কলকাতা: তিনি 'ইন্ডাস্ট্রি'। আর তাঁর ৬০ তম জন্মদিনে ইন্ডাস্ট্রি থেকে শুভেচ্ছা আসবে না তাও কি হয়! নবীনরা তো বটেই, তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন বয়জ্যেষ্ঠরাও। আর এই তালিকায় সর্বাগ্রে রইলেন তাঁর বাবা। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। ভিডিও বার্তার মাধ্যমে উৎসব বাড়িতে এসে পৌঁছল শুভেচ্ছাবার্তা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বার্তা বার্থ ডে বয় (Birthday Boy) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। গোটা বাংলা ভাসছে আনন্দ জোয়ারে। তার মধ্যেই টলিউডে জোড়া ধামাকা। আজ, মহা পঞ্চমীর দিন, ৩০ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেব ও প্রসেনজিতের বহু প্রতীক্ষিত ছবি 'কাছের মানুষ'। আর পুজোর মরসুমে হলে কেমন ভিড় হল দর্শকদের। গোটা দিনে আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
মুক্তি পেল 'কথামৃত'-র ট্রেলার
এই ছবির কেন্দ্রীয় চরিত্রের কোনও সংলাপ নেই, তাই কি সেই খামতি পূরণ করে দিল মনভরানো সুর? সদ্য মুক্তি পাওয়া কথামৃত (Kothamrito)-র ট্রেলারে যেমন রইল অসম্পূর্ণ এক দাম্পত্যের সম্পূর্ণ গল্প, তেমনই রয়ে গেল মন ছোঁয়া সুর। আজ মুক্তি পেল জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) পরিচালিত ছবি কথামৃত (Kothamrito)-র ট্রেলার (Trailer)। এই ছবির সৌজন্যেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) আর কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। এই ছবির গল্প অনুযায়ী, কথা বলতে পারেন না কৌশিক। আর তাই একটি ছোট্ট লাল ডায়েরিতে নিজের মনের কথা লিখে রাখেন তিনি। সেই ডায়েরিরই নাম 'কথামৃত'। ট্রেলারের শেষে একটা ভারি সুন্দর সন্ধিবিচ্ছেদ শোনা যায় এই ছবির নামের। কথা না বলেও সে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় দাম্পত্য, একজনের কথা বলা যায় দুজনে... সেই গল্পই শোনাবে কথামৃত।
মেহেন্দির ছবি পোস্ট রিচা চাড্ডার
করোনা পরিস্থিতির কারণে বিয়ে পিছিয়ে গিয়েছে। নাহলে আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হতেন বলিউডের দুই তারকা রিচা চাড্ডা (Richa Chaddha) এবং আলি ফজল (Ali Fazal)। বেশ কিছু সাক্ষাৎকারে দুই তারকাই জানিয়েছিলেন যে, ২০২০ সালেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা অতিমারির কারণে তা পিছিয়ে গিয়েছে। অবশেষে আলি ফজলের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন রিচা। আগামী ৬ অক্টোবর বিয়ে তাঁদের। তার আগে আজ সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে মেহেন্দির ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।
'হামি ২'-র ঝলক প্রকাশ্যে
ফের পর্দায় লাল্টু মিতালি জুটি। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)-একবার বলেছিলেন, 'লাল্টু মিতালি জুটির নাকি এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে।' সেই কথা রেখেই পর্দায় ফিরছেন লাল্টু-মিতালি। সৌজন্যে 'হামি ২' (Haami 2)। সম্প্রতি 'হামি ২' -এর তিন খুদের সঙ্গে আলাপের আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)। বিশ্বকর্মা পুজোর দিন 'হামি'-র ঘুড়ি উড়িয়ে নতুন ছবির সফর শুরু করলেন তাঁরা। আর আজ প্রকাশ্যে আনা হয়েছে এই ছবির ঝলক। এবার পেশা বদলেছে লাল্টুর। সে এবার কমোড বিক্রেতা!
