কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan) গালে অতর্কিতে চুম্বন অনুরাগীর! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিতর্ক। অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty)-র জুহুর বাড়িতে ডাকাতি! আপাতত গোটা পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সেই ছবিও। আর সেই সুযোগেই জুহুর বাড়িতে ডাকাতি হয়েছে। খোয়া গিয়েছে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র। ঘটনায় ইতিমধ্যেই দায়ের করা হয়েছিল পুলিশি অভিযোগ। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


 


শাহরুখের গালে অতর্কিতে চুম্বন


শাহরুখ খানের (Shah Rukh Khan) গালে অতর্কিতে চুম্বন অনুরাগীর! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিতর্ক। সদ্য দুবাইতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ খান। নিজস্ব ছন্দে তখন মঞ্চ মাতিয়ে দিয়েছেন কিং খান। স্বভাবতই অনুরাগীরা উচ্ছ্বসিত। হঠাৎই শাহরুখের কাছে সেলফির আবদার করেন কিছু অনুরাগী। তাঁরা মঞ্চে উঠে আসেন বাদশের সঙ্গে সেলফি তুলতে। আর তাঁদের সঙ্গে মঞ্চে আসেন এক জনৈক তরুণী। সবার সঙ্গেই হেসে কথা বলছিলেন শাহরুখ। হঠাৎ এক তরুণী শাহরুখকে নিজের কাছে টেনে নিয়ে তাঁর গালে চুম্বন করেন। অতর্কিত এই চুম্বনে অবাক হন শাহরুখও। তারপর হাসি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সোশ্যাল মিডিয়া কিছু ভোলে না। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর সেটা দেখেই অনুরাগীরা চটেছেন ওই জনৈক তরুণীর ওপর। তাঁদের মতে, এমন অতর্কিতে শাহরুখকে চুম্বন করা একেবারেই অনুচিত। এর মধ্যে 'কুল' হওয়ার কিছু নেই। অনেকই আবার রেগে গিয়ে মন্তব্যই করে বসেছেন, 'ওই মহিলাকে জেলে পুরে দেওয়া হোক'। বাদশাকে ছুঁয়ে দেখার ইচ্ছা এই পৃথিবীর অগণিত মানুষের... এ আর নতুন কথা কি। কিন্তু এই অতর্কিত চুম্বনের ঘটনায় বেশ চটেছেন শাহরুখ অনুরাগীরা। যদিও ভিডিওতে শাহরুখ ও মহিলার হাত ছাড়িয়ে সরে আসলেও কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখাননি।


 


শিল্পা শেট্টির জুহুর বাড়িতে ডাকাতি


 অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty)-র জুহুর বাড়িতে ডাকাতি! আপাতত গোটা পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন সেই ছবিও। আর সেই সুযোগেই জুহুর বাড়িতে ডাকাতি হয়েছে। খোয়া গিয়েছে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র। ঘটনায় ইতিমধ্যেই দায়ের করা হয়েছিল পুলিশি অভিযোগ। আর এবার সেই অভিযোগের ভিত্তিতে ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদও। তবে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি কোনও মূল্যবান সামগ্রীই, চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগেই। জন্মদিন কাটানোর জন্য স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে মেয়েদের নিয়ে ইতালি পাড়ি দিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। আর এই ছুটি কাটানোর মধ্যেই ঘটে গিয়েছে অঘটনটি। 


 


