কলকাতা: জন্মাষ্টমীতে কোথাও নতুন ছবির মুক্তি, কোথাও আবার উৎসবের আবহ। এর মধ্যেই নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন দেব (Dev)। অবশ্য ঘোষণা হয়েছিল আগেই, জন্মাষ্টমীতে কাছের মানুষের পোস্টার মুক্তি পাবে একথা জানিয়েছিলেন দেব নিজেই। আর আজ সকালে সোশ্যাল মিডিয়ায় জোড়া পোস্টার শেয়ার করে নিয়েছেন অভিনেতা। এখনও শারীরিক সংকট কাটেনি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য সম্পর্কে একাধিক ভুয়ো খবর ছড়িয়েছে। এই বিষয় নিয়ে গতকাল মুখ খুলেছিলেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তব (Sikha Sribastav)। আর আজ রাজুর ভাই এই বিষয়ে মুখ খুললেন। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর দেখে নিন বিনোদনের সারাদিন। 


রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্য সম্পর্কে ভুয়ো খবর রটানোয় ক্ষুব্ধ ভাই দীপ


এখনও শারীরিক সংকট কাটেনি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য সম্পর্কে একাধিক ভুয়ো খবর ছড়িয়েছে। এই বিষয় নিয়ে গতকাল মুখ খুলেছিলেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তব (Sikha Sribastav)। আর আজ রাজুর ভাই এই বিষয়ে মুখ খুললেন। আজ সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ৩ মিনিটের ভিডিও পোস্ট করেছেন দীপ শ্রীবাস্তব। সেখানে তিনি রাজুর শারীরিক অবস্থার খবর দেন। এখনও সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছেন কমেডিয়ান। সেইসঙ্গে গুজব ছড়ানোর বিষয়েও মুখ খোলেন দীপ। যাঁরা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, তাঁদের নির্লজ্জ বলেও কটাক্ষ করেন দীপ। 


'পাকা দেখা'-র ট্রেলার


দুটি মানুষ যেন দুই পৃথিবী। একজন এক্কেবারে কড়া, নিয়মমাফিক, পড়াশোনায় ভালো, চাকুরীজীবী... অন্যজন আবার উল্টো। রাত গড়ালেই পার্টি, মদ আর বন্ধু... কেমন হবে এমন ২টো মানুষের যদি বিয়ে হয়? এই গল্পকেই পর্দায় ফুটিয়ে তুলবেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee)। ছবির নাম পাকা দেখা (Paka Dakha)। আজ মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রেমেন্দু বিকাশ চাকির (Premendu Bikash Chaki) পরিচালনায়, সোহম চক্রবর্তী ও শুভমের (Soham Chakraborty and Subham) পরিবেশনায় আসছে নতুন ছবি 'পাকা দেখা'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), লাবণী সরকার (Laboni Sarkar), সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), দোলন রায় (Dolon Roy)ও দীপঙ্কর দে (Dipankar Dey)-কে। ছবিটির প্রযোজনা করছে 'সোহমস এন্টারটেনমেন্ট' ও 'সোনম মুভিস' (Soham's Entertainment and Sonom Movies)। 


 


আরও পড়ুন: Shreya Ghoshal: 'লাড্ডু গোপাল' দিব্যানকে নিয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা শ্রেয়ার


 


ওটিটিতে 'শামশেরা'


১৯ অগাস্ট জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেয়েছে রণবীর কপূর অভিনীত 'শামশেরা'। 'যশ রাজ ফিল্ম'-এর চতুর্থ ছবি এটি যা অ্যামাজন প্রাইমে মুক্তি পেল। এর আগে জয়েশভাই জোরদার, সম্রাট পৃথ্বীরাজ, বান্টি অউর বাবলি ২ প্রিমিয়ার হয়েছিল এই প্ল্যাটফর্মে। অ্যাকশন ঘরানার ছবি 'শামশেরা'-এ দ্বৈত চরিত্রে দেখা গেছে রণবীর কপূরকে। বল্লি ও তাঁর বাবা শামশেরার চরিত্রে দেখা গেছে তাঁকে। ছবির গল্প মূলত কাল্পনিক এক শহর কাজাকে কেন্দ্র করে তৈরি। যেখানের বাসিন্দারা যোদ্ধা। সেই যোদ্ধা জাতিকে শুদ্ধ সিংহ অত্যাচার করে, দাস বানিয়ে বন্দি অবস্থায় রেখেছে। এই বন্দি জাতির হয়ে প্রতিনিধিত্ব করে অত্যাচারের হাত থেকে তাঁদের বাঁচানোর নিরন্তর চেষ্টা করে চলে শামশেরা। তাঁদের হৃত গৌরব ও স্বাধীনতা ফেরানোর চেষ্টা করে। 'লার্জার দ্যান লাইফ' এই ছবি গোটা পৃথিবীর দেখার জন্য চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্মে। তামিল, তেলুগু ও হিন্দিতে দেখা যাবে এই ছবি। 


আরও পড়ুন: 'Liger' Sequel: 'লাইগার' মুক্তির আগে ছবির দ্বিতীয় ভাগের ঘোষণা করলেন বিজয় দেবেরাকোন্ডা


 


'কাছের মানুষ'-এর পোস্টার প্রকাশ্যে


জন্মাষ্টমীতে কোথাও নতুন ছবির মুক্তি, কোথাও আবার উৎসবের আবহ। এর মধ্যেই নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন দেব (Dev)। অবশ্য ঘোষণা হয়েছিল আগেই, জন্মাষ্টমীতে কাছের মানুষের পোস্টার মুক্তি পাবে একথা জানিয়েছিলেন দেব নিজেই। আর আজ সকালে সোশ্যাল মিডিয়ায় জোড়া পোস্টার শেয়ার করে নিয়েছেন অভিনেতা। শুধু তিনিই নন, টিম 'কাছের মানুষ' অর্থাৎ ইশা সাহা (Ishaa Saha), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-ও শেয়ার করে নিয়েছেন নিজেদের লুকের পোস্টার। এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা গিয়েছিল, লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব।


কালীঘাটে পুজো তাপসী-পাভেলের


রাতে ছবির বিশেষ স্ক্রিনিং, পার্টির আয়োজন , সকালে কালীঘাটে পুজো, জমজমাট তাপসী পান্নু (Taapsee Pannu), অনুরাগ কশ্যপ (Anurag Kashyap), একতা কপূর (Ektaa R Kapoor) ও পাভেল গুলাটি (Pavail Gulati)-র কলকাতা সফর । আজ মুক্তি পেয়েছে তাপসীর নতুন ছবি দোবারা (Dobaaraa) । আজ সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তাপসী ও পাভেল । হালকা সবুজ সালোয়ার কামিজ পরেছিলেন তাপসী । সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন পাভেল । জবার মালা, ফুল প্রসাদে কালীঘাটে পুজো দেন দুজনেই । কপালে সিঁদুরের টিপ, হাসি মুখে তাপসী-পাভেল মন্দির থেকে বেরিয়ে কথাও বলেন সাংবাদিকদের সঙ্গে ।