'ওগো বিদেশিনী'-র ট্রেলার
বাঙালি মা, তাঁর ছেলে আর এক বিয়ের গল্প। কথায় বলে, ছেলেরা নাকি মা ঘেঁষা হয়। এই গল্পও কিছুটা তেমন। কিন্তু সেই গল্পে যদি থাকে এক বিদেশিনী? মুক্তি পেল অংশুমান প্রত্যুষ (Angshuman Prattyush) পরিচালিত, অঙ্কুশ হাজরা (Ankush Hazra), অ্যালেকজান্ড্রা টেলর (Alexandra Taylor), মানসী সিংহ (Manashi Sinha), শান্তিলাল মুখোপাধ্যায় (Shaantilal Mukherjee) ও রাজনন্দিনী পাল (Rajnandini Paul)-এর নতুন ছবি ওগো বিদেশিনী (Ogo Bideshini)-র ট্রেলার (Trailer)। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন.. এক বিদেশিনীর প্রেমে পড়েন গল্পে অঙ্কুশের চরিত্র। কিন্তু তাঁর মা বাঙালি বাড়ির আর ৫টা ঘরোয়া মায়েদের মতো। ঘরোয়া, কুসংস্কারে বিশ্বাসী, ছেলের প্রতি অত্যন্ত স্নেহপরবশ। কিন্তু কোন এক ম্যাজিকে সেই মেয়ের সঙ্গেই বন্ধুত্ব হয়ে যায় মানসীর চরিত্রের।
আরও পড়ুন: Devline Kumar: জিমেও পুজোর আমেজ, কত্থকের ছন্দের সঙ্গে ভারোত্তলন করছেন দেবলীনা!
'ইন্ডাস্ট্রি'-র জন্মদিনে..
তিনি 'ইন্ডাস্ট্রি'। আর তাঁর ৬০ তম জন্মদিনে ইন্ডাস্ট্রি থেকে শুভেচ্ছা আসবে না তাও কি হয়! নবীনরা তো বটেই, তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন বয়জ্যেষ্ঠরাও। আর এই তালিকায় সর্বাগ্রে রইলেন তাঁর বাবা। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। ভিডিও বার্তার মাধ্যমে উৎসব বাড়িতে এসে পৌঁছল শুভেচ্ছাবার্তা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বার্তা বার্থ ডে বয় (Birthday Boy) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ ৬০-এ পা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ যে ভিডিওটি শেয়ার করে নিলেন, সেখানে শুভেচ্ছা জানিয়েছেন বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বোন পল্লবী চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক সহ অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে খুশি প্রকাশ করলেন প্রসেনজিৎ। আজ মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'কাছের মানুষ' (Kacher Manush)। এই ছবিতে প্রসেনজিতের সঙ্গে রয়েছেন দেব (Dev)। রয়েছেন ইশা সাহা (Ishaa Saha)।
ভিড় প্রসেনজিৎ-দেব ও 'কাছের মানুষ'দের
প্রথম মোশন পোস্টার মুক্তির পর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। এরপর একে একে ছবির টিজার, ট্রেলার, গান মুক্তির সঙ্গে সঙ্গে সেই আগ্রহ বাড়তে থাকে। এবার ৩০ সেপ্টেম্বর, ছবির 'অগ্নিপরীক্ষা'। প্রথম শো শুরুর আগে হলের সামনে পৌঁছে দেখা গেল, অনুরাগীদের ভিড় ও উন্মাদনার অন্ত নেই। কেউ দেবের ছবির প্রথম শো মিস করেন না তো কেউ বুম্বা দার 'ডাই হার্ড' ফ্যান। ফলে পুজোর মরসুমেও ঠাকুর দেখা খানিকক্ষণের জন্য থামিয়ে প্রেক্ষাগৃহ হাউসফুল করতে হাজির তাঁরা। এক দর্শকের কথায়, 'পুজোয় বাংলা ছবি মাস্ট। আর দেব এখন যেরকম অন্য ঘরানার ছবি তৈরি করছেন তা সত্যিই নজর কাড়ার মতো। ফলে ঠাকুর দেখার মাঝেই সিনেমা দেখতেই হবে।' এক বয়স্ক দম্পতি যেমন দেবের কোনও ছবিই প্রেক্ষাগৃহে মিস করেন না। তাঁরাও হাজির। ঝাঁ চকচকে সাজে, নিজেদের 'কাছের মানুষ'দের সঙ্গে নিয়ে এসেছেন অনেকেই।