কলকাতা: আজ বিজয়া দশমী। মণ্ডপ থেকে শুরু করে বারোয়ারি, আবাসন, সিঁদুর খেলায় মাতলেন টলিউডের নায়িকারা। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি ডোনা গঙ্গোপাধ্যায়। দিনভর বিনোদন জগতে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়
চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। তাঁকে দেখতে হাসপাতালে যান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । গতকাল রাতের থেকে এখন ডোনার পরিস্থিতি তুলনামূলক ভাল বলে জানা গিয়েছে । তবে সৌরভ-পত্নীর অসুস্থতায় বেহালার বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। দশমীতে মন খারাপ করা খবর সৌরভের বাড়িতে । জানা গিয়েছে, নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা । সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে প্রথমে অনুমান করেন চিকিৎসকেরা । সেই মতো ডেঙ্গি পরীক্ষা করানো হয় ডোনার । কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি । এর পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা । তার পর জানা যায়, আসলে চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী । তার পর ডেঙ্গির চিকিৎসা শুরু হয় তাঁর। বুধবার সকালে ডোনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে ।
পুজোয় ত্রিশূরে ঋতাভরী
পুজোর শুরুটা হয়েছিল খুদেদের মধ্যে পোশাক বিতরণ দিয়ে। আর নবমী নিশিতে ত্রিশূরে হাজির হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। একটি বিপণী সংস্থার উৎসবে হাজির হয়েছিলেন ঋতাভরী, আর সেখান থেকেই বলিউড অভিনেত্রীর সঙ্গে ছবি ভাগ করে নিলেন ঋতাভরী। প্রতিবছরই এই অনুষ্ঠানে সামিল হন ওই বিপণির সমস্ত মুখেরা। এই অনুষ্ঠানের অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল ঋতাভরীর। অভিনেত্রীর আশা ছিল, এই বছরেও বলিউডের শাহেনশাহের সঙ্গে দেখা হবে অভিনেত্রীর। তবে এখনও পর্যন্ত অমিতাভের সঙ্গে কোনও ছবি শেয়ার করেননি ঋতাভরী।
সিঁদুরখেলায় মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
লাল শাড়ি, সিঁদুরে রাঙা মুখ, বিষাদের সুরের মধ্যেও যেন আলো ছড়াচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র হাসি। সোশ্যাল মিডিয়ায় সিঁদুরখেলার ছবি ভাগ করে নিলেন নায়িকা। ঢাকের বোলে উমা-বিদায়ের সুর। সেই মন খারাপের মধ্যেই বিজয়ার শুভেচ্ছা বিনিময়, প্রণাম, কোলাকুলি, একে অন্যকে মিষ্টিমুখ করানোর পালা। আর বিষাদের মধ্যেই সুরুচি সংঘে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঁদুরে রাঙা হলেন, পা মেলালেন ঢাকের তালে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা।
দশমীতে সিঁদুর, শাঁখা-পলায় নজরকাড়া নুসরত
বাই যখন লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন, তখন তিনি বাছলেন এক্কেবারে অন্য পোশাক। লাল সাদা ঝলমলে লেহঙ্গা, সঙ্গে ভারি গয়না। শাঁখা, পলা, সিঁদুরে নজরকাড়া নুসরত জাহান (Nusrat Jahan)। সবাই যখন কলকাতার মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সিঁদুরখেলায়, তখন বাওয়ালি রাজবাড়ি থেকে সিঁদুরখেলার ছবি শেয়ার করলেন নায়িকা। লাল ফুলহাতা কাজকরা ব্লাউজের সঙ্গে মানানসই সাদা লেহঙ্গা, ওড়নায় ঝলমলে সোনালি.. নুসরতের বিজয়া সাজে অন্যরকম ছোঁয়া। খোলা চুলে সৌন্দ্যর্য্য যেন বাড়িয়ে দিয়েছে সিঁথি ভরা সিঁদুর। গালেও আলতো সিঁদুরের ছোঁয়া নুসরতের। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত। ভারি গয়নায় নুসরত নজরকাড়া।
আরও পড়ুন:Subhasree Ganguly: দশমীতে শুভশ্রীর শাড়িতে পছন্দের লাল রঙ, মাতলেন সিঁদুরখেলাতেও
সিঁদুরখেলা, ধুনুচি নাচ, পাওলি যেন ঘরের মেয়ে
লাল পাড় সাদা শাড়ি, সিঁদুরে রাঙা মুখ, আবাসনের পুজোয় অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam) যেন ঘরের মেয়ে। বালিগঞ্জ সার্কুলার রোডের একটি আবাসনে দেবীবরণ করলেন অভিনেত্রী পাওলি। শুধু কী তাই? ধুনুচি হাতে পাওলিকে পাওয়া গেল নাচের ছন্দেও। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পাওলি দাম জানালেন, প্রতি বছরই এই পুজোয় হাজির হন তিনি। অঞ্জলি থেকে শুরু করে পুজোর কাজ, সবেতেই হাত লাগান পাওলি। প্রায় ৫০ বছরের পুরনো এই পুজো। এই বছরও বাকি সব বছরের মতোই সিঁদুরখেলা, ধুনুচি নাচে মাতেন পাওলি। প্রতি বছর নাকি আবাসনের সবার অনুরোধ থাকে, সন্ধিপুজো আর ধুুনুচি নাচে যেন অংশ নেন পাওলি। সেই মতো এবারেও সিঁদুরে রাঙা হলেন পাওলি, পা মেলালেন ধুনুচি নাচে। বিদায়বেলায় মায়ের কানে কানে সবার ভালোই চাইলেন পাওলি। বাকিটা? পাওলি হেসে বললেন.. 'সিক্রেট'
দেবীবরণ শেষে সিঁদুরখেলায় মাতলেন কোয়েল
বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। আনন্দে উচ্ছ্বাসের মাঝেই মিশেছে বিষণ্ণতার সুর৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। এরপর মা-কে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ ৷ বাঙালির চিরাচরিত রীতি। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷ একই সুর মল্লিক বাড়িতেও। ঢাকের বাদ্যি, সিঁদুরখেলায় পাতলেন মল্লিক বাড়ির (Mallick Bari) পরিবারের সদস্যরা৷ প্রতিবারের মতো এবারও পারিবারিক রীতি-নীতি মেনে হাসিমুখেই দেবী দুর্গাকে বিদায় জানালেন তাঁরা৷ এদিন পরিবারের সকলের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বিসর্জনের আগে ঢাকের তালে নাচতে দেখা গেল রঞ্জিত মল্লিককেও (Ranjit Mallick)। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে পা মেলালেন অভিনেতাও।