১৬ জুন মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। প্রথম দিন থেকেই একাধিক সমালোচনার (criticism) মুখে পড়ছে এই ছবি। 'আদিপুরুষ' ছবির কিছু সংলাপ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক (Adipurush Dialogue Row)। এই আবহে ইতিমধ্যেই নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে (Kathmandu) 'আদিপুরুষ' সহ সমস্ত হিন্দি ছবি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার সেই পথেই হাঁটল নেপালের অন্যতম পর্যটন শহর পোখারা (Pokhara)। বিতর্কের মুখে 'আদিপুরুষ'। ছবিতে সীতাকে 'ভারতের কন্যা' বলা সহ একাধিক সংলাপের বিরোধিতা করে নেপালের কাঠমাণ্ডু ও পোখারায় নিষিদ্ধ করা হয়েছে এই ছবি। শুধু এই ছবিই নয়, সমস্ত হিন্দি ছবিই নিষিদ্ধ করা হয়েছে। কাঠমাণ্ডুর ১৭টি প্রেক্ষাগৃহে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সেখানে কোনও হিন্দি ছবি না দেখানো হয়, তা নিশ্চিত করতে।
'আদিপুরুষ'-কে 'রামায়ণের অপমান' বলে উল্লেখ 'শক্তিমান'-এর
'আদিপুরুষ' (Adipurush) আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। দর্শকেরা তো বটেই, ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রীও। সম্প্রতি এই ছবি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। ছোটপর্দার 'শক্তিমান' চরিত্রে যিনি জনপ্রিয় আট থেকে আশির মধ্যে। সম্প্রতি ওম রাউতের (Om Raut) পরিচালিত ছবিকে তিনি 'হতাশাজনক রামায়ণ' (disrespecting Ramayana) বলছে উল্লেখ করেছেন। সম্প্রতি, ইউটিউব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ বলেছেন, 'রামায়ণের জন্য 'আদিপুরুষ'-এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। ছবিটা দেখে মনে হচ্ছে, রামায়ণ সম্পর্কে পরিচালক ওম রাউতের কোনও জ্ঞানই নেই। আর আমাদের মধ্যে তো একজন বিশাল বড় বুদ্ধিজীবী রয়েছেনই, ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাশীর শুক্লা (Manoj Muntashir Shukla). উনি তো রামায়ণটাকে কলিযুগে এনে ফেলেছেন। ওঁর লেখা বোকা, অর্থহীন সংলাপ, ঘুম পেয়ে যাওয়ার মতো চিত্রনাট্য গোটা ছবিটাকে যেন একটা ঘুমের ওষুধ বানিয়ে দিয়েছে। এই ছবিটার সঙ্গে আর যাই হোক.. রামায়ণের কোনও সম্পর্ক নেই।'
'সাধারণ মানুষের ভাবাবেগকে আঘাত করার অধিকার কারও নেই', 'আদিপুরুষ' সম্পর্কে অনুরাগ ঠাকুর
বিতর্কের জেরে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবির সংলাপ বদলানোর। আর এবার, ওম রাউত (Om Raut) পরিচালিত এই ছবি নিয়ে এবার মুখ খুললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর (Information and Broadcasting Minister Anurag Thakur)। তাঁর কথায়, 'মানুষের ভাবাবেগকে আঘাত করার অধিকার কারও নেই।' সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Shanon) অভিনীত ছবি আদিপুরুষ (Adipurush)। আর এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। আর সেই জেরেই, ছবির সংলাপ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএনআই সূত্রে খবর, আজ এই বিষয় নিয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, 'সেন্সর বোর্ড এই ছবির সংলাপ বা দৃশ্য বদলানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ছবির পরিচালক ও চিত্রনাট্য লেখকও রাজি হয়েছেন এই বদলগুলি আনতে। মানুষের ভাবাবেগকে আঘাত করার অধিকার কারও নেই।' তিনি আরও জানান, তিনি নিজে নজর রাখবেন যাতে কারও আবেগে আঘাত না লাগে।
