কাবুলঃ কাবুলে ভয়াবহ বিস্ফোরণ ( Kabul Mosque Explosion)। পুলিশ সূত্রে খবর,  কাবুলে ভয়াবহ বিস্ফোরণে একাধিক মত্যু এবং আহত বহু। এদিন সন্ধ্যায় কাবুল গুরুদ্বারে পার্থনা চলাকালীনই এই বিধ্বংসী বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে অসংখ্য মৃত্যুর (Many Death) ঘটনা ঘটেছে, কিন্তু সেই সংখ্যা নির্দিষ্ট করে কিছু বলেনি। তালিবান ইনটেলিজেন্স অফিশিয়াল (Taliban Intelligence Official), রয়টার্সকে (Reuters) জানিয়েছে, এই বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এবং এই সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে। 


প্রসঙ্গত, একুশ সালে আফগানিস্তানে তালিবানরা পুনরায় ক্ষমতা আসতে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। এদিকে আগস্টের শুরুতেও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে কাবুলের বসতি অঞ্চলে একটি বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে মৃত্যু হয় একাধিক জনের। সন্ত্রাসবাদী সংগঠন ওই হামলার ঘটনা শিকারও করে নেয়। মসজিতে নমাজ পড়াকালিনই ওই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। তবে অগাস্টই নয়, তার আগেও চলতি বছরের এপ্রিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাবুলে একটি মসজিদ চত্বরে বোমা বিস্ফোরণ হয়েছে। হামলার ঘটনায় একাধিক জখম এবং মৃত। কাবুলের নিরাপত্তা সংক্রান্ত দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। জখম আরও অনেকে। বিস্ফোরণের কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনের সন্দেহ। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের দারুল-আমান এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে। সূত্রের খবর, যাঁরা আহত এবং যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা সকলেই প্রার্থনাকারী ছিলেন। স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশের দাবি, বিস্ফোরণের অভিঘাত যা ছিল তাতে আরও অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠন। 


আরও পড়ুন, ব্যাঙ্কে টাকা প্রকাশ্যে রেখেছিলেন অনুব্রত, কী করছিল আয়কর দফতর ? প্রশ্ন দেবাংশুর


গত মাসখানেকের মধ্যে বারবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। তার মধ্যে কাবুলেও বোমা বিস্ফোরণ হয়েছে। চলতি মাসেই কাবুলে একটি স্কুলে বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় একাধিক মৃত্যু হয়েছিল। যে স্কুলের চত্বরে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল, সেটি মূলত শিয়া অধ্য়ুষিত। তার আগে এপ্রিলের প্রথম সপ্তাহে পুল-ই-কিস্ত মসজিদে গ্রেনেড হামলা হয়। সেখানেও বেশ কয়েকজন জখম হয়েছিলেন। সেই সময়েই কয়েকদিন আগে-পরে কাবুলে গ্রেনেড হামলা হয়েছে। সেই ঘটনাতেও মারা গিয়েছিলেন একজন।