কলকাতা: এই অভিনেত্রী ফিটনেস ফ্রিক । পুজোর দিন হোক বা অন্য কোনও উৎসব, জিম তাঁর রোজকার তালিকায় থাকবেই। কিন্তু পুজোর মধ্যের শরীরচর্চা কি একটুও অন্যরকম হবে না ? নাচের তালে জিম করায় মজলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar) ।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন দেবলীনা । সেখানে দেখা যাচ্ছে, সাদা আনারকলি চুড়িদার পরে তিনি পৌঁছে গিয়েছেন জিমে। কোথায় তাঁর জিমের বাঁধা ধরা পোশাক ! সাবেকি সাজে জিমে নজর কাড়ছেন নায়িকা। মাথায় টপ নড ও নো মেকআপ লুকে দেবলীনা অপরূপা । ভারোত্তলনে ব্যস্ত তিনি । কিন্তু নিজের ছন্দেই সেই ভারোত্তলনের মিশিয়ে ফেলেছেন কত্থকের স্টেপ । একবার নাচের তাল আর একবার জিমের ভারোত্তলন, দেবলীনার স্টাইলে মুগ্ধ নেটদুনিয়াও । 


আরও পড়ুন: Prosenjit Chatterjee Birthday: 'ইন্ডাস্ট্রি'-র জন্মদিনে শুভেচ্ছা জানাল গোটা ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন প্রসেনজিৎ


তবে এই প্রথম নয়, এর আগেও পুজোর সময় শাড়ি পরে জিমে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই ভিডিওতে অবশ্য দেখা গিয়েছিল, দেবলীনাকে জিমে সাহায্য করছেন গৌরব। 


আজকের ভিডিওর ক্যাপশানে দেবলীনা মিশিয়ে দিয়েছেন ৪ 'ডি'-কে। দুর্গা, ডান্স, ডেডলিফ্ট ও দেবলীনা। 


আপাতত ছোটপর্দায় দেখা যাচ্ছে রাইমাকে। 'সাহেবের চিঠি' ধারাবাহিকের খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। ছোটপর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করছেন দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায় (Gaurab Chatterjee)। এর আগে একটি ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দেবলীনা। তবে এইবার সম্পূর্ণ অন্য লুকে দেখা যাচ্ছে তাঁকে।