কলকাতা: গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান' (Pathaan)। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি একের পর এক রেকর্ড ভেঙেছে, গড়েছে নতুন রেকর্ড। এবার এই ছবি পিছনে ফেলল 'বাহুবলী ২'-কেও (Baahubali 2)। ষষ্ঠ শুক্রবারেও ঊর্ধ্বমুখী ব্যবসার পর ভারতে সর্বকালের সেরা হিন্দি ছবি হল 'পাঠান'। ফের তিন পুরুষের বিশেষ অভিযান শুরু। আসছে 'আবার বিবাহ অভিযান' (Abar Bibaho Obhijaan)। নতুন প্রোমোয় প্রকাশ্যে এল ছবির মুক্তির তারিখ। ছবির পরিচালনায় সৌমিক হালদার (Soumik Haldar)। রবিবারের দুপুরে বাংলা সিনেপ্রেমীদের জন্য সুখবর। ফের তিন দম্পতির গল্প নিয়ে আসছে 'আবার বিবাহ অভিযান'। এবারের অভিযান হবে তাইল্যান্ড (Thailand)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

আয়ের বিচারে ভারতের ১ নম্বর হিন্দি ছবি 'পাঠান'

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান' (Pathaan)। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি একের পর এক রেকর্ড ভেঙেছে, গড়েছে নতুন রেকর্ড। এবার এই ছবি পিছনে ফেলল 'বাহুবলী ২'-কেও (Baahubali 2)। ষষ্ঠ শুক্রবারেও ঊর্ধ্বমুখী ব্যবসার পর ভারতে সর্বকালের সেরা হিন্দি ছবি হল 'পাঠান'। ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শুক্রবারেও বক্স অফিসে 'পাঠান' ঝড় অব্যাহত। এদিনও ভারতেই এই ছবি মোট ১.০৭ কোটি টাকার ব্যবসা করে। হিন্দিতে ব্যবসার পরিমাণ ১.০৫ কোটি ও বাকি ভাষায় ব্যবসার পরিমাণ ০.০২ কোটি টাকা। ভারতের বাইরে 'পাঠান' ইতিমধ্যেই ৪৭.০৪ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছেন। অন্যদিকে ভারতে এই ছবি ইতিমধ্যেই ৫২৯.৯৬ কোটি টাকার ব্যবসা করেছে যার মধ্যে হিন্দি ভাষায় ৫১১.৭০ কোটি টাকার ব্যবসা করেছে, অন্যান্য ভাষায় ১৮.২৬ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বজুড়ে এই ছবি মোট ১০২৮ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ভারতে মোট ৬৪১.৫০ কোটি টাকার গ্রস আয় ও বাইরে ৩৮৬.৫০ কোটির আয় করেছে এই ছবি।

অস্কারের মঞ্চে দীপিকা, গর্বিত অনুপম খের

কিংবদন্তি অভিনেতা অনুপম খের (Anupam Kher) ছাত্রীকে ভরালেন প্রশংসায়, প্রকাশ করলেন গর্ব। কে তাঁর ছাত্রী? বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অন্যতম প্রেজেন্টার (Oscars 2023 Presenter)। ১২ মার্চ, মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে তাঁকে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে কী লিখলেন অনুপম খের? অভিনেতা অনুপম খের দীপিকাকে ধন্যবাদ জানিয়েছেন মডেলিংয়ে সফর কেরিয়ারের পর তাঁর অ্যাক্টিং স্কুল 'অ্যাক্টর প্রিপেয়ার্স'-এ (Actor Prepares) অংশ নেওয়ার জন্য। একটি পুরনো ছবি পোস্ট করেন অনুপম। ইনস্টিটিউটে পড়ার সময়ে তোলা দীপিকার একটি ছবি সেটি। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'প্রিয় দীপিকা পাড়ুকোন! এই বছরের অস্কার অনুষ্ঠানে উপস্থাপকদের অন্যতম হওয়ার জন্য অভিনন্দন! সাফল্যে সিঁড়ি বেয়ে যতবার তুমি একধাপ করে ওপরে ওঠো, আমরা অ্যাক্টর প্রিপেয়ার্সের প্রত্যেকে তোমার সেই সফরের অংশ হিসেবে গর্বিত বোধ করি।'

