মুম্বই: বৃহস্পতি থেকে শুক্রবার, দিনভর চর্চায় ললিত মোদি (Lalit Modi) ও সুস্মিতা সেন (Sushmita Sen)। গতকাল যে ট্যুইটের পরে কার্যত ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, আজ সেই সমস্ত জল্পনার উত্তর দিলেন সুস্মিতা। কিন্তু সত্যিই কী থামল জল্পনা? পাশাপাশি শিরোনামে রয়ে গেল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
সুস্মিতার 'উত্তর'
আমি ভীষণ খুশি আছি। বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।'... এই একটা পোস্টেই কী জল্পনায় জল ঢাললেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)? গতকাল সন্ধে থেকে সোশ্যাল মিডিয়া পোস্টের পর যে গুঞ্জন ছড়িয়েছিল, সেই গুঞ্জনকে কী এরকরম অস্বীকারই করলেন অভিনেত্রী? বৃহস্পতিবার সন্ধেরাতের একটা ট্যুইটের পর থেকেই কার্যত তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম। প্রথমে বিয়ের খবর নিয়ে বিভ্রান্তি আর তারপরেই ট্যুইটারে স্পষ্ট ঘোষণা, বিয়ে নয়, এ তো প্রেম। 'ডেটিং'। ট্যুইট জুড়ে প্রাক্তন বিশ্বসুন্দরীর ছবি ও প্রসঙ্গ থাকলেও ট্যুইটটি করেছিলেন ললিত মোদি (Lalit Modi)। সোশ্যাল মিডিয়ায় নতুন সম্পর্ক আর জীবনের নতুন মোড় নিয়ে অকপট একটা ট্যুইট। আর সেই ট্যুইটেই আগুনের মত ছড়িয়ে পড়েছিল সুস্মিতা সেন (Sushmita Sen) আর ললিত মোদির সম্পর্কের খবর।
বলিউডে যশ দাশগুপ্ত
এবার বলিউডে যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) আর তাও একেবারে মুখ্য চরিত্রে! তাঁর কেরিয়ার শুরু হয়েছিল বলিউড থেকেই। কেরিয়ারের শুরুর দিকে মুম্বইতে বালাজী সহ একাধিক প্রথম সারির সংস্থার সঙ্গে কাজ করেছেন যশ। আর এবার বড়পর্দায় বলিউডের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে যশকে!বলিউড অভিষেক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি যশ। এবিপি লাইভের পক্ষ থেকে তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা মুখ খুলতে চাননি। তবে সূত্রের খবর, যশের নতুন ছবি রোম্যান্টিক ঘরানা। তাঁর বিপরীতে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)। ছবিটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর জুটি (Vinay Sapru and Radhika Rao)।
বিস্ফোরক সুশান্ত সিংহ রাজপুতের দিদি
ফের তরজা.. ফের অভিযোগ, পাল্টা অভিযোগ.. শেষ হয়েও যেন বার বার শিরোনামে ফিরে আসে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু প্রসঙ্গ। ভাইয়ের মৃত্যুর ২ বছর পরে ফের বিস্ফোরক মন্তব্য সুশান্তের দিদি প্রিয়ঙ্কা। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতার দাবি, জীবনে রিয়া আসার পর থেকেই খারাপ হতে শুরু করেছিল সুশান্তের সমস্ত পরিস্থিতি। প্রিয়ঙ্কা বলেন, '২০১৯ সাল থেকেই সুশান্তের জীবনে বিভিন্ন সমস্যা আসতে শুরু করেছিল কারণ তখনই সুশান্তের জীবনে রিয়ার প্রবেশ। সেই প্রথম আমার সঙ্গে আমার ভাইয়ের সমস্যা শুরু হয়। এর আগে কখনও সুশান্তের সঙ্গে কোনওরকম সমস্যা হয়নি আমার। মাত্র ছদিনের মধ্যেই যাবতীয় ঘটনা ঘটে যায়। আমার মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে সুশান্তের জীবন নষ্ট করার জন্যই রিয়াকে ওর জীবনে পাঠিয়েছিল।'
'ফোন ভূত' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা
বদলে গেল মুক্তির দিন। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi), ইশান খট্টর (Ishaan Khattar) অভিনীত 'ফোন ভূত' (Phone Bhoot) ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হল। নির্মাতারা এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ফোন ভূত' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ফোন ভূত' ছবির নতুন মুক্তির দিন পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'ক্যাটরিনা, ইশান, সিদ্ধান্ত অভিনীত 'ফোন ভূত' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হল। চলতি বছর ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। 'ফোন ভূত' ছবিটি পরিচালনা করছেন গুরমিত সিংহ এবং প্রযোজনা করছেন রীতেশ সিদওয়ানি ও ফারহান আখতার।'
'ভটভটি'-র ট্রেলার মুক্তি
এই গল্প কি সত্যিই রূপকথা? তাহলে সমুদ্রের নিচের ঝিকিমিকি আলোর সেই রাজ্য আর সেই গল্পের জলপরীর মুখে রক্ত কেন? একরাশ প্রশ্ন তুলে দিয়ে গেল সদ্য মুক্তি পাওয়া 'ভটভটি'-র (Bhot Bhoti) ট্রেলার।
গল্পটা কিছুটা এমন। গঙ্গার ধারের জাহাজ বস্তিতে বাস এর তরুণের। নাম ভটভটি। তার কল্পনার রঙে গঙ্গার নিচে সেজে ওঠে এক রূপকথার জগৎ। সেখানে রাজপ্রাসাদ আছে, ঝিকিমিকি আলো আছে, আর আছে জলপরী। সেই স্বপ্নই সত্যি হয়ে যায় যখন ভটভটি দেখা পায় এরিয়েলের। ভটভটির ভূমিকায় দেখা যাবে ঋষভ বসু (Rishav Basu)-কে। আর এরিয়েলের ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)-কে। ছবির পরিচালনা করছেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)