কলকাতা: ফের বলি তারকাদের কাছে হুমকি ই-মেল। তালিকায় রইলেন সলমন খান (Salman Khan)। এর সঙ্গে নাম জুড়ল টেলি তারকা রাখী সবন্ত (Rakhi Sawant)-এর ও। ঈদের আগে দুজনের কাছেই হুমকি ই-মেল গিয়েছে। সূত্রের খবর, লরেন্স বিষ্ণোই গ্যাং-র থেকেই গিয়েছে এই হুমকি মেল। ২৫ বছরের দূরত্ব মিটল সলমন খান (Salman Khan) আর কর্ণ জোহরের (Karan Johar)? আগামী বছরের ঈদে নাকি একসঙ্গে ছবি তৈরির পরিকল্পনা করছেন দুই তারকা? সূত্রের খবর, তাঁরা ২০২৪ সালের ঈদে নতুন ছবির কাজ করবেন একসঙ্গে। ঈদে হিট ছবি দেওয়ার তালিকা বেশ লম্বা 'ভাইজান'-এর। আর এবার, দুই তারকা নতুন কী পরিকল্পনা করবেন সেইদিকে তাকিয়ে অনুরাগীরা। বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় ভাগে পুলিশের চরিত্রে সিদ্ধার্থ মলহোত্র?


২০১২ সালে মুক্তি পায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'রাউডি রাঠোর' (‘Rowdy Rathore’)। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে এই ছবি। শোনা যাচ্ছে এই ছবির সিক্যোয়েল 'রাউডি রাঠোর ২' (‘Rowdy Rathore 2’) তৈরির কাজ চলছে। কিন্তু সেই ছবিতে কামব্যাক করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার, খবর এমনটাই। তাহলে তাঁর বদলে কে? শোনা যাচ্ছে এক নাম। শোনা যাচ্ছে, বক্স অফিসে সাফল্যপ্রাপ্ত 'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় পর্বে অভিনয় করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার। তাঁর বদলে শোনা যাচ্ছে অপর এক নাম। সূত্রের খবর, অক্ষয়ের বদলে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) তাঁর জুতোয় পা গলাতে চলেছেন। 


প্রেমিকা টিনার সঙ্গে বিচ্ছেদ হানি সিংয়ের


প্রেমিকার সঙ্গে সম্পর্কে চিড় সঙ্গীতশিল্পী হানি সিং (Honey Singh)-এর? তাঁর ও টিনা থাড়ানি (Tina Thadani)-র প্রেম বলিপাড়ায় বেশ চর্চিত ছিল। কিন্তু সেই সম্পর্কে নাকি চিড় ধরেছে। অন্যদিকে নুসরত ভারুচার (Nusrat Bharucha)-র সঙ্গে হাতে হাত রেখে ফ্রেমবন্দি হয়েছেন হানি। বলিপাড়ায় ফের ত্রিকোণ প্রেমের সমীকরণ? একসঙ্গে একটি অ্যালবামে কাজ করছিলেন টিনা ও হানি। কিন্তু সূত্রের খবর, ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছেদের কারণে সেই অ্যালবামের কাজ বন্ধ করে দিতে হয় হানিকে। এই খবর সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন হানি। অন্যদিকে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি টিনা। তবে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন টিনা ও হানি। এমনকি একে অপরের সঙ্গের সমস্ত ছবিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন তাঁরা। 


ফের হুমকি ই-মেল সলমনকে, জুড়ল রাখী সবন্তের নামও!


ফের বলি তারকাদের কাছে হুমকি ই-মেল। তালিকায় রইলেন সলমন খান (Salman Khan)। এর সঙ্গে নাম জুড়ল টেলি তারকা রাখী সবন্ত (Rakhi Sawant)-এর ও। ঈদের আগে দুজনের কাছেই হুমকি ই-মেল গিয়েছে। সূত্রের খবর, লরেন্স বিষ্ণোই গ্যাং-র থেকেই গিয়েছে এই হুমকি মেল। এর আগেও একাধিকবার হুমকি মেল পেয়েছিলেন সলমন খান। বাড়ানো হয়েছিল তাঁর নিরাপত্তাও। বাড়ির সামনে বসেছিল পুলিশি প্রহরা। এমনকি বাজারদরের থেকে অনেকটা বেশি দামে একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছিলেন সলমন। নতুন ই-মেলে বলা হয়েছে, মুম্বইতেই খুন করা হবে সলমনকে। অন্যদিকে গোটা বিষয়টা ই মেলে রাখী সবন্তকে জানিয়ে হুমকি দেওয়া হয়েছে, তিনি যেন গোটা বিষয়টা থেকে দূরে থাকেন। রাখী এই ই-মেল পাওয়ার পরে কোনও পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়নি এখনও।


২৫ বছরের দূরত্ব মিটিয়ে ফের একসঙ্গে সলমন-কর্ণ? 