'আদিপুরুষ'-কে হলিউডের কার্টুন বানিয়ে দেওয়া হয়েছে', এবার মুখ খুললেন 'রাম' অরুণ গোভিল
এতদিন সবাই তাঁর অভিনীত 'রামায়ণ' (Ramayana)-র সঙ্গে তুলনা টানছিলেন আদিপুরুষ (Adipurush)-এর। আর এবার, সেই বিতর্কে নিজেই মুখ খুললেন ধারাবাহিকের পর্দার রাম ওরফে অভিনেতা অরুণ গোভিল (Arun Govil)। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ওম রাউতের (Om Raut)-এর পরিচালিত এই ছবিকে 'হলিউডের কার্টুন' বলে চাঁচাছোলা ভাষায় কার্যত আক্রমণ করলেন। প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Shanon) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত বিতর্কে জ্বরজরিত। এই ছবির দৃশ্যায়ণ, ভাষা, সংলাপ, চিত্রনাট্য.. সবকিছু নিয়েই প্রবলভাবে সমালোচনা, বিতর্কের মুখে পড়তে হচ্ছে ছবির কলাকুশলীদের। আর সেই বিতর্কের ঝাঁঝ এতটাই যে ছবির চিত্রনাট্যকারকে পুলিশি প্রহরা পর্যন্ত নিতে হয়েছে। আর বারে বারে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে উঠে এসেছে রামানন্দ সাগরের রামায়ণের তুলনা। আর এবার, এবিপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে 'আদিপুরুষ' নিয়ে মুখ খুললেন ছোটপর্দার রাম অরুণ গোভিল। সাক্ষাৎকারের মধ্য়ে তিনি এই ছবিকে 'হলিউডের কার্টুন' পর্যন্ত বললেন। এই ছবি নিয়ে অরুণ বলেন, 'এই ছবি নিয়ে মানুষ নিজের রায় ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। এত বছর ধরে আমরা যে রামাণয়কে চিনেছি, জেনেছি, সেই রামায়ণের চিত্রনাট্যে এত পরিবর্তন করার ঠিক কী কী দরকার পড়েছিল? হয়তো নির্মাতাদের ভগবান রাম ও সীতার ওপর ভরসা ছিল না। আর সেই কারণেই এই ধরণের গল্প পরিবর্তনের সিদ্ধান্ত।'
বলিউডই কি ঠিকানা হতে চলেছে প্রসেনজিতের?
'জুবিলি' (Jubilee)-তে অভিনয়ের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে বিশেষ সম্মান। মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হল অভিনেতাকে। আর সেখানেই তিনি ক্যামেরাবন্দি হলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), রাজকুমার রাও (Rajkumar Rao), অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)-র মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার নিয়েছেন অভিনেতা। এদিন জুবিলির সহ অভিনেত্রী অদিতির পাশেই বসেছিলেন প্রসেনজিৎ। অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা হতেই তাঁকে করমর্দন করে শুভেচ্ছা জানান রাজকুমার। অনুষ্ঠানের পরে মনোজ বাজপেয়ীর সঙ্গে খোশগল্পে মাততেও দেখা যায় অভিনেতাকে। ওটিটিকে ছকভাঙা অভিনয়ের ক্যাটেগরিতে সেরা হিসেবে মনোনীত হয়েছেন বাংলার এই প্রথম শ্রেণীর তারকা। আপাতত বাংলা ও মুম্বইতে যাতায়াত লেগেই রয়েছে 'বুম্বা'-র। তিনি জুবিলি ওয়েবসিরিজের জন্য় দীর্ঘদিন মুম্বইতে ছিলেন। এরপরে সেই ছবির প্রচারের কাজে ব্যস্ত ছিলেন তিনি। আর তারপরে নতুন সিরিজ 'স্কুপ'-এও অভিনয় করেছেন প্রসেনজিৎ। এরপর বিভিন্ন কাজে যাতায়াত লেগেই রয়েছে অভিনেতার। আর সদ্য এই অ্যাওয়ার্ড শো-এর সৌজন্যে বলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে প্রশ্ন করেছেন, এবার কি বলিউডেই বেশি দেখা যাবে প্রসেনজিৎকে? সেই উত্তর না পাওয়া গেলেও এটুকু বলা যায়, টলিউডেও আপাতত একাধিক কাজে দেখা যেতে চলেছে প্রসেনজিৎকে।