কলকাতা:  সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় এবার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ইতিমধ্যেই কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের জন্য লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেইসঙ্গে এবার সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনাতেও জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। মুক্তি পেল 'শেরদিল' ছবির নতুন গান। দিনভর নজর কাড়ল বিনোদন জগতের কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন। 


 


সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ পুলিশের


সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় এবার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ইতিমধ্যেই কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের জন্য লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেইসঙ্গে এবার সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনাতেও জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। সদ্য হুমকি চিঠি পেয়েছেন সলমন খান (Salman Khan) ও সেলিম খান (Selim Khan)। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। সকাল সাড়ে ৭টা ৮টার মধ্যে এই চিঠিটি উদ্ধার হয়। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। 


 


কৌশানি-সোহমের নতুন ছবি


সুদেষ্ণা রায় (Sudeshna Roy) আর অভিজিৎ গুহর (Abhijit Guha) পরিচালনায় রুপোলি পর্দা পেতে চলেছে টলিউডের এক নতুন জুটিকে। সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। ছবির নাম 'অংশুমান এমবিএ' (Angshuman MBA)। শুধু সোহম আর কৌশানি নয়, এই ছবিতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta), রাজা চন্দ (Raja Chanda), ফলক রশিদ রায় (Falaque rashid Roy)। শ্যাডো ফিল্মস (Shadow Films) -এর প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। এই ছবির গল্পে বেশ আধুনিকতার ছোঁয়া রয়েছে। সেই সঙ্গে রয়েছে বাস্তব ভাবনাও। ছবির বিষয়বস্তু সম্পর্কে পরিচালক সুদেষ্ণা জানাচ্ছেন, এই ছবিতে নায়কের বিপরীত চরিত্র রয়েছে, কিন্তু এই ছবি ঠিক নায়ক আর ভিলেনের ছবি নয়। ছবির গল্প কিছুটা এমন, একজন ব্যবসায়ী বাড়ির ছেলে বাবার ব্যবসায় যোগ দিতে চায় না। বাবার সঙ্গে তার অম্লমধুর সম্পর্ক। পরিচালক বলেন, 'আমার মনে হয় এই সমস্যা অনেক ব্যবসায়ী বাড়িতেই দেখা যায়।'


 


'শেরদিল'-এর নতুন গান


নতুন ছবির নতুন গানের মুক্তি। কিন্তু এই গানে মাদকতা ছড়িয়েছেন তিনি, গানের মুক্তির দিন যে তিনি থাকবেন না, ভাবতে পারেননি কেউই। মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন 'শেরদিল' (Sher Dil)-এর গান 'ধুপ পানি বহেনে দে' (Dhop Paani Bahene De)। এই গানটি সম্ভবত শেষ গাওয়া গান 'কে কে' (K K) ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের (Krishnakumar Kunnath)। ২৬ বছরের কেরিয়ারে বার বার মানুষকে সুরের বাঁধনে বেঁধেছেন, মুগ্ধ করেছেন কে কে। এই গানটিতে প্রকৃতিকে বিবরণ করা হয়েছে। এই গানটি রেকর্ড করার পরে গুলজার বলেছিলেন, 'এই ছবিতে সৃজিত মুখোপাধ্যায় আমার একটি উপকার করেছে। কেবলমাত্র আমায় একটি ভালো ছবির জন্য গান লেখার সুযোগই করে দেয়নি। কিন্তু এই গানের সৌজন্যে আমার বহু বছর পরে কে কে-র সঙ্গে দেখা হল। আমার প্রথম ছবি 'মাচিজ'-এ গান গেয়েছিল কে কে। 'ছোড় আয়ে হাম ও গলিয়াঁ'। যখন কে কে এই গানটা গাইতে স্টুডিওতে ঢুকল, আমার ভীষণ আনন্দ হয়েছিল। ভাবতে পারিনি এটা ওর গাওয়া শেষ গান হবে। ও যেন আমাকে বিদায় বলতে এসেছিল। শেরদিল-এর এই গানটা পরিবেশকে বর্ণনা করেছে। জঙ্গল, বন, পশু ও পাখিতে রক্ষা করার ডাক দেওয়া হয়েছে এই গানে। ওর আরও একটু বেশিদিন থাকা উচিত ছিল। ও সবসময় আমার মনে থাকবে। 'শেরদিল' যত এগিয়ে যাবে, কে কে আমাদের মনে থেকে যাবে।'


 


কে কে-র মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি


কে কে-র মৃত্যুতে (KK Death) সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন করা হল। জনস্বার্থ মামলা (Public Interest Litigation) দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হল। মামলা দায়েরের অনুমতি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice)। এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রধান বিচারপতির তরফ থেকে মামলা দায়ের করার অনুমোদন দেওয়া হয়েছে। মূলত যে আইনজীবী এই মামলাটি করছেন তাঁর নাম রবিশঙ্কর চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, কে কে কলকাতায় এসে অনুষ্ঠান করেন, অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়। এই গোটা ঘটনায়, বিশেষত কে কে-র মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তার একটা বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। তাঁর মতে এর জন্য সিবিআই একমাত্র উপযুক্ত সংস্থা যারা কাজটি করতে পারবে। এই দাবিতেই মামলা করতে চেয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মামলা দায়েরের প্রক্রিয়া। 


 


একসঙ্গে ছবি করছেন রণবীর সিংহ ও সামান্থা রুথ প্রভু?


সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) সাম্প্রতিক পোস্ট জোরালো করল জল্পনা। মনে করা হচ্ছে এবার একসঙ্গে কাজ করতে চলেছেন সামান্থা ও বলিউড তারকা রণবীর সিংহ (Ranveer Singh)। কী এমন পোস্ট করলেন দক্ষিণী তারকা? রবিবার বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সামান্থা রুথ প্রভু। সেখানে একটি ছবিতে একজন বায়ুসেনার পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর সঙ্গে পোজ দিয়েছিলেন রণবীর সিংহ। নীল শার্টে তাঁকেও কোনও ইউনিফর্ম পরে মনে হচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'দ্য স্যুইটেস্ট এভার রণবীর সিংহ'। বাংলা তর্জমা করলে যাঁর মানে দাঁড়ায়, 'সবচেয়ে মিষ্টি'। সামান্থার সেই পোস্ট রিপোস্ট করেছেন রণবীরও। লিখেছেন 'খুব ভাল লাগল'।