বিয়ের পরে আশিস-রূপালির একান্ত ছুটিযাপন


তাঁর বিয়ে নিয়ে বিতর্ক, বিদ্রুপে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। সেই বিতর্কের ঝাঁঝ এতটাই যে, সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অভিনেতাকে বিবৃতি দিতে হয়েছিল, কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন। তিনি আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। সম্প্রতি রূপালি বড়ুয়ার (Rupali Barua)-র সঙ্গে কলকাতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা। কিন্তু কেন আশিসের বিয়ে নিয়ে এত বিতর্ক? রূপালি আশিসের দ্বিতীয় স্ত্রী। ৫৭ বছর বয়সে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে অনেক কথা হলেও নিজের মতামত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন আশিস। তাঁর দ্বিতীয়া স্ত্রী রূপালি বড়ুয়া একজন স্বনির্ভর নারী। আশিসের দাবি, রূপালির সঙ্গে তাঁর আলাপ, বন্ধুত্ব যেন তাঁকে জীবনের নতুন দিশা দেখিয়েছিল। একটি সাক্ষাৎকারে নিজের বিয়ে ও তারপরে কটূক্তির স্বীকার হওয়া নিয়ে অভিনেতা বলেন, 'আমি দ্বিতীয় বিয়ের পরে প্রচুর কুরুচিকর কথা, কটূক্তি শুনেছি। কেবলমাত্র বয়স বেশি বলে আমরা একে অপরের দিকে এত কটূক্তি ছুঁড়ে দিচ্ছি! আর এই কথাগুলো যখন আমরা অন্যকে বলছি, তখন মনের অন্দরে আমরা নিজেদের জন্যও একটা গন্ডি টেনে দিচ্ছি যে আমার বয়স হয়ে গিয়েছে, এই এই কাজগুলো আমার জন্য শোভন ন। শুধুমাত্র বয়স বেড়েছে বলে কি একটা মানুষ খুশি থাকার অধিকারও হারিয়ে ফেলে! একজন মানুষ যদি একটা সঙ্গী চায়, সেটা কী অপরাধ?'


 


রাখী-মিকার বিতর্কিত চুম্বনকাণ্ডের মামলাকে বাতিল বলে ঘোষণা করল আদালত


১৭ বছর পরে মামলায় ইতি মিকা সিংহ (Mika Singh) ও রাখী সবন্তের (Rakhi Sawant)। এই দুই তারকার চুম্বনকাণ্ডের মামলা বৃহস্পতিবার বাতিল বলে ঘোষণা করল বোম্বে হাইকোর্ট। ২০০৬ সালে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে দায়ের করা হয়েছিল এই মামলা। ১৭ বচরে দুই তারকার মধ্যে সম্পর্ক ও পরিস্থিতি দুইই বদলেছে। আর তাই, এই মামলাকে আজ বাতিল বলে ঘোষণা করল আদালত। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, এই মামলায় রাখী সবন্তের কনসেন্ট গ্রহণ করেছে আদালত। ১৭ বছরে অনেক জল গড়িয়ে গিয়েছে। মিকা ও রাখীর দাবি, তাঁরা একে অপরের সঙ্গে মিটমাট করে নিয়েছেন। আজ বিচারক এএসগডকরি ও বিচারক এসজি ডিগে (A S Gadkari and S G Dige)-র বেঞ্চ এই মামলায় দায়ের হওয়া এফআইআর ও চার্জশীট বাতিল বলে ঘোষণা করেছেন।


 


মুক্তির আগের দিন ফের বিতর্কে 'আদিপুরুষ'


ফের বিতর্কে 'আদিপুরুষ' (Adipurush)। এবার কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন্দ্র শাহ আপত্তি তুললেন ছবিতে দেখানো সীতার জন্মস্থান নিয়ে। শুধু তাই নয়, ট্যুইট করে তিনি দাবি জানালেন, যদি সীতার জন্মস্থান বদল করে সঠিক তথ্য না দেওয়া হয়, তাহলে এই দক্ষিণী ছবি সহ, কোনও ছবিই আর কাঠমাণ্ডুতে চলার অনুমতি পাবে না। এই ভিত্তিতে নেপাল সেন্সর বোর্ড এখনও পর্যন্ত এই ছবির চলার অনুমতি দেয়নি। আজ ট্যুইটারে কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন্দ্র শাহ লেখেন, 'আদিপুরুষের ব্যবহৃত স্লোগান 'জানকী ভারতের মেয়ে' নেপাল এমনকি ভারতের ক্ষেত্রেও একটি সর্বৈব মিথ্যে কথা। ৩ দিন সময় দেওয়া হল দক্ষিণী ছবিটি থেকে এই স্লোগান সরিয়ে নেওয়ার। তা না হলে এই দক্ষিণী ছবি সহ আগামীতে আর কোনও ছবিই কাঠমাণ্ডুতে চলার অনুমতি পাবে না। সীতা মায়ের জয়।'