২৫ বছরের দূরত্ব মিটল সলমন খান (Salman Khan) আর কর্ণ জোহরের (Karan Johar)? আগামী বছরের ঈদে নাকি একসঙ্গে ছবি তৈরির পরিকল্পনা করছেন দুই তারকা? সূত্রের খবর, তাঁরা ২০২৪ সালের ঈদে নতুন ছবির কাজ করবেন একসঙ্গে। ঈদে হিট ছবি দেওয়ার তালিকা বেশ লম্বা 'ভাইজান'-এর। আর এবার, দুই তারকা নতুন কী পরিকল্পনা করবেন সেইদিকে তাকিয়ে অনুরাগীরা। লমন ও কর্ণের একসঙ্গে এই ছবির খবর ভীষণ প্রাথমিক স্তরে রয়েছে। তবে এই খবর সত্যি হলে সলমন ও কর্ণের ২৫ বছরের দূরত্ব ঘুঁচবে। 'কুছ কুছ হোতা হ্যায়' ( Kuch Kuch Hota Hai) ছবিতে একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন। এরপরে আর কর্ণের ছবিতে দেখা যায়নি সলমনকে। দুই তারকা ২৫ বছর পরে একসঙ্গে সে কী চমক দেন সেটাই দেখার। কোন ঘরানার ছবি হতে চলেছে এটি বা ছবির নায়িকাই বা কে হবেন তা এখনও প্রকাশ্যে আসেনি।


অমিতাভের ব্লগ লিখবে চ্যাটজিপিটি?


সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের শিরোনাম। চর্চায় চ্যাটজিপিটি। আর্টিফিসিয়াল ইনটেলিডেন্সের এই সফটওয়্য়ার নিয়ে এখন তোলপাড় দুনিয়া। এই সফটওয়্যারের কাজকর্ম জানার পরে অনেকের মনে করছেন, মানুষের জায়গা নিতে পারে এই চ্যাটজিপিটি। আর এবার নিজের ব্লগ নাকি চ্যাটজিপিটি দিয়ে লেখার কথা ভাবছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) খোদ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আর্টিফিসিয়াল ইনটেলিডেন্সের সাহায্যে বানানো নিজের কিছু ছবি পোস্ট করেছেন অমিতাভ। কিছুটা কার্টুনের ধাঁচে তৈরি করা এই ছবিগুলিকে দেখতে অবিকল অমিতাভের মতোই। এই ছবিগুলি শেয়ার করে চ্যাটজিপিটি নিয়ে নিজের ব্লগে মতামত জানিয়েছেন অমিতাভ। দিনের টুকরো টুকরো অনুভূতি ব্লগে ভাগ করে নেওয়া অমিতাভের অভ্যাস। তাঁর এই ব্লগ বেশ জনপ্রিয়ও। অমিতাভ লিখেছেন, 'আমি চাই চ্যাটজিপিটি আমার রোজনামচা আমার হয়ে লিখে দিক। একদিন হয়তো মানুষকে সরিয়ে এই চ্যাটজিপিটিই তার জায়গা নেবে। তবে আমার ব্লগ যদি চ্যাটজিপিটি লিখে দেয়, তাতে কোনও প্রাণ থাকবে না। তবে হয়তো একদিন না একদিন আমি এটা চেষ্টা করব।'


ফের 'জওয়ান'-এর সেট থেকে ফাঁস শাহরুখ-দীপিকার শ্যুটিংয়ের দৃশ্য


ফের শ্যুটিং ফ্লোর থেকে প্রকাশ্যে শাহরুখ খান (Shah Rukh Khan)-এর লুক! তবে এবার শুধু শাহরুখ নয়, ফাঁস হল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র লুক ও। 'জওয়ান' (Jawan) ছবির একটি গানের শ্যুটিং থেকে ফাঁস হয়েছে অভিনেতা অভিনেত্রীর একটি ছবি। তবে এই প্রথম নয়, এর আগেও সেট থেকে ভাইরাল হয়েছিল শাহরুখে 'জওয়ান'-এর লুক। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে শাহরুখ ও দীপিকা দুজনেই সাদা শার্ট ও কালো জিন্স পরেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যানপেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ছবি। টপ নট করে বাঁধা ছিল দীপিকার লম্বা চুল। উইঙ্কড আই লাইনারে তাঁকে দারুণ দেখাচ্ছিল। এর আগেও 'জওয়ান'-এর সেট থেকে যে ছবি ভাইরাল হয়েছিল, সেখানে ব্যান্ডেজে ঢাকা ছিল শাহরুখের মুখ। তবে ই ছবি যথারীতি নায়কচিত। 


আরও পড়ুন: Sean in Web Series: এবার ওয়েব সিরিজে শন, বিপরীতে থাকছেন ঐশ্বর্য্য