কলকাতা: আপাতত স্থিতিশীল রাজু শ্রীবাস্তব। আজ সংবাদসংস্থা পিটিআইকে শিখা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন রাজু। তাঁর চিকিৎসা চলছে ভালোভাবেই। চিকিৎসকেরা সবরকম চেষ্টা করছেন তাঁকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। সেইসঙ্গে শিখা আর্জি করেন, ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তিলোত্তমায় তাপসী পান্নু (Taapsee Pannu)। নতুন ছবি দোবারা (Dobaaraa)-র প্রচারে আজই কলকাতায় এসেছেন তাপসী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। সেখানে মিলেমিশে রয়েছে রহস্য, ভয় আর রয়েছে কল্পবিজ্ঞানের ছোঁয়া। আগামীকাল অর্থাৎ ১৯ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তাপসী ছাড়াও উপস্থিত ছিলেন একতা কপূর (Ektaa R Kapoor) ও পাভেল গুলাটি (Pavail Gulati)। বিনোদন নজর কাড়ল বিনোদন জগতের কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন। 


স্থিতিশীল রাজু শ্রীবাস্তব


 'রাজু একজন যোদ্ধা। ও লড়াই করছে। ও লড়াই করছে আমাদের মধ্যে ফিরে আসার জন্য। ও ঠিক ফিরে আসবে....' কথাগুলো যিনি বললেন, সমান লড়াই করছেন তিনিও। তবে শরীর নয়, মনের সঙ্গে। তিনি শিখা শ্রীবাস্তব (Shikha Srivastava)। কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)-এর স্ত্রী। আজ সংবাদসংস্থা পিটিআইকে শিখা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন রাজু। তাঁর চিকিৎসা চলছে ভালোভাবেই। চিকিৎসকেরা সবরকম চেষ্টা করছেন তাঁকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। সেইসঙ্গে শিখা আর্জি করেন, ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর কথায়, 'দয়া করে রাজুর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। আপনারা কেবল প্রার্থনা করুন রাজু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখনও পর্যন্ত রাজু লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন তাঁকে সারিয়ে তোলার। দয়া করে নেতিবাচক ভাবনা বা খবর ছড়াবেন না। কেবল প্রার্থনা করুন।'


কলকাতায় তাপসী-একতা-পাভেল


তিলোত্তমায় তাপসী পান্নু (Taapsee Pannu)। নতুন ছবি দোবারা (Dobaaraa)-র প্রচারে আজই কলকাতায় এসেছেন তাপসী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। সেখানে মিলেমিশে রয়েছে রহস্য, ভয় আর রয়েছে কল্পবিজ্ঞানের ছোঁয়া। আগামীকাল অর্থাৎ ১৯ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তাপসী ছাড়াও উপস্থিত ছিলেন একতা কপূর (Ektaa R Kapoor) ও পাভেল গুলাটি (Pavail Gulati)। আজ কলকাতায় তাপসী-পাভেল-একতাকে অভ্যর্থনা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ কলকাতাতেই আয়োজন করা হয়েছিল একটি স্পেশাল স্ক্রিনিংয়ের। সেখানে হাজির ছিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। কলকাতা (Kolkata) ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি (Mumbai, Chennai, and Delhi)-তে প্রচারে গিয়েছিল টিম 'দোবারা'।


দুবাই সফরে বনি-কৌশানী


কাজের ব্যস্ততা থেকে একটু ফুরসত নিয়েই ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন বাংলা ইন্ডাস্ট্রির রিয়েল লাইফ জুটি বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। দুবাই (Dubai)-এর খুঁটিনাটি ছবিতে ভরছে দুই তারকার ইনস্টাগ্রাম (Instagram)। আর শহরের রাস্তায় কখনও কার্টুন চরিত্রদের সঙ্গে আবার কখনও নিছক গানের সঙ্গে মজেছেন কৌশানি। হাতে একাধিক ছবি রয়েছে বনি ও কৌশানির। সদ্য মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি অন্তর্জাল (Antarjaal)। এরপর তাঁদের হাতে রয়েছে একাধিক ছবি যেমন শুভ বিজয়া (Subha Bijoya) ও ডাল বাটি চুরমা চচ্চড়ি (Daal Bati Churma Chacchari)। এর প্রত্যেকটিতেই নতুনভাবে দেখা যাবে বনি-কৌশানীকে। 


