে আলোচনা, সমালোচনার মাঝে হতাশার কথাই কি ব্যক্ত করলেন গায়ক শান? আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
'ডাঙ্কি' থেকে উধাও শানের গাওয়া গান, ছবি দেখার আগেই কী বললেন গায়ক?
২১ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত, শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি'। এই বছর এ নিয়ে শাহরুখের তৃতীয় ছবি মুক্তি পেল। গত চার বছর ছবির দুনিয়ায় খরা কাটিয়ে দুরন্ত কামব্যাকেই ঝড় তুলেছেন কিং খান। 'পাঠান', 'জওয়ান'-এর পর এবার 'ডাঙ্কি' জ্বরে মাতবে গোটা দেশ। বছরের শুরুতেও ছবি উপহার দিয়েছিলেন তিনি, এবার বছরের শেষেও তাঁরই ছবি। কিং খানের অভিনয় দেখে বহু অনুরাগীই আপ্লুত, ছবি নিয়ে আলোচনা, সমালোচনার মাঝে হতাশার কথাই কি ব্যক্ত করলেন গায়ক শান? এদিন সকালে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে শান জানান যে তাঁর আর শ্রেয়া ঘোষালের গাওয়া একটি অসাধারণ সুন্দর গান শাহরুখের ডাঙ্কি ছবির জন্য শ্যুট করা হয়েছিল, কিন্তু ছবি সম্পাদনার সময়ে সেটি বাদ দেওয়া হয়েছে। 'ডাঙ্কি' ছবিতে মোট তিনটি গান রয়েছে। একটি অরিজিৎ সিংয়ের গাওয়া 'লুট পুট গ্যয়া', 'ও মাহি' এবং 'ম্যায় তেরা রাস্তা'। এছাড়াও 'দূর কহি দূর' নামে আরেকটি গান থাকার কথা ছিল এই ছবিতে। কিন্তু এই গানটিই শেষ মুহূর্তে বাদ পড়ে। গান উধাও হওয়া নিয়ে এদিন সমাজমাধ্যমে বাঙালি গায়ক লেখেন, 'সুপ্রভাত। আজ তো ডাঙ্কি ডে। আমি খুবই উৎসাহিত। ছবি দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি আমি। তবে সবাইকে আমি জানিয়ে দিতে চাই, এই ছবির জন্য আমি শ্রেয়া ঘোষালের সঙ্গে একটা ভীষণ সুন্দর গান রেকর্ড করেছিলাম, ‘দূর কহি দূর’। কাশ্মীরে ওই গানের শ্যুটিংও হয়েছিল। তবে ছবির সম্পাদনার সময় রাজু হিরানি সিদ্ধান্ত নেন গানটা ছবি থেকে বাদ দেওয়ার। তবে তিনি আমাকে সবটাই জানিয়েছিলেন। আমি জানি, ছবিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার আশা, অন্য কোনও ছবিতে ওই গানটা আপনারা শুনতে পারবেন।'
ঘুণাক্ষরেও টের পেলেন না কেউ, ফের বিয়ে করছেন আরবাজ
প্রেম, বিয়ে, বিচ্ছেদ, ৫৬ বছরের জীবনে সবকিছুরই অভিজ্ঞতা হয়েছে। আবারও জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা, পরিচালক তথা প্রযোজক আরবাজ খান। ফের বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আরবাজ। পাত্রী জনপ্রিয় নায়িকা বা মডেল না হলেও, গ্ল্যামার দুনিয়ারই বাসিন্দা, পেশায় মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট শৌরা খানকেও আরবাজ বিয়ে করতে চলেছেন বলে খবর। খুব বেশি দেরি নেই, আগামী ২৪ ডিসেম্বর দু'জনের চার হাত এক হচ্ছে বলে জোর গুঞ্জন। (Arbaaz Khan Marriage)। অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। তিনি জানান, সম্পর্কের যে কোনও ভবিষ্যৎ নেই, তা গোড়া থেকে তাঁরা দু'জনেই জানতেন। সব জেনেই সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কিন্তু সেই রসায়ন আর ছিল না তাঁদের মধ্যে। মতের অমিলও হচ্ছিল। তাই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। এর নেপথ্যে তৃতীয় কোনও ব্যক্তির কোনও ভূমিকা নেই বলেও জানান জর্জিয়া। (Celebrity Wedding)। তার পর সপ্তাহখানেকই কেটেছে, আরবাজের বিয়ের খবর সামনে এল। জানা গিয়েছে, শৌরা মেকআপ আর্টিস্ট হিসেবে কর্মরত বলিউডে। অভিনেত্রী রবীনা ট্যান্ডন এবং তাঁর কন্যা রাশা থাডানির ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট তিনি। এর পাশাপাশি, একাধিক ছবিতেও অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন শৌরা। 'পটনা শুক্লা' ছবিতে কাজ করতে গিয়েই আরবাজ এবং শৌরা কাছাকাছি এসে পড়েন।
'কলেজে পড়ার সময় জেলও খেটেছি...' কোন ইতিহাস প্রকাশ্যে আনলেন পঙ্কজ?
