কলকাতা: ফের ছোটপর্দায় মুখ্যচরিত্রে ফিরছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। আর তাঁর বিপরীতে দেখা যাবে রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee)-কে! ধারাবাহিকে জুটি বেঁধেই শুরু হয়েছিল তাঁদের বন্ধুত্ব। তারপরে প্রেম এবং বিয়ে। আবার কি ছোটপর্দায় ফিরছে সেই জনপ্রিয় জুটি? কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?


নাহ.. কোনও নতুন ধারাবাহিক নয়, জি বাংলার (Zee Bangla) নির্মাতারা ফের ফিরিয়ে আনছেন প্রমিতা-রুদ্রজিৎ জুটিকে। 'সাত ভাই চম্পা' (Saat Bhai Champa) ধারাবাহিকটি ফের প্রদর্শিত হবে ছোটপর্দায়। ২৫ ডিসেম্বর থেকে সোম থেকে শনি, দুপুর ৩.৩০-এ সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। সদ্য সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করে নেওয়া হয়েছে ধারাবাহিকের টিজার। রূপকথায় মোড়া এই ধারাবাহিকের হাত ধরেই নতুন করে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রমিতা ও সেখান থেকেই তাঁর ও রুদ্রজিতের প্রেমের শুরু।


ধারাবাহিক 'সাত ভাই চম্পা'-তে অভিনয় করতে গিয়েই প্রমিতা ও রুদ্রজিতের আলাপ হয়। প্রথম প্রথম নাকি সেটে চুপচাপই থাকতেন তাঁরা। প্রমিতার বাড়ি উত্তর কলকাতায়। শ্যুটিং সেরে নিয়মিত বাড়ি ফিরতেন তিনি। সেই সময়ে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন প্রমিতা। অন্যদিকে রুদ্রজিৎ-ও নাকি বেশ চুপচাপ থাকতেন। তবে প্রথম রুদ্রজিতের সঙ্গে প্রমিতার আলাপ জমে ওঠে নাকি বিরিয়ানির হাত ধরে। রুদ্রজিতের হাতের বিরিয়ানি খেয়েই নাকি প্রেমে পড়ে যান প্রমিতা। 


এরপরে তাঁদের সম্পর্ক গড়ায় বন্ধুত্ব থেকে প্রেমে। বর্তমানে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। থাকেন দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে। তবে এখনও সামাজিক বিয়ে সারেননি রুদ্রজিৎ ও প্রমিতা। শেষ তাঁদের দেখা গিয়েছিল ধারাবাহিক 'পিলু'-তে। সেখানেও একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন তাঁরা। এরপরে অবশ্য নতুন কোনও কাজ হাতে নেননি রুদ্রজিৎ-প্রমিতা। প্রায় ১ বছর তাঁদের ছোটপর্দায় দেখেননি দর্শক। তাই পুরনো ধারাবাহিকের পুনঃসম্প্রচার নিয়ে উত্তেজনা রয়েছে অনুরাগীদের মধ্যে। সেই সঙ্গে এই জুটিকে নতুন চরিত্রে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শক।


 






আরও পড়ুন: Dunki Film: 'ডাঙ্কি' থেকে উধাও শানের গাওয়া গান, ছবি দেখার আগেই কী বললেন গায়ক?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।