কলকাতা: আর্থিক তছরুপ মামলায় (Extortion Case) এবার অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। ২০০ কোটি টাকার তছরুপের ঘটনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে এবার অভিযুক্ত অভিনেত্রীও। পর্দায় আসছে 'আনন্দমঠ' (Ananda Moth), এই ঘোষণা হয়েছিল আগেই। বাংলা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি 'আনন্দমঠ' (Anandamath) নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)। প্রথমে ঘোষণা করা হয়েছিল, হিন্দি, তামিল ও তেলুগু, এই তিন ভাষায় মুক্তি পাবে ছবিটি। কিন্তু পরে ঘোষণা করা হয়, কন্নড়, মালায়ালি ও বাংলাতেও মুক্তি পাবে এই ছবিটি। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
অঙ্কুশের নতুন ইনিংস
কেবল অভিনেতা নয়, অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবার প্রযোজকও (Producer)! স্বাধীনতা দিবসের (Independence Day) দিন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের (Raktim Chatterjee) সংস্থার সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি প্রযোজনা করতে চলেছেন অঙ্কুশ। ছবির নাম মির্জা (Mirza)। স্বাধীনতা দিবসের দিন ছবির টিজার প্রকাশ্যে এসেছে। টিজারেই স্পষ্ট, ছবিটি অ্যাকশনধর্মী। টিজারের ক্যাপশানে লেখা রয়েছে, 'কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি'। ছবির পরিচালনা করছেন পরিচালক সুমিত-শাহিল (Sumit Shahil)।
২০০ কোটি টাকা তছরুপ মামলায় অভিযুক্ত জ্যাকলিন
আর্থিক তছরুপ মামলায় (Extortion Case) এবার অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। ২০০ কোটি টাকার তছরুপের ঘটনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে এবার অভিযুক্ত অভিনেত্রীও। দিল্লির একটি আদালতে তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি (Enforcement Directorate)।এর আগে অভিনেত্রীর সম্পত্তি অ্যাটাচ করেছিল ইডি। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এপ্রিলে অভিনেত্রীর ৭ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল এজেন্সি।
আরও পড়ুন:Alia Bhatt: রণবীর নয়, 'ও অভন্তা' গানের তালে কার সঙ্গে নাচতে চান আলিয়া?
জ্যাকলিনের পাশে মাধবন
আর্থিক তছরুপ মামলায় (Extortion Case) ইতিমধ্যেই অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। ২০০ কোটি টাকার তছরুপের ঘটনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে এবার অভিযুক্ত অভিনেত্রীও। আজই দিল্লির একটি আদালতে তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি (Enforcement Directorate)। কিন্তু এবার, সহ অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অভিনেতা আর মাধবন (R Madhavan)। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর দাবি, 'কর ফাঁকি নয়, বরং ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করেন সৎ-ভাবেই।' আজ মুম্বইতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জ্যাকলিনের প্রসঙ্গ উঠলে মাধবন বলেন, 'আশা করছি জ্যাকলিন এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। আশা করছি এই ঘটনা দেশের খুব বড় ক্ষতি করবে না। আর হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে কর ফাঁকি দেওয়ার সংখ্যা যথেষ্ট কম। প্রত্যেকে যথেষ্ট সৎভাবেই কাজ করে। আশা করি জ্যাকলিনের এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে।'
এবার বাংলায় 'আনন্দমঠ'
পর্দায় আসছে 'আনন্দমঠ' (Ananda Moth), এই ঘোষণা হয়েছিল আগেই। বাংলা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি 'আনন্দমঠ' (Anandamath) নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)। আর আজ মুক্তি পেল এই ছবির মোশন পোস্টার (Motion Poster)। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় যে ছবি তৈরি হচ্ছে, সেই ছবির নাম '১৭৭০ এক সংগ্রাম'। ছবির গল্প লিখছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তাঁর হাতেই 'লার্জার দ্যান লাইফ' হয়ে উঠেছে 'বাহুবলী' ও সদ্য মুক্তিপ্রাপ্ত 'আর আর আর'। প্রথমে ঘোষণা করা হয়েছিল, হিন্দি, তামিল ও তেলুগু, এই তিন ভাষায় মুক্তি পাবে ছবিটি। কিন্তু পরে ঘোষণা করা হয়, কন্নড়, মালায়ালি ও বাংলাতেও মুক্তি পাবে এই ছবিটি।
হৃত্বিক রোশনকে বয়কট?
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বয়কট হৃত্বিক রোশন (Hrithik Roshan)। নেট দুনিয়ায় চোখ রাখলেই সেখানে বলিউড অভিনেতাকে বয়কট (Boycott Hrithik Roshan) করার ডাক। বেশ কিছুদিন ধরেই বলিউডের বেশ কিছু ছবি বয়কট করার ডাক দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। এরই মাঝে হঠাৎ হৃত্বিক রোশনকে কেন বয়কট করার ডাক দিলেন তাঁরা? কিছুদিন আগেই আমির খানের 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) দেখে প্রশংসায় ভরিয়েছিলেন হৃত্বিক রোশন। আর সেই কারণেই মূলত নেটিজেনদের রোষের মুখে পড়লেন অভিনেতা। সোশ্যাল মিডিয়া জুড়ে যখন 'লাল সিং চাড্ডা'কে বয়কট করার ডাক দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। তখনই সেই ছবিকে সমর্থন করার কারণে হৃত্বিক রোশনকেও বয়কট করার ডাক তাঁদের। জানা যাচ্ছে এমনটাই। এখানেই শেষ নয়। হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। অভিনেতার আগামী ছবিকেও বয়কট করার হুমকি দিয়েছেন তাঁরা।