বুধবার ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'ম্যায় অটল হুঁ' ছবির ট্রেলার যেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। আর কিছুদিনের মধ্যেই ওটিটিতে মুক্তি পাবে এই ছবি, তার আগে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে পঙ্কজ জানালেন তার কলেজ জীবনের কথা। জানালেন কীভাবে সক্রিয় রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তিনি, আর সেই প্রসঙ্গেই উঠে আসে তাঁর জেল খাটার কথা। পঙ্কজ জানান, কলেজে পড়ার সময় কয়েক দিনের জন্য কারাবাসও করতে হয়েছিল তাঁকে। কিন্তু কেন? রাজনীতিতে কীভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন পঙ্কজ? কীভাবেই বা অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি, এই সবের উত্তর দেন পঙ্কজ ত্রিপাঠী। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে প্রকাশ্যে পঙ্কজ জানান কলেজে পড়ার সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি-তে যোগ দিয়েছিলেন তিনি। সেই মঞ্চের হয়ে বিভিন্ন আন্দোলনেও সক্রিয় অংশ নিয়েছেন পঙ্কজ। আর এই প্রসঙ্গেই খোলাখুলিভাবে তিনি বলেন, 'আমি এবিভিপির যুব শাখায় ছিলাম। আন্দোলনে অংশগ্রহণ করেছি। এমনকী এক সপ্তাহ জেলও খেটেছি। ঐ পথেই বেরিয়ে পড়েছিলাম আমি। কিন্তু কিছুদিন পর বুঝলাম রাজনীতির পথ বড় কণ্টকিত। আর তারপর আমি ঘুরে দাঁড়াই, পথ নাটকের প্রতি আগ্রহী হয়ে উঠি। পাটনার কাইলদাস রঙ্গালয়ে আমি নাম লেখাই অভিনয় শেখার জন্য। আর ওটাই আমার জন্য ঠিক রাস্তা ছিল। যাই হয়ে যাক আমি অন্তত বলতে পারতাম যে আমি অভিনয় করছি।'
শেষ হল 'দুর্গাপুর জংশন' ছবির শ্যুটিং
শেষ হল অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) পরিচালিত ছবি 'দুর্গাপুর জংশন'-এর শ্যুটিং ('Durgapur Junction' Shoot Wrap-up)। থ্রিলার ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। কলকাতার নানা প্রান্তে শেষ পর্যায়ের শ্যুটিং শেষ হয়েছে চলতি মাসে। শিল্পের শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবির গল্প। মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে। এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের দুঃসাহসিক অভিযানের গল্প দেখা যাবে এই ছবিতে। অন্যান্য চরিত্রে দেখা যাবে একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধরকে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে শ্যুটিং শেষে এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ২০২৪ সালে মার্চ বা এপ্রিল মাসে ছবির মুক্তির কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
কলকাতায় 'ডাঙ্কি' জ্বর
গোটা দেশের মতো কলকাতাতেও 'ডাঙ্কি' জ্বর। রাজকুমার হিরানির পরিচালিত, শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে আজই। মিশ্র প্রতিক্রিয়া হলেও আজ এই ছবিকে ঘিরে কলকাতায় দেখা গেল উন্মাদনা। কোথাও ফুলে মাথায় সাজল প্রেক্ষাগৃহের সামনে শাহরুখের পোস্টার, কোথাও আবার দুধ ঢেলে স্নান করানো হল কিং খানকে। তবে এই ছবি কতটা বক্সঅফিসে ছাপ ফেলল সেই উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Rudrajit-Promita: ফের ছোটপর্দায় জুটি হিসেবে প্রমিতা-রুদ্রজিৎ! কবে থেকে ধারাবাহিকের সম্প্রচার?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।