কলকাতা: অবশেষে কে কে'কে নিয়ে তাঁর করা মন্তব্যের পরে মুখ খুললেন রূপঙ্কর বাগচি। মুখ খুললেন নাকি বিবৃতি পড়লেন? গোটা দিন ফের খবরের শিরোনামে রইলেন তিনিই। পাশাপাশি জায়গা করে নিল অন্যান্য গুরুত্বপূর্ণ খবরও। গোটা দিনে আজ বিনোদন জগতে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
বিবৃতি পড়লেন রূপঙ্কর
বিতর্ক, ক্ষোভ, কুৎসার ঝড়... প্রায় ৩ দিন যোগাযোগ করা যায়নি সঙ্গীতশিল্পীর সঙ্গে। অবশেষে মুখ খুললেন সঙ্গীতশিল্পী। কিন্তু ব্যক্তিগতভাবে কারও কাছে নয়, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে। তিনি এলেন, একটি হাতে লেখা চিঠি পড়লেন, এবং তৎক্ষণাৎ সংবাদমাধ্যমের কাছে হাত জোড় করে মঞ্চ ত্যাগ করলেন। রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। কে কে (K K) -কে নিয়ে বিতর্কের পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন তিনি। কী ছিল রূপঙ্করের সেই বয়ানে? সঙ্গীতশিল্পী বললেন, 'আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, এখানে আসার ঠিক আগে আমি তা মুছে দিলাম। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।'
হাসপাতালে ভর্তি দোলন রায়
প্রচণ্ড গরমে টানা কাজ। সামান্য যাতায়াত করলেই হাঁসফাস, তার ওপরে ভারি মেকআপ নিয়ে লাইটস-ক্যামেরা অ্যাকশান। কাজ করতে করতেই হিটস্ট্রোক আর তারপরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রী দোলন রায়কে (Dolon Roy)। ইদানিং ধারাবাহিকের কাজ কমিয়ে দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' -তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নিজের সোশ্য়াল মিডিয়ায় আজ অভিনেত্রী লেখেন, 'কাল টুম্পা অটোওয়ালির আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিটস্ট্রোক। এখন নার্সিং হোমে। আশা করছি সবার শুভেচ্ছায় তাড়াতাড়ি কাজে ফিরব। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিও শেয়ার করে নেন তিনি। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি।
'বেলাশুরু'-র সাফল্যে আপ্লুত শিবপ্রসাদ
করোনা পরিস্থিতির পরে মনে হয়েছিল মানুষ বোধহয় আর হলমুখী হবেন না। ওটিটি প্ল্যাটফর্মেই অভ্যস্থ হয়ে পড়বেন নতুন ছবি দেখতে। কিন্তু তা যে হয়নি সেটা প্রথম প্রমাণ করে দিয়েছিল 'স্পাইডারম্যান নো ওয়ে হোম' (Spiderman No Way Home) ছবিটি। দলে দলে মানুষ এসেছিলেন ছবিটি দেখতে। কিন্তু তখনও সন্দেহের মেঘ কাটেনি বাংলা চিত্রপরিচালকদের মন থেকে। অনেকেই মনে করেছিলেন, হলিউড ছবির টানেই ভিড় জমিয়েছেন মানুষ। কিন্তু বাংলা ছবি? তা কী আবার ঘুরে দাঁড়াতে পারবে? সেই সন্দেহ প্রথম উড়িয়েছিল 'গোলন্দাজ' (Golondaaj) তারপর 'টনিক' (Tonic)। তারপর 'কিশমিশ' (Kishmish), 'রাবণ' (Ravan), তীরন্দাজ শবর (Tirondaj Sobor), হৃদপিণ্ড (Hridpindo) থেকে শুরু করে 'অপরাজিত' (Aparajito), দলে দলে মানুষ এসেছিলেন, প্রেক্ষাগৃহ পূর্ণ হয়েছিল। এরপর 'বেলাশুরু' (Belashuru)। এই ছবিকে ঘিরে উত্তেজনা ছিল আর থেকে আশির মধ্যেই। আর প্রযোজনা সংস্থার থেকে দেওয়া হিসেব বলছে, ১৪ দিনে পশ্চিমবঙ্গে এই ছবি দেখে ফেলেছেন ৪ লক্ষ দর্শক। কার্যত 'বেলাশুরু' করোনা পরিস্থিতির পরে হলমুখী করল সমস্ত বয়সের দর্শককেই।
আরও পড়ুন: Rupankar Bagchi: 'এত ঘৃণা, এত আক্রোশ... মুহূর্তের অসতর্কতায় এমন হবে কল্পনা করিনি'
রূপঙ্করের গাওয়া জিঙ্গল নিয়ে 'ব্যবস্থা নেবে' কেক প্রস্তুতকারক সংস্থা
আজ সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি কেক প্রস্তুতকারী সংস্থার সোশ্যাল মিডিয়ার পেজে গিয়ে অনুরোধ করেন, সেই সংস্থার জিঙ্গল বয়কট করার। কেন? ওই কেক প্রস্তুতকারী সংস্থার জনপ্রিয় জিঙ্গলটি গেয়েছিলেন রূপঙ্কর। এরপর সোশ্যাল মিডিয়ায় ওই কোম্পানি বিবৃতি দিয়ে জানায়, খুব তাড়াতাড়ি ওই জিঙ্গল নিয়ে সিদ্ধান্ত নেবে কোম্পানি। কারণ তারা কখনোই রূপঙ্করের বক্তব্যেক সমর্থন করেন না। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই স্ক্রিনশট। সংস্থার তরফে লিখিত ভাবে জানানো হয়, ‘গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে আমরা দুঃখিত। রূপঙ্কর বাগচী যা বলেছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি না। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে আমরা যথাসময়ে সিদ্ধান্ত নেব।’
অদেখা লুকে 'জওয়ান' শাহরুখ
রোম্যান্টিক লুক ঝেড়ে ফেলে অন্য ঘরানার চরিত্রে কাজ করতে আগেও দেখা গেছে শাহরুখকে। তবে এমন লুক বোধ হয় এই প্রথম। গোটা মুখ ঢাকা ব্যান্ডেজে। হাতে মুখে রক্তের ছিটে। বড় নলের বন্দুক এমনভাবে হাতে ঘোরাচ্ছেন যেন খুন-খারাপি তাঁর নিত্যকর্ম। আর এইসবের সঙ্গে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর শুনে গায়ে কাঁটা দেয়। একইসঙ্গে ঘোষণা হল ছবি মুক্তির তারিখও। মুখ্য চরিত্রে বাদশা। প্রযোজনায় গৌরী খানের 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'। ছবিটি মুক্তি পাবে ঠিক এক বছর পর। ২ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায়। ছবির টিজার দেখে মনে হচ্ছে কোনও 'মিশন'-এ চলেছেন কিং খান।