প্রকাশ্যে 'আবার বিবাহ অভিযান' মুক্তির তারিখ

ফের তিন পুরুষের বিশেষ অভিযান শুরু। আসছে 'আবার বিবাহ অভিযান' (Abar Bibaho Obhijaan)। নতুন প্রোমোয় প্রকাশ্যে এল ছবির মুক্তির তারিখ। ছবির পরিচালনায় সৌমিক হালদার (Soumik Haldar)। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), নুসরত ফারিয়া (Nusraat Faria),  সোহিনি সরকারকেই (Sohini Sarkar) ফের দেখা যাবে 'আবার বিবাহ অভিযান' ছবিতে। আগামী ৮ জুন মুক্তি পাবে এই ছবি। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত 'বিবাহ অভিযান' ছবির মতোই এই দ্বিতীয় ভাগের চিত্রনাট্য ও গল্পও রুদ্রনীলের লেখা। সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়। সৌমিক হালদার নিরলসভাবে বাঙালি দর্শককে বেশ কিছু দুর্দান্ত গল্প এবং পরীক্ষামূলক ঘরানায় পৌঁছে দিয়েছেন। তিনিই এই ছবিটি পরিচালনা করছেন। শ্যুটিংয়ের বেশিরভাগই তাইল্যান্ডের বিদেশি লোকেশনে ও আংশিক কলকাতায় হয়েছে। নতুন ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে।

আরও পড়ুন: Sourav Das: বিমানে উঠেই বসে পড়লেন মাটিতে, সৌরভ বললেন, 'আমিও পাইলট', ভাইরাল ভিডিও

 

ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা এ আর রহমান পুত্রের

দুর্ঘটনার মুখে সঙ্গীতশিল্পী এ আর রহমানের (A R Rahman) পুত্র এ আর আমিন (A R Amin)। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ঘটনার কথা জানালেন শিল্পী। ইনস্টাগ্রামে তিনি শেয়ার করে নিয়েছেন দুর্ঘটনার ছবি। সেই দুর্ঘটনা এমনই, যে ঘটনার ৩ দিন পরেও আতঙ্কে রয়েছেন শিল্পী। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা, লিখে, বিস্তারিত জানিয়েছেন আমিন। একটি অনুষ্ঠানের মহড়া দিচ্ছিলেন আমিন। তিনি লিখছেন, 'আমার বাবা-মা, ভালবাসার মানুষেরা আছেন বলে আমি এখনও সুস্থ রয়েছি। ঈশ্বর রয়েছেন, তাই আমি সুরক্ষিত রয়েছি। এই ঘটনা ৩ রাত আগের। আমি একটি অনুষ্ঠানের মহড়া দিচ্ছিলাম, অন্যদিকে মঞ্চ তৈরির কাজ চলছিল। আমি আমার টিমের ওপরেই কেবল ভরসা রেখেছিলাম এবং ক্যামেরার সামনে পারফরমেন্সেই মন দিয়েছিলাম। হঠাৎ ক্রেনে ঝুলে থাকা একটি গোটা ট্রাস আর ঝাড়বাতি ভেঙে পড়ে মঞ্চের ওপর। মোট ৩টি ঝাড়বাতি টাঙানো ছিল। সব সমেত ভেঙে পড়ে ওই ক্রেনটি। আমি একেবারে মঞ্চের মধ্যে ছিলাম। কয়েক ইঞ্চির জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।' আমিনের এই পোস্টে তাঁর সুস্থতা কামনা ও প্রার্থনা করেছেন শুভানুধ্যায়ীরা।

 

জেল থেকে বেরলেন তুনিশা শর্মার মৃত্যুতে অভিযুক্ত শিজান খান

জামিন পাওয়ার একদিন পরে জেল থেকে বেরোলেন তুনিশা শর্মা (Tunisha Sharma) মৃত্যুর ঘটনায় গ্রেফতার শিজান খান (Shezaan Khan)। রবিবার থানে সেট্রাল জেল থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। একটি মাস্ক পরে জেল থেকে বেরোন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিজান খানের জেল থেকে বেরনোর একটি ভিডিও। গত বছর ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় তুনিশার সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজান খানকে। আজ, শনিবার বাসাই আদালতের ১ লক্ষ টাকার ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেন তিনি। একইসঙ্গে শিজান খানকে তাঁর পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে বলেও খবর এএনআই সূত্রে।