প্যারিস: তিনি ইতিহাসে নাম তুলে ফেলেছেন। টেনিস বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে। কিংবদন্তি খেলোয়াড় হওয়ার পাশাপাশি মানুষ হিসাবে কেন রাফায়েল নাদাল (Rafael Nadal) সকলের প্রিয়, সেটা ফের একবার বুঝিয়ে দিলেন স্পেনের মহাতারকা।


ফরাসি ওপেনের সেমিফাইনালে তাঁর বিরুদ্ধে আলেকজান্ডার জেরেভ প্রবল লড়াই করছিলেন। প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ জিতে নেন নাদাল। দ্বিতীয় সেট তখন ৬-৬ অবস্থায়। নাদালের একটি শট ফেরাতে গিয়ে সুরকির কোর্টে গোড়ালি মচকে বসেন জেরেভ। কোর্টেই শুয়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই ফিজিও দৌড়ে আসেন। তাঁর শুশ্রূষা শুরু হয়। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠেও বসেন জেরেভ। পরে দাঁড়ালেও, পা ফেলতে পারেননি। তাঁর চোখমুখ যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল। শেষে ক্রাচ নিয়ে কোর্ট ছাড়েন জেরেভ। ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নাদাল। ম্যাচের ফল তখন ছিল ৭-৬, ৬-৬।


তবে কেন নাদাল চ্যাম্পিয়ন, তা ফের একবার প্রমাণ করলেন। এভাবে ফাইনালে উঠে যেন তিনি খুশি নন। ফরাসি ওপেনের সঞ্চালককে বলেন, 'জেরেভের কান্না শুনে ভীষণ কষ্ট হচ্ছিল। ওর জন্য ভীষণ খারাপ লাগছে। খুব লড়াই করে এই জায়গায় পৌঁছেছিল। আমার খুব ভাল বন্ধুও।'


নাদালের সামনে ১৪তম ফরাসি ওপেন জয়ের হাতছানি। এই ম্যাচ জিতলে ট্রফির দিকে আরও এগিয়ে যাবেন নাদাল, এই ছিল পরিস্থিতি। প্রথম সেটে অবশ্য রাফার শুরুটা ভাল হয়নি। একটা সময় পিছিয়ে ছিলেন ৩-৪ গেমে। সেখান থেকে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান নাদাল। জেরেভের একটি সার্ভিস ব্রেক করেন তিনি। সেট শেষ হয় ৬-৬ গেমে। ফলে প্রথম সেটেই দেখা গেল টাইব্রেকার। তাতে নাদাল জিতে ১-০ এগিয়ে যান। টাইব্রেকারে টানা পাঁচ পয়েন্ট পান নাদাল। তার পরেও লড়লেন জেরেভ। শেষ মেশ সেট জিতলেন নাদালই।


দ্বিতীয় সেট ৬-৬ অবস্থায় থাকার সময়ই দুর্ঘটনা জেরেভের। তারপরই খোঁড়াতে খোঁড়াতে কোর্ট ছেড়ে বেরিয়ে যান জেরেভ। ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছে গেলেন রাফা।


আরও পড়ুন: ট্রেনে ভয়াবহ ডাকাতির শিকার বাংলার জিমন্যাস্টিক্স দল, ২৪ ঘণ্টা পরেও নেওয়া হল না FIR