কলকাতা: পল্লবীর দে-র মৃত্যুর পরে ফের ছোটপর্দায় এক মনখারাপের খবর। আজ নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হল আরও এক অভিনেত্রীর মৃতদেহ। নাম, বিদিশা দে। আজ কর্ণ জোহরের জন্মদিন। মায়ানগরীর বুকে কেমন করে জন্মদিন কাটালেন বলিউডের প্রথম সারির এই পরিচালক? বিনোদনের দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
বিদিশা দে-র মৃত্যু
পল্লবী দে-র (Pallabi Dey) পরে এবার আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু। নাগেরবাজারে ঝুলন্ত অবস্থায় ফ্ল্যাট থেকে বিদিশার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে তা তদন্তে নাগেরবাজার থানার পুলিশ।
২৭ মে গোটা দেশে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'
বাংলার পরে এবার গোটা দেশে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), স্বাতীলেখা সেনগুপ্তের স্মৃতি বিজড়িত এই ছবিতে শুভেচ্ছা জানাল বলিউড। ভাগ্যশ্রী ও আরবাজ খান সোশ্যাল মিডিয়ায় 'বেলাশুরু' (Belashuru)-র মুক্তির দিন শেয়ার করে শুভেচ্ছা জানালেন ছবিটিকে। ২৭ মে গোটা ভারতে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। সোশ্যাল মিডিয়ায় এই ছবিকে শুভেচ্ছা জানিয়েছেন বনি কপূরও।
সোনুর পোস্ট করা ভিডিও
কথায় বলে, ইচ্ছা থাকলেই উপায় হয়। কিন্তু সেই উপায়ের রাস্তাতে নেহাৎ সোজা হয় না। আর এই কথা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলিউড তারকার শেয়ার করা একটি ভিডিও। সোনু সুদ (Sonu Sood)। করোনা পরিস্থিতিতে যিনি মানুষের মসিহা হয়ে উঠেছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, কাঁধে স্কুলের ব্যাগ, এক পায়ে লাফিয়ে লাফিয়ে পথ চলেছে সে। গন্তব্য, স্কুল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে সোনু সুদ লিখেছেন, 'বিহারের জামুইতে একটি মেয়ে এইভাবে ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যায়। দুর্ঘটনায় একটি পা বাদ গিয়েছে ওর। সাহসিকতাকে কুর্নিশ।'
আরও পড়ুন: Belashuru: 'এই বয়সেও যে রোম্যান্টিক হিরো হওয়া যায়, তার উদাহরণ বাবা'
সচেতনতা প্রচারে 'বেলাশুরু'
এবার সাইবার সতর্কতারও 'বেলাশুরু'। ছবি মুক্তির পরে তার জনপ্রিয়তা দেখে এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বেলাশুরু' থিমে সাইবার সতর্কতা প্রচারের উদ্যোগ সিআইডি (CID)-র। ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া, মোবাইলের রিংটোন হয়ে উঠেছে নতুন গান 'টাপা টিনি'। সেই গানেরই ভাষা সামান্য বদলে সচেতনতা প্রচারে ব্যবহার করবে ক্রাইম ইনভেস্টিগেসন ডিপার্টমেন্ট (Crime Investigation Department)। ইতিমধ্যেই বানিয়ে ফেলা হয়েছে দুটি পোস্টার। একটি পোস্টারে শ্রদ্ধা জানানো হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatillekha Sengupta)। তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে ছবিতে। সেইসঙ্গে লেখা হয়েছে, 'এইবার সাইবার ক্রাইম সতর্কতার 'বেলাশুরু' (Belashuru)। দ্বিতীয় পোস্টারে বানিয়ে ফেলা হয়েছে একটি কার্টুন যার নাম দেওয়া হয়েছে 'চিনি' (Chini)। সেই চিনি নাচ করছে টাপা টিনি'-র তালে। আর সেই কার্টুনই সচেতনতা প্রচারে পরিবর্তিত 'টাপা টিনি' গানটি গাইবে। সিআইডি-র এই উদ্যোগে খুশি শিবপ্রসাদও। তিনি বলছেন, 'আমরা আমাদের সিনেমার মাধ্যমে সমাজের এমন একটা কাজে জড়িয়ে থাকতে পেরে খুব খুশি। আশা করছি এই উদ্যোগ খুব ভালো প্রতিক্রিয়া পাবে।
৫০তম জন্মদিনে দু'টি বড় ঘোষণা কর্ণ জোহরের
আজ জন্মদিন বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের (Karan Johar)। আজকের দিনে জীবনের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করলেন তিনি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ একটি পোস্ট করেছেন কর্ণ জোহর। পোস্টে তিনি লেখেন, 'একটা বিশেষ দিন। একটা বিশেষ ঘোষণা। অপেক্ষা করুন। আজ আমি আমার পরবর্তী ছবির কথা ঘোষণা করতে চাই। আমার আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৩। আর তারপর আগামী বছর এপ্রিল থেকে শুরু হবে আমার পরিচালিত পরবর্তী ছবি। সেই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক না হলেও সেটি অ্যাকশনধর্মী ছবি। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা চাই'। প্রসঙ্গত, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংহ এবং আলিয়া ভট্টকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাবানা আজমি, ধর্মেন্দ্র প্রমুখ অভিনেতাদের।