কলকাতা: হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন তিনি। জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। চিকিৎসকেরা ইতিমধ্যেই জানিয়েছেন যে, চিকিৎসায় রাজুর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। এবার জনপ্রিয় এই কমেডিয়ানকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দুই প্রজন্ম, দুই ধরণের চিন্তা আর একটা পরিবার । পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছে অরুণিমা ঘোষ (Arunima Ghosh) ও গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) । সেইসঙ্গে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। ছবির নাম কীর্তন (Kirtan) । দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


রাজু শ্রীবাস্তবকে বিগ বি-র বার্তা


হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন তিনি। জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। জিম ট্রেনার দুবার সিপিআর দেন। তারপর তিনিই রাজুকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। তাঁর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। চিকিৎসকেরা ইতিমধ্যেই জানিয়েছেন যে, চিকিৎসায় রাজুর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। এবার জনপ্রিয় এই কমেডিয়ানকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 


অভিমুন্যর পরিচালনায় গৌরব-অরুণিমা জুটি


দুই প্রজন্ম, দুই ধরণের চিন্তা আর একটা পরিবার । পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছে অরুণিমা ঘোষ (Arunima Ghosh) ও গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) । সেইসঙ্গে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। ছবির নাম কীর্তন (Kirtan) । পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee)-র হাত ধরে কাজ শুরু হতে যাচ্ছে নতুন ছবির । এই ছবির গল্প আবর্তিত হবে শ্বশুর ও তাঁর পুত্রবধূর দ্বন্দ্বকে ঘিরে । ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের নাম অবিনাশ (Abinash) । তার পুত্রবধূর (Daughter In Law) ভূমিকায় দেখা যাবে অরুণিমাকে । তাঁর চরিত্রের নাম মণিমালা (Monimala) । পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের ভূমিকায় দেখা যাবে গৌরবকে । ছবিতে তাঁর চরিত্রের নাম অরূপ ।


স্বাধীনতা দিবসে ফিরে দেখা শ্রী অরবিন্দের আত্মাধিক সফরের অজানা কথা


স্বাধীনতা দিবসে ফিরে দেখা এক বিপ্লবীর জীবনকে । পররাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত (Ministry of External Affairs (MEA) ভারতীয় মিশন / পোস্ট অ্যাব্রড (Indian Missions / Posts abroad) উদ্যোগে শ্রী অরবিন্দর ১৫০তম জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে (150th birth anniversary of Sri Aurobindo) একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে তুলে ধরা হবে বিপ্লবীর জীবনকে । ১৫ অগাস্ট (15 August) অর্থাৎ স্বাধীনতা দিবসে এই ছবিটি দেখানো হবে ভারতের দূতাবাসগুলিতে (Embassy of India) , প্যারিস (Paris) , সিজিআই (CGI) , বার্মিংহাম (Birmingham) , সুইজারল্যান্ড (Switzerland) , কলম্বিয়া (Colombia & Ecuador) , ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি দলকে (Permanent Delegation of India to UNESCO) , ও বাহারিনে (Bahrain) ।


আরও পড়ুন: Dibyojyoti Dutta Exclusive: 'বোতলের জল দিয়েই বৃষ্টি তৈরি করল দিতিপ্রিয়া', শ্যুটিংয়ের অজানা গল্পে দিব্যজ্যোতি


এবার বিদেশে ব্যোমকেশ


এবার বিদেশেও রহস্য সমাধান করবে ব্যোমকেশ! সদ্যই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত ব্যোমকেশ হত্যামঞ্চ (Byomkesh Hatyamancha)। আর এবার নিউ সাউথ ওয়েলস (New South Wales) , ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (Western Australia), কানাডার বিভিন্ন প্রদেশে, ব্ল্যাক টাউন (Black Town), ইউএই (UAE) ও ইউএসএ (USA) -তে মুক্তি পাচ্ছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীতি ব্যোমকেশ। ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ব্যোমকেশ। বিশুপাল বধের অসমাপ্ত কাহিনি শেষ হয়েছে ব্যোমকেশ হত্যামঞ্চ-র এই গল্পে। রক্তাক্ত নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু, রহস্য উদঘাটনে ব্যোমকেশের ডাক। তারপর? হত্যালীলার মঞ্চের রক্তের রহস্য কি উদঘাটিত হবে? বিস্তারিত জানাতে গেলে চোখ রাখতে হবে রুপোলি পর্দায়। 


'লাল সিং চড্ডা'-র ব্যবসা


কখনও করোনা পরিস্থিতি তো কখনও অন্য ছবির সঙ্গে মুক্তির দিন মিলে যাওয়া। আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha) মুক্তি পিছিয়েছে অনেকবার। যদিও মুক্তির কারণ হিসেবে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয় যে, সঠিক সময়ে শ্যুটিং শেষ করতে না পারার কারণেই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। তবে, অবশেষে গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু বিশেষভাবে প্রচার থেকে কোনও কিছুই বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলতে পারছে না। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডার' বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, 'তৃতীয় দিনে 'লাল সিং চাড্ডা'র সামান্য উন্নতি। সপ্তাহ শেষের দিন বলে এই উন্নতি। কিন্তু এটাই যথেষ্ট নয়। দ্রুত আরও বেশি ব্যবসা জরুরি। তিনদিনের মোট আয়ও এখনও অনেকটাই কম। বৃহস্পতিবার এই ছবি ব্যবসা করেছে ১১.৭০ কোটি টাকার। শুক্রবার ব্যবসা করেছে ৭.২৬ কোটি টাকার। এবং শনিবার এই ছবি ব্যবসা করেছে ৯ কোটি টাকার। তিনদিনে 'লাল সিং চাড্ডা'র মোট বক্স অফিস কালেকশন ২৭.৯৬ কোটি টাকা।'


সপরিবারে ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারে শাহরুখ খান


তিনি যেন সবসময় আর সবার থেকে আলাদা, অনন্য। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সপরিবারে ‘হর ঘর তিরঙ্গা’-র প্রচারে যোগ দিলেন মায়ানগরীর 'বাদশা'। মন্নতের ছাদে, মেঘলা আকাশের বুকে ঝলমল করে উঠল ভারতের পতাকা। ছোট্ট আব্রামের (Abram Khan) হাতের টানে হল পতাকা উত্তোলন, রইলেন গৌরী খান (Gouri Khan), আরিয়ান খান (Aryan Khan) আর.. শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় এই পতাকা উত্তোলনের ভিডিও ভাগ করে নিয়েছেন 'বাদশা' খোদ। লিখেছেন, 'বাড়িতেই ছোটদের স্বাধীনতা সংগ্রামের মর্ম ও গুরুত্ব শেখানোর চেষ্টা। আরও অনেকটা সময় লাগবে। কিন্তু পতাকা তুলল বাড়ির সবচেয়ে ছোট সদস্য যে আমাদের সর্বদা গর্বিত করে।'