আরও পড়ুন: Debina Pregnancy: ৪ মাসের মধ্যে দ্বিতীয়বার অন্তঃসত্তা হওয়া নিয়ে কটাক্ষ, 'গর্ভপাত করাতাম?' বিস্ফোরক দেবিনা


'ধোকা: রাউন্ড ডি কর্নার' টিজার প্রকাশ্যে


মুক্তির অপেক্ষায় 'ধোকা রাউন্ড ডি কর্নার' (Dhoka Round D Corner)। দিন কয়েক আগে ছবির নির্মাতারা একটি অ্যানিমেটেড (Animated Video) ভিডিও-সহ ছবির মুক্তির তারিখ (Release Date) ঘোষণা করেন। প্রকাশ্যে আসে ছবির প্রথম কিছু ঝলক। এবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ছবির টিজার। বহু প্রতীক্ষার পর 'ধোকা রাউন্ড ডি কর্নার' ছবির টিজার প্রকাশ পেল। ছবির ঝলক প্রকাশ্যে আসতে যত না সাড়া ফেলেছিল এবার টিজার প্রকাশ্যে আসতে দর্শকদের সেই প্রত্যাশা দ্বিগুণ হয়েছে। এদিনের অনুষ্ঠানেও 'ধমাকা'র সঙ্গে প্রবেশ করেন কলাকুশলীরা। একটা বিশাল কাচের দরজা ভেঙে প্রবেশ করেন সকলে। 'ধোকা রাউন্ড ডি কর্নার' ছবিতে অভিনয় করেছেন আর. মাধবন (R Madhavan), অপারশক্তি খুরানা (Aparshakti Khurana), দর্শন কুমার (Darshan Kumaar) ও খুশালি কুমারকে (Khushalii Kumar)। কুকি গুলাটি পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।


'ব্রহ্মাস্ত্র'-র নতুন গানের ঝলক শেয়ার করলেন আলিয়া


প্রথমে ছবির টুকরো টুকরো অংশ আর এবার গান। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ব্রহ্মাস্ত্র (Bramhatra)-র নতুন গানের টিজার শেয়ার করে নিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। আর সেই গানে দেখা গেল ছবির নায়ক রণবীর কপূর (Ranbir Kapoor)-কে। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র-র নতুন গান ডান্স কা ভূত (Dance Ka Bhoot)। সোশ্যাল মিডিয়ায় সেই গানের ঝলকে লাল শার্টে দেখা গেল রণবীর কপূরকে। কখনও রাস্তার মধ্যে, কখনও উৎসবে জনগণের মধ্যে আবার কখনও মঞ্চে গানের তালে পা মেলালেন রণবীর। তবে গোটা গানে দেখা মিলল না আলিয়ার। 


'লক্ষ্মী ছেলে'-র পথনাটিকা


উইন্ডোজ (Windows)-এর নতুন ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)-র প্রচারে এই অভিনব আয়োজন করেছিল প্রযোজনা সংস্থাই। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র পরিচালনায় ২৫ অগাস্ট বড়পর্দায় আসতে চলেছে 'লক্ষ্মী ছেলে'। আর এই ছবির প্রচারেই এই পথনাটিকার আয়োজন করেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর সংস্থা। আজ এই পথনাটিকায় অংশগ্রহণ করেন ছবির মুখ্যচরিত্র উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। সঙ্গে ছিলেন ছবির অন্য দুই কেন্দ্রিয় চরিত্র পূরব ও ঋত্বিকা। সেইসঙ্গে ছিলেন টিম 'লক্ষ্মীছেলে'-র অন্য়ান্য সদস্যরাও। জানানো হয়েছে, আগামী কিছুদিন কলকাতার বিভিন্ন জনবহুল অঞ্চলে আয়োজন করা হবে এমনই পথনাটিকার। সেখানে নাটকের মাধ্যমে তুলে ধরা হবে ছবির বিষয়বস্তু থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক বার্তা। কেবল পথনাটিকা নয়, ছিল ছৌ-নাচের অনুষ্ঠানও।